/indian-express-bangla/media/media_files/2025/10/24/kali-2025-10-24-09-50-00.jpg)
South 24 Parganas:কালী মূর্তি ভাঙচুরে ধৃত ১।
দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপে গত বুধবার ঘটে যাওয়া মা কালী মূর্তির অবমাননার ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশের একটি বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক বা সাম্প্রদায়িক কোনও যোগ নেই। ধৃত ব্যক্তির নাম নারায়ণ হালদার। তিনি পুলিশি জেরায় স্বীকার করেছেন যে, মূর্তিটির তিনি মত্ত অবস্থায় অবমাননা করেছেন। পুলিশ জানিয়েছে, “ইন্টালিজেন্সের সূত্রে আমরা নারায়ণ হালদারকে শনাক্ত করি। তাকে গ্রেফতার করা হয় এবং জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ স্বীকার ও ক্ষমা চেয়েছেন। ঘটনার সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন।”
পুলিশ আরও জানিয়েছে, ঘটনার সঙ্গে অন্য কারা যুক্ত আছে কি না, তা খুঁজে বের করার জন্য তদন্ত চলবে। পুলিশের তরফে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, “এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক কৌশল বা সাম্প্রদায়িক দিক দেখা যায়নি। প্রাথমিকভাবে এটি স্থানীয় একটি ঘটনা মনে হচ্ছে।”
আরও পড়ুন- West Bengal News Live Updates:অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু ১২ জনের
পুলিশ কালী মূর্তির পবিত্রতা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশ্বাস দিয়েছে। সেই সঙ্গে কোনও গুজব বা প্রোপাগান্ডার ফাঁদে পা না দিতে আবেদন করা হয়েছে। বিবৃতিতে পুলিশের তরফে জানানো হয়েছে, “পুলিশ মা কালীর পবিত্রতা রক্ষার জন্য প্রয়োজনীয় প্রতিটি পদক্ষেপ গ্রহণ করবে।”
আরও পড়ুন-Kolkata Metro:কলকাতার প্রাণের পাতালরেল, মেট্রো আজও শহরের অহঙ্কার! জন্মদিনে ফিরে দেখা সোনালী অতীত!
এদিকে, এই ঘটনার পর “কিছু বহিরাগত” এলাকার মধ্যে ঢুকে জাতীয় সড়কে অবরোধ করে। পুলিশ জানিয়েছে, “পাথর ছোঁড়ার সময় মূর্তিকে নিরাপদে পুলিশ ভ্যানে রাখা হয় এবং সড়ক খালি করা হয়। তারপর পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, দুটি আলাদা মামলা দায়ের করা হয়েছে—একটি ভাঙচুরের জন্য এবং অন্যটি সড়ক অবরোধের জন্য। অবরোধের মামলায় এখনও কেউ গ্রেফতার হয়নি। পুলিশ জানিয়েছে, এলাকায় সিসিটিভি ক্যামেরা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, কালী মূর্তি ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক রং লেগেছে। BJP এই ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "নারায়ণ হালদার ওই এলাকায় তৃণমূলের নেতা ভূপতি হালদারের ছেলে। এটা কোটেশ্বর রাও, বাপী হালদার তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে। দেবাশিস দাস সাপ্লাই করেছে। ওর ১৫ দিন সংসার চালানোর টাকা দেওয়া হয়েছে। এই ঘটনার NIA তদন্তের দাবি করছি।" তবে তৃণমূল (TMC) জানিয়েছে, পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে দোষীকে আটক করেছে এবং সাম্প্রদায়িক উত্তেজনা রোধ করেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us