/indian-express-bangla/media/media_files/2025/10/27/mamata-2025-10-27-13-53-43.jpg)
100 days work: ১০০ দিনের কাজ নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখে কেন্দ্রের আর্জি খারিজ শীর্ষ আদালতের।
তিন বছর পর ফের শুরু হতে চলেছে রাজ্যের ১০০ দিনের কাজের প্রকল্প। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে, সুপ্রিম কোর্ট জানিয়ে দিল—এই প্রকল্পে রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও টাকা দিতে হবে।
শীর্ষ আদালতের এই নির্দেশে ফের একবার আশার আলো দেখছেন রাজ্যের লাখো শ্রমিক। গত তিন বছর ধরে কেন্দ্রীয় সরকারের অর্থ আটকে থাকার কারণে বন্ধ ছিল এই জনপ্রিয় প্রকল্প। আর্থিক অনিয়মের অভিযোগে ২০২১ সালের পর থেকে কেন্দ্র রাজ্যকে এক টাকাও দেয়নি ১০০ দিনের কাজে। এই নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিকবার আবেদন জানানো হলেও কেন্দ্র নড়েনি।
অবশেষে সোমবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল—১০০ দিনের প্রকল্পে কেন্দ্রীয় সরকারকে টাকা দিতে হবে। কলকাতা হাইকোর্টের ১৮ জুনের রায়ের বিরুদ্ধে কেন্দ্রের করা আর্জি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। অর্থাৎ, হাইকোর্টের নির্দেশই বহাল থাকল—রাজ্যের শ্রমিকরা তাঁদের প্রাপ্য পাবেন কেন্দ্রের অর্থে।
এই রায়কে কেন্দ্র করে তৃণমূল শিবিরে স্বস্তির হাওয়া। দলের সাংসদ তথ্য আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “ছোট্ট কথায় কলকাতা হাইকোর্ট যা বলেছিল, দুর্দান্ত বলেছিল। আজ সুপ্রিম কোর্টও সেটাই বলল। এখন আবাস যোজনার মতো অন্যান্য প্রকল্পেও ন্যায়ের দাবি তোলা হবে। কেন্দ্রীয় সরকার যে অসাংবিধানিকভাবে বাংলার মানুষের টাকা আটকে রেখেছিল, আজ আদালত প্রমাণ করে দিল তারা ভুল করেছে।”
তিনি আরও বলেন, “BJP নেতারা বড় বড় বক্তৃতা দিয়েছেন, বাংলার উন্নয়নের পথে বাধা দিয়েছেন। আজ আদালতের রায়ে তাঁদের মুখে চুনকালি পড়ল।” সুপ্রিম কোর্টের এই রায়ে রাজ্যে ফের জোরকদমে শুরু হতে চলেছে ১০০ দিনের কাজের প্রকল্প, যা কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা প্রশাসনের।
আরও পড়ুন-IAS transfer:SIR ঘোষণার আগে বঙ্গ প্রশাসনে ঝড়! ১০ DM-সহ ৬৪ জন IAS অফিসারকে বদলি
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us