বিনামূল্যে বিদ্যুৎ, মহিলাদের মাসিক ৩হাজার টাকা! বিধানসভা নির্বাচনের আগে বিরাট ঘোষণা

হাতে গোনা মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। বিহারে ভোটযুদ্ধের মাঝে বড় চমক আম-আদমি-পার্টির। ইস্তেহারে বড় ঘোষণা। বিনামূল্যে বিদ্যুৎ-অর্থ ও শিক্ষায় বিরাট প্রতিশ্রুতি

হাতে গোনা মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। বিহারে ভোটযুদ্ধের মাঝে বড় চমক আম-আদমি-পার্টির। ইস্তেহারে বড় ঘোষণা। বিনামূল্যে বিদ্যুৎ-অর্থ ও শিক্ষায় বিরাট প্রতিশ্রুতি

author-image
IE Bangla Web Desk
New Update
aap-bihar-election-2025-manifesto-free-electricity-women-education

বিহারে ভোটযুদ্ধের মাঝে বড় চমক আম-আদমি-পার্টির।

হাতে গোনা মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। বিহারে ভোটযুদ্ধের মাঝে বড় চমক আম-আদমি-পার্টির। ইস্তেহারে বড় ঘোষণা। বিনামূল্যে বিদ্যুৎ-অর্থ ও শিক্ষায় বিরাট প্রতিশ্রুতি।

Advertisment

আরও পড়ুন-এক মাসের মধ্যে চতুর্থবারের মতো প্রবল কম্পন! কেঁপে উঠল পৃথিবীর এই দেশ, গভীর আতঙ্কে মানুষজন

২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন  রাজনৈতিক দল নিজেদের ইস্তেহার প্রকাশ করেছে। এমন সময় আম আদমি পার্টির (AAP) বিহার ইউনিট গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। এতে জনসাধারণের জন্য বেশ কয়েকটি আকর্ষণীয় এবং সুস্পষ্ট প্রতিশ্রুতি রয়েছে।

Advertisment

ইস্তেহারে উল্লেখ করা হয়েছে, আপ সরকার গঠন করলে প্রত্যেক ঘরে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা হবে। উল্লেখযোগ্য, রাষ্ট্রীয় মহাজোটের প্রস্তাবিত বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুতের তুলনায় এটি আরও এক ধাপ এগিয়ে। পাশাপাশি, সমস্ত পুরনো বিদ্যুৎ বিল মওকুফ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া, সৌর ভর্তুকি প্রকল্পের মাধ্যমে পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রসার ঘটানো হবে।

আরও পড়ুন- SSKM হাসপাতালে নাবালিকার যৌন হেনস্থা, স্বাস্থ্য ভবনের কড়া পদক্ষেপ

মহিলাদের জন্য বিশেষ পদক্ষেপের উল্লেখ রয়েছে ইস্তেহারে। সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধার পাশাপাশি মাইয়া সম্মান যোজনার আওতায় মহিলাদের মাসিক ৩,০০০ টাকা প্রদানের কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়াও, ১০ লক্ষ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ পাওয়ার সুযোগ থাকবে। রাঁধুনি ও সহায়িকাদের জন্য মাসিক বেতন ১২,০০০ নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা ও প্রশিক্ষণ ক্ষেত্রে, বিনামূল্যে কোচিং এবং কর্মসংস্থানের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। বেটি উৎসাহ যোজনার মাধ্যমে দশম শ্রেণী উত্তীর্ণ মেয়েদের ১,০০,০০০ টাকা, দ্বাদশ শ্রেণী উত্তীর্ণদের ২,০০,০০০ টাকা এবং স্নাতক ডিগ্রি অর্জনের পর ৫,০০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

আরও পড়ুন-বুক কাঁপানো দুর্ঘটনা, ঝলসে মৃত্যুমিছিল, হাহাকার, আর্তনাদ, হাসপাতালে স্তূপাকৃতি দেহ, শোকপ্রকাশ মোদীর

শিক্ষার মান বৃদ্ধির জন্য প্রতিটি পঞ্চায়েত এলাকায় একটি আধুনিক স্কুল তৈরি করার পরিকল্পনা রয়েছে। সেখানে থাকবে স্মার্ট ক্লাসরুম, আধুনিক ল্যাব এবং প্রশিক্ষিত শিক্ষক। যুবকরা বিনামূল্যে SSC, UPSC, NEET ও JEE কোচিং সুবিধা পাবেন, ফলে বাইরের শহরে যাওয়ার প্রয়োজন থাকবে না।

এই নির্বাচনী ইস্তেহারের মাধ্যমে AAP বিহারের সাধারণ মানুষ, বিশেষ করে মহিলাদের শিক্ষা, আর্থিক সহায়তা এবং বিদ্যুৎ ব্যবস্থায় সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে।

আরও পড়ুন-মত্ত অবস্থায় কালী মূর্তি ভাঙচুর নারায়ণের, গ্রেফতারির পর দাবি পুলিশের, শুভেন্দু দুষলেন তৃণমূলকেই

Election AAP bihar