/indian-express-bangla/media/media_files/2025/07/09/adhir-2025-07-09-18-14-59.jpg)
Adhir Chowdhury: প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।
Adhir Chowdhury:পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এই ব্যাপারে আবারও তাঁর নিশানায় রাজ্য সরকার। রাজ্য পরিযায়ী শ্রমিকদের ভালো চাইলে তাঁরা যে যে রাজ্যে আছেন সেখানে গিয়ে তাঁদের রক্ষা করার ব্যবস্থা করুক, এমনই দাবি তুলেছেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ।
অধীর চৌধুরী এদিন বলেছেন, "বাস্তব তো অন্য কথা বলছে। এখানে রোজগার নেই বলে ওরা চলে গেছে। এখন প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে এসে বাঙালি, অবাঙালি, পরিযায়ী এসব করে নেগেটিভ তৈরি করার চেষ্টা করছে।"
প্রাক্তন সাংসদ এদিন আরও বলেছেন, "পরিযায়ীদের নিয়ে রাজনীতি হচ্ছে। তাদের যদি সত্যিই ভালো চাও তবে সেই রাজ্যে গিয়ে তাদের রক্ষা করার ব্যবস্থা কর। তারা কেন এই রাজ্যে পালিয়ে আসবে? আমিই বা কেন তাদের ৫০০০ টাকা দিতে যাব? তাদের কি অধিকার নেই বাইরের রাজ্যে কাজ করে খাওয়ার? "
উল্লেখ্য, দিন কয়েক আগেই পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্প 'শ্রমশ্রী'র ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে এলে প্রতি মাসে তাদের ৫০০০ টাকা করে দেবে রাজ্য সরকার।
এক বছর ধরে তাদের এই অর্থ সাহায্য করা হবে। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-Hilsa Festival:স্কুলেই 'ইলিশ উৎসব', মাছ ভাপা-ভাজায় চেটেপুটে স্বাদ! আহ্লাদে আটখানা খুদে পড়ুয়ারা