/indian-express-bangla/media/media_files/2025/05/20/VhMfyQoyI1oRJObogpE4.jpg)
Abhishek Banerjee : অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Abhishek Banerjee virtual meeting:দলের জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে একগুচ্ছ নির্দেশিকা সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বছর ঘুরলেই ২০২৬-এর বিধানসভা ভোট। তার আগের এই ক'মাস দলর নেতাদের রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের দুরন্ত প্রচারের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একেবারে তৃণমূল স্তর পর্যন্ত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা, সুফল সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করতে দলের নেতা-কর্মীদের উল্লেখযোগ্য ভূমিকা নিতে নির্দেশ তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ডের।
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে বিরোধীদের পাশাপাশি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও নিজেদের ঘর গুছোতে শুরু করে দিয়েছে। সাংগঠনিক শক্তি আরও পোক্ত করার লক্ষ্যে একের পর এক কর্মসূচি নিচ্ছে জোড়াফুল শিবির। মঙ্গলবার দলের জেলা নেতৃত্বগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই বৈঠকে ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও।
বৈঠকে অভিষেক দলের নেতৃত্বকে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছেন। সম্প্রতি 'আমাদের পাড়া, আমাদের সমাধান', নামে নতুন একটি জনমুখী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। স্থানীয়স্তরের ছোটখাটো সমস্যা এই প্রকল্পের মাধ্যমে নিরসন করা যাবে। রাজ্যের নতুন এই প্রকল্প নিয়ে এলাকা এলাকায় প্রচার আরও বাড়াতে দলের কর্মীদেরই এগিয়ে আসতে নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- West Bengal News live updates:'উনি রাজনীতির লোক, শিক্ষিত মানুষ', কল্যাণের প্রশংসায় শুভেন্দু
বাড়ি-বাড়ি গিয়ে 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্প নিয়ে প্রচারের নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এ ছাড়াও ভোটার তালিকার ভেরিফিকেশনেও তীক্ষ্ণ নজর রাখতে নির্দেশ দিয়েছেন অভিষেক। ভার্চুয়াল বৈঠকে তিনি জানিয়েছেন, BLO-রা বাড়ি-বাড়ি গিয়ে ভোটার তালিকার ফিজিকাল ভেরিফিকেশন করবেন, সেক্ষেত্রে নজর রাখতে হবে তৃণমূল নেতৃত্বকেও। BLO-রা অনিয়ম করছেন বলে মনে হলে নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানাতে নির্দেশ তৃমমূল নেতৃত্বকে।
ভার্চুয়াল বৈঠকে দলের নেতাদের অভিষেক আরও জানিয়েছেন, যেসব বুথগুলিতে ১০০-র বেশি ভোটে দল হেরেছে কিংবা গত কয়েকটি নির্বাচনে দল পর্যদুস্ত হচ্ছে সেখানে যেমন বুথ সভাপতি বদল হবে, তেমনই বদলানো হবে ওই এলাকার দলের অঞ্চল সভাপতিকেও।
সম্প্রতি ভিন রাজ্যে বিশেষ করে BJP শাসিত রাজ্যগুলিতে বাঙালি হেনস্থা, বাঙালি বিদ্বেষের অভিযোগ বারবার উঠছে। ভিনরাজ্যে কাজে গিয়ে বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের একটি বড় অংশকে তুমুল হেনস্থার মুখে পড়তে হচ্ছে। বাংলা ভাষা এবং বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে রাজ্যজুড়ে ব্লকে ব্লকে তৃণমূল নেতা-কর্মীদের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন তিনি।
এছাড়াও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বেশ কয়েকজনকে NRC নোটিশ পাঠানোর অভিযোগ উঠেছে অসম সরকারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একাধিকবার সোচ্চার হয়েছেন বিভিন্ন সভা-সমাবেশে।
আরও পড়ুন-Bengali controversy: বাংলা, বাঙালি, বাংলাদেশি বিতর্ক, BJP-তৃণমূলে 'সেটিং' দেখছেন বিশিষ্ট শিক্ষাবিদ
গতকালের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উত্তরবঙ্গে দলের নেতৃত্বকে এই বিষয়ে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। উত্তরবঙ্গের যে যে এলাকাগুলিতে বিজেপির শক্তি বেশি সেখানে অসমের বিজেপি সরকারের NRC নোটিশ পাঠানোর বিষয়টিকে সর্বাপেক্ষা গুরুত্ব দিয়ে পাল্টা গেরুয়া বিরোধী প্রচার চালাতে নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।