Barasat News: পুলিশ যেতেই মাথায় দায়ের কোপ, ভয়ঙ্কর কাণ্ড বারাসতে!

Barasat News: পারিবারিক বিবাদের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। তারপরেই বীভৎস কাণ্ডের সম্মুখীন হতে হয় তাঁদের।

Barasat News: পারিবারিক বিবাদের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। তারপরেই বীভৎস কাণ্ডের সম্মুখীন হতে হয় তাঁদের।

author-image
Mobarak Koraisi
New Update
attacks on police,west bengal news,barasat,পুলিশের উপর হামলা,বারাসত

অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ।

attacks on police in North 24 Parganas Barasat: ফের আক্রান্ত পুলিশ। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বারাসত। বৃহস্পতিবার রাতে বারাসাত ন' পাড়া সংলগ্ন আমতলা এলাকায় পারিবারিক গন্ডগোলের খবর পেয়ে তদন্তের কাজে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছেলে বাড়িতে অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ জানিয়ে বারাসত থানায় নালিশ জানিয়েছিলেন এক দম্পতি। সেই অভিযোগ পেয়েই বারাসাত থানা থেকে কর্তব্যরত পুলিশ অফিসার দুধকুমার মণ্ডল-সহ আরও কয়েকজন পুলিশকর্মী সেখানে পৌঁছোন। 

Advertisment

পুলিশকর্মীরা এলাকায় গিয়ে দেখেন হাতে দা নিয়ে দাঁড়িয়ে আছেন ওই দম্পতির ছেলে দীপায়ন সরকার। বারাসাত থানার কর্তব্যরত অফিসার দুধকুমার মণ্ডল তাঁর সঙ্গে কথা বলতে গেলে প্রথমেই দা দিয়ে তাঁর মাথায় আঘাত করে দীপায়ন সরকার। ওই পুলিশ আধিকারিকের বুকেও দায়ের কোপ বসানোর চেষ্টা করে দীপায়ন। তবে ওই পুলিশকর্মীর জামার পকেটে মোবাইল ফোন থাকার কারণে বরাতজোরে রক্ষা পান তিনি। 

তবে দায়ের কেপা মাথায় পড়তেই গলগল করে রক্ত বেরনো শুরু হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই পুলিশ আধিকারিককে তড়িঘড়ি বারাসাত হাসপাতালে নিয়ে যান তাঁর সহকর্মীরা। সেখানে তাঁর শারীরিক পরিস্থতির অবনতি হওয়ায় বারাসতেরই একটি বেসরকারি হাসপাতেলে তাঁকে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ইতিমধ্যেই দীপায়ন সরকার নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন- West Bengal News Live: একগুচ্ছ আর্থিক বেনিয়মের অভিযোগ, এবার চাকরিও খোয়ালেন রবীন্দ্রভারতীর অপসারিত রেজিস্ট্রার

Advertisment

আরও পড়ুন- Nabanna: মিড-ডে মিলে পিঠে-পুলি, পায়েস, ফাটাফাটি ভোজে খুদে পড়ুয়াদের নবান্ন উৎসবের পাঠ!

আরও পড়ুন- Partha Chatterjee: এতদিনে ছিঁড়ল শিকে! ED-র মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়

এদিকে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই ব্যক্তির আচার-আচরণ সম্পর্কে ধারণা পেতে তাঁর প্রতিবেশীদের সঙ্গে কথা বলছে পুলিশ। কথা বলা হচ্ছে তাঁর বাবা-মায়ের সঙ্গেও। আচমকা পুলিশের উপর কেন তিনি ঝাঁপিয়ে পড়লেন তা স্পষ্ট হয়নি।

Bangla News news of west bengal news in west bengal police attack Bengali News Today Barasat North 24 Pargana