Andhra Pradesh Bus Accident: বুক কাঁপানো দুর্ঘটনা, ঝলসে মৃত্যুমিছিল, হাহাকার, আর্তনাদ, হাসপাতালে স্তূপাকৃতি দেহ, শোকপ্রকাশ মোদীর

Andhra Pradesh Bus Accident: বিরাট দুর্ঘটনা। মোটর বাইকের সঙ্গে বাসের তীব্র সংঘর্ষ। আগুনে ঝলসে মৃত্যু কমপক্ষে ১২ জনের। শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর।

Andhra Pradesh Bus Accident: বিরাট দুর্ঘটনা। মোটর বাইকের সঙ্গে বাসের তীব্র সংঘর্ষ। আগুনে ঝলসে মৃত্যু কমপক্ষে ১২ জনের। শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর।

author-image
IE Bangla Web Desk
New Update
Kurnool bus accident

বিরাট দুর্ঘটনা। মোটর বাইকের সঙ্গে বাসের তীব্র সংঘর্ষ। আগুনে ঝলসে মৃত্যুমিছিল

Andhra Pradesh Bus Accident: বিরাট দুর্ঘটনা। মোটর বাইকের সঙ্গে বাসের তীব্র সংঘর্ষ। আগুনে ঝলসে  মৃত্যু কমপক্ষে ১২ জনের। শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর।

Advertisment

আরও পড়ুন-  তারাপীঠে ধুন্ধুমার, বুক কাঁপানো ঘটনায় তোলপাড়

অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১২ জনের। বেঙ্গালুরু-হায়দরাবাদ হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, বেপরোয়া গতির একটি বাস ধাক্কা মারে একটি মোটরসাইকেলকে। সংঘর্ষের তীব্রতায় বাসটিতে আগুন ধরে যায়। কয়েক মিনিটের মধ্যেই গোটা বাসটি  সম্পূর্ণরূপে আগুনে ভস্মীভূত হয়ে যায়। 

আরও পড়ুন-  ফোন পেয়েই বুক কেঁপে ওঠে মায়ের, ছুটে গিয়েও শেষরক্ষা হল না, না ফেরার দেশে আদরের অপূর্ব

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে চালক ও খালাসি মোট ৪২ জন যাত্রী ছিলেন। আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন-  বাজি ফাটানোকে কেন্দ্র করে ধুন্ধুমার, তড়িঘড়ি বদলি জেলার পুলিশ সুপারকে

প্রাথমিক তদন্তে জানা গেছে,বেঙ্গালুরু থেকে হায়দরাবাদের দিকে যাচ্ছিল। সংঘর্ষের পরেই বাসে থাকা যাত্রীরা বেরোনোর আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে বহু যাত্রী ঝলসে মৃত্যুর কোলে ঢলে পড়েন। কুর্নুল জেলার পুলিশ সুপার বিক্রান্ত পাতিল জানিয়েছেন, “দুর্ঘটনায় ১০ জনেরও বেশি যাত্রী প্রাণ হারিয়েছেন। আহতদের চিকিৎসা চলছে।”

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু। তিনি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, “কুর্নুল জেলায়  ভয়াবহ বাস দুর্ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহত ও ক্ষতিগ্রস্তদের সবরকমের সাহায্যের জন্য রাজ্য সরকার সম্ভাব্য সব পদক্ষেপ নেবে।”

আরও পড়ুন-  কলকাতার প্রাণের পাতালরেল, মেট্রো আজও শহরের অহঙ্কার! জন্মদিনে ফিরে দেখা সোনালী অতীত!

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি এক্স-এ লিখেছেন, “অন্ধ্রপ্রদেশের কুর্নুলে মর্মান্তিক বাস অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

এই ভয়াবহ দুর্ঘটনা আবারও রাজ্যে পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। স্থানীয় প্রশাসন ঘটনাটির তদন্ত শুরু করেছে। 

আরও পড়ুন-  মত্ত অবস্থায় কালী মূর্তি ভাঙচুর নারায়ণের, গ্রেফতারির পর দাবি পুলিশের, শুভেন্দু দুষলেন তৃণমূলকেই

শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

পাশাপাশি মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদীও। তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে মৃতদের পরিবারের প্রতি সমবেদনে ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। একই সঙ্গে আর্থিক ক্ষতিপূরণেরও ঘোষণা করেছেন।

Andhra Pradesh bus accident