/indian-express-bangla/media/media_files/2025/08/23/rain-2025-08-23-08-09-13.jpg)
Heavy Rainfall Warning: কলকাতা শহরেও আজ প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে।
23 August Rain Alert:বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হয়ে ভয়াল রূপ নিয়েছে। আজ বর্ষার রুদ্র রূপ দেখবে বাংলা। শহর কলকাতার পাশাপাশি একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
দিনভর দফায় দফায় প্রবল দুর্যোগের আশঙ্কা বাংলার জেলায়-জেলায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ কাঁপানো বৃষ্টির জোরালো পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বাদ যাবে না উত্তরবঙ্গও। জেনে নিন আজকের ওয়েদার আপডেট।
আজ প্রবল বৃষ্টির পূর্বাভাস কোন জেলাগুলিতে?
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় দফায়-দফায় বৃষ্টি চলবে। তবে শহর কলকাতার পাশাপাশি উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন- Kolkata Metro: মেট্রো যাত্রীদের জন্য বিরাট সুখবর! তিনটি নতুন মেট্রো রুটে রবিরারও চালু পরিষেবা?
আজ অতি ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো জেলাগুলিতেও।
বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামীকাল রবিবারেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টি
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায়।
আরও পড়ুন-PM Modi Attack TMC:'রুজি-রুটি' যারা কাড়ছেন তাদের প্রশ্রয়! অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে তুলোধোনা মোদীর
আগামীকাল রবিবারেও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির জেরে ফের একবার উত্তরবঙ্গের পাহাড়ি পথে ধ্বস নামারও আশঙ্কা করা হচ্ছে।