/indian-express-bangla/media/media_files/2025/09/25/adhir-2025-09-25-17-35-23.jpg)
Adhir Chowdhury: প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR ইস্যুতে এবার BJP-কে নিশানা অধীর চৌধুরীর। "পশ্চিমবঙ্গে যা দেখছি তাতে মনে হচ্ছে নির্বাচন কমিশন বিজেপির একটা শাখা সংগঠন", এভাবেই কেন্দ্রের শাসক দলকে নিশানা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর।
অধীর চৌধুরী বলেন, "SIR বিজেপির কর্মসূচি নয়। এসআইআর নির্বাচন কমিশনের একটি কর্মসূচি। কমিশন সংবিধান প্রদত্ত ক্ষমতার মাধ্যমে ভোটার তালিকা সংশোধন, নাম অন্তর্ভুক্তকরণের ব্যবস্থা করছে। পশ্চিমবঙ্গে যা দেখছি তাতে মনে হচ্ছে নির্বাচন কমিশন বিজেপির একটি শাখা সংগঠন। তা না হলে নির্বাচন কমিশনের হয়ে এত ওকালতির প্রয়োজন পড়ত না। ভারতের নির্বাচন কমিশন সরকারি দলের কাছে বিক্রি হয়ে গেছে। তাদের নির্দেশে ওরা ওঠানামা করছে। এটা যে সত্য সেটা প্রমাণ হচ্ছে।"
বাংলার প্রতিবেশী রাজ্য বিহারে এসআইআর নিয়ে বিতর্ক এখনও জারি রয়েছে। নতুন ভোটার লিস্টেই বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে নির্বাচন কমিশনের ওপর যারপরনাই ক্ষুব্ধ বিরোধীরা।
আরও পড়ুন-Baruipur indigo farming:ইংরেজ আমলে বারুইপুরের নীল চাষের ইতিহাস, কৃষক শোষণ ও বিদ্রোহের প্রেক্ষাপট
এবার তামিলনাড়ুতেও আগামী এক সপ্তাহের মধ্যে SIR-এর কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গেও এসআইআর তৎপরতা তুঙ্গে। ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক, আলোচনা চলছে। সূত্রের খবর, আগামী নভেম্বর মাসের শুরু থেকেই পশ্চিমবঙ্গেও এসআইআর তৎপরতা আরও বেশি গতি পাবে বলে মনে করা হচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us