West Bengal News Updates: একের পর এক সরকারি হাসপাতালে নারী নিগ্রহ, ক্ষোভ উগরে একগুচ্ছ দাওয়াই মুখ্যমন্ত্রীর

West Bengal News Updates:এসএসকেএম ও উলুবেড়িয়া মেডিকেল কলেজের ঘটনা, নবান্নে জরুরি বৈঠক। শুভেন্দু অধিকারীর সর্বশেষ মন্তব্য এবং বঙ্গোপসাগরের নিম্নচাপে বৃষ্টি ও ঘূর্ণিঝড় সতর্কতার খবর জানুন।

West Bengal News Updates:এসএসকেএম ও উলুবেড়িয়া মেডিকেল কলেজের ঘটনা, নবান্নে জরুরি বৈঠক। শুভেন্দু অধিকারীর সর্বশেষ মন্তব্য এবং বঙ্গোপসাগরের নিম্নচাপে বৃষ্টি ও ঘূর্ণিঝড় সতর্কতার খবর জানুন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
news in bengal live, west bengal news, kolkata news,news of west bengal,west bengal news today, কলকাতার খবর,পশ্চিমবঙ্গের খবর

News in Bengal গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Kolkata News Updates:একের পর এক সরকারি হাসপাতালে নারী নিগ্রহ নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের নবান্নের বৈঠকে সরকারি হাসপাতালে নারী নিগ্রহ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালে নজরদারি থেকে এজেন্সির ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। সবাইকে সচিত্র পরিচয়পত্র গলায় ঝুলিয়ে কর্তব্য পালনের নির্দেশ মুখ্যমন্ত্রীর। পুরুষদের শৌচাগারে কীভাবে নিয়ে যাওয়া হল নাবালিকাকে,  প্রশ্ন মুখ্যমন্ত্রীর। নিরাপত্তাকর্মী নিয়োগের আগে আরও কড়া নজরদারির গুরুত্বের কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। বেসরকারি নিরাপত্তাকর্মী নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশনের ওপরেও জোর দিয়েছেন মমতা। আজকের বৈঠকে সিসিটিভি নজরদারি নিয়েও ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, কোন হাসপাতালে কত সিসিটিভি রয়েছে? কটি অকেজো হয়ে পড়ে রয়েছে? সেগুলি ঠিক করতে কত খরচ? তার খসড় প্রস্তাব রাজ্যকে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে। 

Advertisment

ত্রিপুরায় কর্তব্যরত অবস্থায় আক্রান্ত থানার ওসি! দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া থানার ওসি শিবুরঞ্জন দে শুক্রবার রাতে কালীপুজোর বিসর্জনে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে বেধড়ক মার খেয়েছেন বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, সাউন্ড বক্স বন্ধ করতে বলায় বিতর্কের সুত্রপাত। পুজো কমিটির সদস্যরা তাঁকে মাটিতে ফেলে পেটায়। ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। সংঘর্ষের সময় সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত হয়। ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, দায়িত্বে থাকা অফিসারের উপর হামলা গুরুতর অপরাধ। বিজেপি শাসিত রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।

মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের নয়া অভিযোগে তৃণমূলে তোলপাড়! এবার তাঁর নিশানায় আসলেন দলেরই মুর্শিদাবাদ জেলা সভাপতি অপূর্ব সরকার। হুমায়ুন কবীরের অভিযোগ, জেলা সভাপতি অপূর্ব সরকার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করিয়েছেন। হুমায়ুন কবীর বলেন, “জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহাকে প্রভাবিত করে জেলা সভাপতি কীভাবে জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করিয়েছেন, তা নিয়ে সঠিক সময়ে তথ্য দিয়ে সবাইকে জানাব।” জীবনকৃষ্ণ সাহা SSC দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন।

Advertisment

আরও পড়ুন- cyclone alert:বঙ্গোপসাগরে নিম্নচাপ! দক্ষিণবঙ্গে ফিরছে বৃষ্টি, ঘূর্ণিঝড়ের আশঙ্কা জোরদার

শুভেন্দু অধিকারীর পাল্টা বার্তা: ‘চিন্তিত নই’

অন্যদিকে, আইনি রক্ষাকবচ প্রত্যাহার প্রসঙ্গে একেবারেই বিচলিত নন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার তিনি জানান, “গত পাঁচ বছরে পুলিশ আমার বিরুদ্ধে যত মামলা করেছে, তার বেশিরভাগই হাইকোর্ট খারিজ করেছে। বাকিগুলো সিবিআইয়ের হাতে গিয়েছে।” পাশাপাশি তিনি বলেন, “দেখবি আর জ্বলবি, নন্দীগ্রামে হারিয়েছি, এবার ভবানীপুরে হারাবো — মমতাকে প্রাক্তন করব।”

আরও পড়ুন-মাত্র ৬ ঘণ্টায় কলকাতা to বারাণসী! ৬২০ কিমি এক্সপ্রেসওয়ে, ৩৫ হাজার কোটি টাকার প্রকল্প

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

এদিকে, বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনের মধ্যে এই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে এবং পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে আগামীকাল, রবিবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন- Kalyani News:ভবঘুরের ব্যাগে হাজার হাজার ভোটার কার্ড, আসল না নকল? তুঙ্গে চর্চা!

  • Oct 25, 2025 13:36 IST

    WB News Live Updates:মহুয়ার তোপে BJP সাংসদ

    এক্স হ্যান্ডলে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র লিখেছেন, "বিজেপি সাংসদ ব্রিজ লাল লখনউতে দলিত সাফাইকর্মীদের "সন্ত্রাসী" এবং "বাংলাদেশী" বলে অভিহিত করেছেন।বিজেপি একই সাংসদকে দু'বার বাংলা সফরে পাঠিয়েছে। আমাদের দেশের দলিতদের উপর আপনার সাংসদের আক্রমণের প্রতিবাদে বঙ্গ বিজেপি এখন কোথায়? বিজেপি আব কে বার না হোগা ৫০ পার"



  • Oct 25, 2025 13:33 IST

    WB NEWS LIVE: পাকিস্তানকে ফের উচিত জবাব ভারতের

    রাষ্ট্রসংঘে আবারও কাশ্মীর ইস্যু তুলে ধরতে গিয়ে চরম 'লজ্জার' মুখে পড়ল পাকিস্তান।নিরাপত্তা পরিষদে জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উত্থাপন করতেই ভারতের স্থায়ী প্রতিনিধি পি. হরিশ পাকিস্তানের তীব্র সমালোচনা করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমরা পাকিস্তানের কাছে আহ্বান জানাই— তারা যেন অবিলম্বে অবৈধভাবে দখলকৃত অঞ্চলগুলিতে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করে। সেখানে জনগণ পাকিস্তানি সামরিক দখল, দমন-পীড়ন, বর্বরতা এবং সম্পদের অবৈধ শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করছে।”

    বিস্তারিত পড়ুন- নির্লজ্জ পাকিস্তানকে ফের উচিত জবাব ভারতের, লজ্জায় মুখ লকানোরও জায়গা পেল না



  • Oct 25, 2025 13:32 IST

    West Bengal News Live Updates: দম্পতিকে বেধড়ক মার

    দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে ফের প্রতিবাদের জেরে হামলার ঘটনা। মঙ্গলবার উচ্চস্বরে মাইক বাজানোর প্রতিবাদে প্রাণ হারিয়েছিলেন কুষ্টিয়া এলাকার বাসিন্দা সনাতন নস্কর। তার রেশ কাটতে না কাটতেই ফের এক প্রতিবাদীর উপর হামলার অভিযোগ উঠল সোনারপুরের কোদালিয়া এলাকায়।

    বিস্তারিত পড়ুন- Sonarpur News:ফের আক্রান্ত প্রতিবাদী! শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় দম্পতিকে বেধড়ক মার, মহিলাকে ধর্ষণের হুমকি



  • Oct 25, 2025 13:30 IST

    Kolkata News Live Updates:পুলিশ কর্তার বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ

    মহারাষ্ট্রের সাতারা জেলার ফলটনে এক তরুণী চিকিৎসকের আত্মহত্যা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গত বৃহস্পতিবার রাতে ফলটনের একটি হোটেল থেকে ওই চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আত্মহত্যার আগে বাঁ হাতের তালুতে নিজের দেওয়া শেষ বার্তা লিখে গিয়েছিলেন তিনি। সেই বার্তায় দু’জনের নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে ধর্ষণ ও মানসিক নির্যাতনের মত গুরুতর অভিযোগ আনেন ওই তরুণী চিকিৎসক। এরপরই দেশ জুড়ে তোলপাড় পড়ে যায়।

    বিস্তারিত পড়ুন- বিজেপি শাসিত রাজ্যে তরুণী চিকিৎসককে ধর্ষণ, মৃত্যুর ঘটনায় হুলস্থূল, পুলিশ কর্তার বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ, গ্রেফতার ১



  • Oct 25, 2025 13:29 IST

    Kolkata News Live Updates:মাত্র ৬ ঘণ্টায় কলকাতা to বারাণসী!

    পশ্চিমবঙ্গে হুগলি নদীর ওপর একটি নতুন সেতু নির্মাণ হতে চলেছে, যা বারাণসী-কলকাতা চার লেনের এক্সপ্রেসওয়ে প্রকল্পের অংশ। রাজ্যের জনপথ দফতরের (PWD) কর্মকর্তাদের মতে, প্রস্তাবিত এই সেতু হবে হাওড়ার বাগনান এলাকায় এবং এর বিপরীত তটে দক্ষিণ ২৪ পরগনার পুজালি এলাকায় সংযোগ স্থাপন করবে।

    বিস্তারিত পড়ুন- মাত্র ৬ ঘণ্টায় কলকাতা to বারাণসী! ৬২০ কিমি এক্সপ্রেসওয়ে, ৩৫ হাজার কোটি টাকার প্রকল্প



  • Oct 25, 2025 11:33 IST

    Kolkata News Live:নবান্নে জরুরি বৈঠক

    এসএসকেএম ও উলুবেড়িয়া মেডিকেল কলেজে পরপর ঘটনার পর রাজ্যের প্রশাসনিক মহলে তৈরি হয়েছে প্রবল অস্বস্তি। ফের একবার রাজ্য সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার ঘাটতি নিয়ে বড় প্রশ্ন উঠেছে।এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার দুপুরে নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের প্রিন্সিপাল ও সুপারদের।পাশাপাশি জেলাশাসক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদেরও বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের কমিশনারও থাকবেন বৈঠকে। সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।



  • Oct 25, 2025 10:24 IST

    Bengal News Live Updates:পথ দুর্ঘটনায় মৃত কিশোর

    রেজিনগরে ছোট গাড়ি ও ট্রাকের সংঘর্ষে মৃত নবাব শেখ নামে এক ১৭ বছর কিশোর। পরিবার সূত্রে জানা গিয়েছে ছোট গাড়িটিতে পিছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। তাতে নবাব শেখ গাড়ি থেকে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। রেজিনগর থানার থানার পুলিশ কিশোরকে উদ্ধার করে বেলডাঙা প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।



  • Oct 25, 2025 10:05 IST

    WB News Live:ভবঘুরের ব্যাগে হাজার হাজার ভোটার কার্ড

    ব্যাগ খুলতেই বেরিয়ে এলো থরে থরে সাজানো ভোটার কার্ড। এভাবেই কল্যাণীতে এক ভবঘুরের ব্যাগ থেকে শুক্রবার কয়েকশো ভোটার কার্ড উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।

    বিস্তারিত পড়ুন- Kalyani News:ভবঘুরের ব্যাগে হাজার হাজার ভোটার কার্ড, আসল না নকল? তুঙ্গে চর্চা!



  • Oct 25, 2025 10:04 IST

    West Bengal News Live Updates:ইংরেজবাজারে রক্তাক্ত ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র!

    ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রকে তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে মারধর। থানায় অভিযোগ তৃণমূল কাউন্সিলর তথা মালদার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর স্ত্রী কাকলি চৌধুরীর বিরুদ্ধে।

    বিস্তারিত পড়ুন- Malda News:ইংরেজবাজারে রক্তাক্ত ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র! তৃণমূলের স্থানীয় নেত্রীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ



  • Oct 25, 2025 10:03 IST

    West Bengal News Live Updates:ফিরছে বৃষ্টি, ঘূর্ণিঝড়ের আশঙ্কা জোরদার

    দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের উপর নতুন করে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে এই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এর প্রভাব পড়বে উপকূলবর্তী জেলাগুলিতে।

    বিস্তারিত পড়ুন- cyclone alert:বঙ্গোপসাগরে নিম্নচাপ! দক্ষিণবঙ্গে ফিরছে বৃষ্টি, ঘূর্ণিঝড়ের আশঙ্কা জোরদার



Breaking news SIR West Bengal News kolkata news