/indian-express-bangla/media/media_files/2025/10/25/ps-2025-10-25-13-22-52.jpg)
Sonarpur Police Station: সোনারপুর থানা।
দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে ফের প্রতিবাদের জেরে হামলার ঘটনা। মঙ্গলবার উচ্চস্বরে মাইক বাজানোর প্রতিবাদে প্রাণ হারিয়েছিলেন কুষ্টিয়া এলাকার বাসিন্দা সনাতন নস্কর। তার রেশ কাটতে না কাটতেই ফের এক প্রতিবাদীর উপর হামলার অভিযোগ উঠল সোনারপুরের কোদালিয়া এলাকায়।
অভিযোগ, বুধবার রাতে বাড়ির সামনে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেন স্থানীয় এক যুবক। সেই প্রতিবাদের জেরে প্রতিবেশীদের সঙ্গে বচসা বেঁধে যায়, যা পরে মারামারিতে রূপ নেয়। অভিযোগ, কয়েকজন মিলে প্রতিবাদী যুবককে বেধড়ক মারধর করা হয়। স্বামীর উপর হামলার খবর পেয়ে ছুটে আসেন তাঁর স্ত্রী। তখন ওই মহিলার উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ।
আরও পড়ুন- SIR:তামিলনাড়ুতে ১ সপ্তাহের মধ্যে SIR শুরু, বাংলা নিয়ে জোরদার জল্পনা শীর্ষে!
নির্যাতিতার দাবি, একাধিক পুরুষ এবং মহিলা মিলে তাঁকে রাস্তায় ফেলে মারধর করে এবং অশালীন আচরণ করে। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় হাত দেওয়া ও শ্লীলতাহানির অভিযোগও করেছেন তিনি। এমনকী থানায় অভিযোগ জানাতে গেলে তাঁকে ধর্ষণের হুমকিও দেওয়া হয় বলে জানিয়েছেন নির্যাতিতা।
সরকারি নির্দেশ অনুযায়ী উচ্চশব্দের মাইক ও বাজি নিষিদ্ধ থাকলেও এলাকায় তা রমরমিয়েই চলছে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, প্রশাসনের উদাসীনতার কারণেই এই ধরনের বেআইনি কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।
আরও পড়ুন-Baruipur indigo farming:ইংরেজ আমলে বারুইপুরের নীল চাষের ইতিহাস, কৃষক শোষণ ও বিদ্রোহের প্রেক্ষাপট
এই ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে। তবে বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার না করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us