/indian-express-bangla/media/media_files/2025/03/16/GeyKBbQfZJLLdgAbdEJF.jpg)
Abhishek Banerjee: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
SIR voter list: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) নিয়ে শুরু থেকেই সরব তৃণমূল কংগ্রেস। কয়েকদিন আগেই কেন্দ্রের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআর নিয়ে আরও কার্যকর পদক্ষেপে নামছে তৃণমূল।
দলীয় সূত্রে জানা গিয়েছে, আজ বিকেলে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক। এই বৈঠকে রাজ্য, জেলা ও ব্লকস্তরের নেতা-কর্মীরা ছাড়াও উপস্থিত থাকবেন দলের বুথ লেভেল এজেন্টরা (BLA)।
বৈঠকে এসআইআর প্রক্রিয়ায় দলের ভূমিকা, করণীয় এবং কৌশল নিয়ে বিস্তারিত দিকনির্দেশ দেবেন অভিষেক। সূত্রের খবর, বিশেষভাবে বুথ লেভেল অফিসারদের (BLO) সঙ্গে সমন্বয় রেখে কাজ করার উপর জোর দেবেন তিনি। ভোটার তালিকায় নজরদারি, ক্রস ভেরিফিকেশন, ইমানুরেশন ফর্ম পূরণসহ যাবতীয় ক্ষেত্রে কীভাবে কার্যকর ভূমিকা নেবেন BLA-রা, সেই বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া হবে বৈঠকে।
আরও পড়ুন-Suvendu Adhikari: 'কারবাইডে পাকানো ফল', SIR ইস্যুতে অভিষেককে যা নয় তাই বলে আক্রমণে শুভেন্দু
অভিষেকের বার্তা— কোনোভাবেই বিতর্কে জড়ানো নয়, বরং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এসআইআর প্রক্রিয়ায় দলের পক্ষে নজরদারি চালিয়ে যাওয়াই প্রধান লক্ষ্য। দলীয় সূত্রের মতে, এই বৈঠকের মাধ্যমেই তৃণমূলের আগামী কৌশল স্পষ্ট হবে এসআইআর ইস্যুতে।
আরও পড়ুন-IRCTC Vikalp: ট্রেনে আসন পাওয়া নিয়ে শঙ্কায় ইতি, যাত্রীদের সুখবরের বন্যায় ভাসাল 'আইআরসিটিসি বিকল্প'!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
 Follow Us
 Follow Us