New Town Incident: পরিচারিকার স্বামীকে সরকারি চাকরির 'টোপ', লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে গ্রেফতার অভিযুক্ত

New Town News: কয়েক ধাপে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত। ধৃতের কাছ থেকে বেশ কিছু ভুয়ো নতিপত্র বাজেয়াপ্ত করেছে নিউটাউন থানার পুলিশ। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি।

author-image
Joyprakash Das
New Update
Accused arrested from Newtown on the charge of cheating lakhs of rupees in the name of giving job: সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নিউটাউনে গ্রেফতার

New Town News: গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে অভিযুক্ত সৌরভ কুমার নামে ওই ব্যক্তিকে।

Accused arrested from Newtown on the charge of cheating lakhs of rupees in the name of giving job: নিজেকে কেন্দ্রীয় সরকারের এক পদস্থ আধিকারিক বলে পরিচয় দিয়েছিলেন নিউ টাউনের এক বাসিন্দা। সৌরভ কুমার নামে ওই ব্যক্তির ফ্ল্যাটেই পরিচারিকার কাজ করতেন যাত্রাগাছির দিপালী মণ্ডল। দিপালীর স্বামী বিশেষ চাহিদা সম্পন্ন। তাঁকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধাপে ধাপে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সৌরভের বিরুদ্ধে। শেষমেশ নিউটউন থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত দীপালি মণ্ডল নামে ওই মহিলা। তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে।

Advertisment

জানা গিয়েছে, ২০২২ সাল থেকে যাত্রাগাছি এলাকায় সৌরভ কুমার নামে এক ব্যক্তির ফ্ল্যাটে পরিচারিকার কাজ করতেন যাত্রাগাছির বাসিন্দা দীপালী মণ্ডল। দিপালীর স্বামী তরুণ মণ্ডল বিশেষ চাহিদা সম্পন্ন। নিজেকে কেন্দ্রীয় সরকারের এক পদস্থ কর্তা বলে দিপালীর কাছে পরিচয় দিয়েছিলেন সৌরভ কুমার নামে ওই ব্যক্তি। যে গাড়িটি নিয়ে তিনি ঘুরতেন তাতেও 'গভর্নমেন্ট অফ ইন্ডিয়া' বলে লেখা থাকতো। দিপালীর স্বামীকে ব্যাংকে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ধাপে ধাপে তাঁর কাছ থেকে মোট ৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে সৌরভের বিরুদ্ধে।

এরপর দীর্ঘদিন স্বামীর চাকরির জন্য সৌরভের কাছে দরবার করতে থাকেন দিপালী। তাতেও স্বামীর চাকরি না হওয়ায় শেষমেশ টাকা ফেরত চান তিনি। এতেই চটে গিয়ে সৌরভ তাঁকে মারধর করেন বলে অভিযোগ, এমনকী ওই মহিলার প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই নিউ টাউন থানার দ্বারস্থ হন পরিচারিকা দিপালী মণ্ডল। সৌরভ কুমার নামে ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

আরও পড়ুন- Madhyamik 2025: মাধ্যমিক শেষ হতেই বই-খাতা ছিঁড়ে 'সেলিব্রেশন', পড়ুয়াদের মানসিকতায় উদ্বিগ্ন শিক্ষক-শিক্ষিকারাও

Advertisment

তড়িঘড়ি তদন্তে নেমে নিউ টাউন থানা এলাকা থেকে অভিযুক্ত সৌরভ কুমারকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে তার সঙ্গে থাকা ওই চার চাকার গাড়িটিও। এছাড়াও তার কাছ থেকে বেশ কিছু ভুয়ো নথিপত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ দাবি করেছে। পুলিশ ধৃতের বিরুদ্ধে প্রতারণা, মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। এই চক্রে আরও কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

আরও পড়ুন- West Bengal News Live:ফের হাওড়ায় শুটআউট, পুলিশ অফিসারের পর এবার ব্যবসায়ীকে পরপর গুলি

New Town Bengali News Today news in west bengal news of west bengal