Adhir Chowdhury:'পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি হচ্ছে', রাজ্যকেই তুলোধনা অধীরের

Adhir Chowdhury-Migrant workers issue: ফের রাজ্য সরকারের সমালোচনায় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

Adhir Chowdhury-Migrant workers issue: ফের রাজ্য সরকারের সমালোচনায় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

author-image
Gopal Thakur
New Update
Adhir Chowdhury criticism 21 July Shahid Sabha  ,Adhir Ranjan Chowdhury comments Martyr Day rally criticism  ,Adhir Chowdhury alleges bias in 21 July rally,তৃণমূল সমালোচনা অধীর চৌধুরী ২১ জুলাই শহিদ সভা  ,অধীর চৌধুরীর বক্তব্য শহিদ দিবস সমাবেশ বিতর্ক,  অধীর রঞ্জন চৌধুরী শহিদ সভা সমালোচনা

Adhir Chowdhury: প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।

Adhir Chowdhury:পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। এই ব্যাপারে আবারও তাঁর নিশানায় রাজ্য সরকার। রাজ্য পরিযায়ী শ্রমিকদের ভালো চাইলে তাঁরা যে যে রাজ্যে আছেন সেখানে গিয়ে তাঁদের রক্ষা করার ব্যবস্থা করুক, এমনই দাবি তুলেছেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ।

Advertisment

অধীর চৌধুরী এদিন বলেছেন, "বাস্তব তো অন্য কথা বলছে। এখানে রোজগার নেই বলে ওরা চলে গেছে।  এখন প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে এসে বাঙালি, অবাঙালি, পরিযায়ী এসব করে নেগেটিভ তৈরি করার চেষ্টা করছে।"

প্রাক্তন সাংসদ এদিন আরও বলেছেন, "পরিযায়ীদের নিয়ে রাজনীতি হচ্ছে। তাদের যদি সত্যিই ভালো চাও তবে সেই রাজ্যে গিয়ে তাদের রক্ষা করার ব্যবস্থা কর। তারা কেন এই রাজ্যে পালিয়ে আসবে? আমিই বা কেন তাদের ৫০০০ টাকা দিতে যাব? তাদের কি অধিকার নেই বাইরের রাজ্যে কাজ করে খাওয়ার? "

Advertisment

আরও পড়ুন- Kolkata Weather Today:অতি ভারী বৃষ্টির সতর্কতা জেলায়-জেলায়, আজ দক্ষিণ ও উত্তরবঙ্গজুড়ে প্রবল দুর্যোগের আশঙ্কা!

উল্লেখ্য, দিন কয়েক আগেই পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্প 'শ্রমশ্রী'র ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে এলে প্রতি মাসে তাদের ৫০০০ টাকা করে দেবে রাজ্য সরকার।

আরও পড়ুন- Migrant worker Harassment: টানা ৩ দিন মন্দিরে লুকিয়ে প্রাণ রক্ষা বাংলার মুসলিম যুবকের, ভিনরাজ্যে হাড়হিম ঘটনা!

এক বছর ধরে তাদের এই অর্থ সাহায্য করা হবে। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-Hilsa Festival:স্কুলেই 'ইলিশ উৎসব', মাছ ভাপা-ভাজায় চেটেপুটে স্বাদ! আহ্লাদে আটখানা খুদে পড়ুয়ারা

tmc Adhir Chowdhury Migrants Labours