/indian-express-bangla/media/media_files/2025/10/27/tmc-2025-10-27-14-41-33.jpg)
100 days work: ১০০ দিনের প্রকল্প নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বাস তৃণমূলে।
100 days work:তিন বছর লাগাতার আইনি লড়াই চালানোর পর অবশেষে ১০০ দিনের কাজের প্রকল্পে বড়সড় জয় হয়েছে রাজ্য সরকারের। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এই প্রকল্পে রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও টাকা দিতে হবে। অর্থাৎ তিন বছর পর ফের রাজ্য শুরু হতে চলেছে ১০০ দিনের কাজের প্রকল্প। সোমবার সুপ্রিম কোর্টের নয়া নির্দেশে উচ্ছ্বসিত তৃণমূল শিবির।
রাজ্যের শাসকদলের তরফে সুপ্রিম রায় নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, "সুপ্রিম কোর্টের স্পষ্ট এবং দ্ব্যর্থহীন রায় একটি অন্যায্য এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত আর্থিক অবরোধের অবসান ঘটিয়েছে। তিন বছরেরও বেশি সময় ধরে MGNREGA তহবিল আটকে রেখে, কেন্দ্রের @narendramodi সরকার বাংলার গ্রামীণ গরিবদের তাদের জীবিকা থেকে বঞ্চিত করেছে, যা নীতি এবং সাংবিধানিক মর্যাদা উভয়কেই লঙ্ঘন করেছে।"
আরও পড়ুন- Supreme Court:মমতার বড় জয়! ‘১০০ দিনের কাজে টাকা দিতেই হবে কেন্দ্রকে’, জানাল সুপ্রিম কোর্ট
তৃণমূল সর্বোচ্চ আদালতের রায় প্রসঙ্গে আরও লিখেছে, "বাংলা-বিরোধী জমিদারি মানসিকতার দ্বারা পরিচালিত শাস্তির রাজনীতিই বাংলাকে অনাহারে বশ্যতা স্বীকার করতে চেয়েছিল। আদালত বলেছে যে বাংলা এতদিন যা বলে আসছে, আপনি তা যাচাই করতে পারেন, প্রশ্ন করতে পারেন, কিন্তু তদারকির নামে আপনি মানুষের জীবিকাকে শ্বাসরোধ করতে পারবেন না। আদালত কলকাতা হাইকোর্টের রায়কে সম্পূর্ণরূপে বহাল রেখেছে, বাংলার অবস্থানকে বৈধ এবং ন্যায়সঙ্গত উভয়ই নিশ্চিত করেছে।"
Another crushing defeat for the BOHIRAGOTO BANGLA-BIRODHI ZAMINDARS.
— Abhishek Banerjee (@abhishekaitc) October 27, 2025
The Hon’ble Supreme Court today dismissed the Central Government’s plea challenging the Calcutta High Court’s order directing the resumption of MGNREGA in Bengal. This is a HISTORIC VICTORY for the people of…
তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, "কলকাতা হাইকোর্ট আগেই স্পষ্ট জানিয়েছিল, বাংলায় ১০০ দিনের কাজ বন্ধ রাখা যাবে না, অবিলম্বে প্রকল্প চালু করতে হবে। কিন্তু কেন্দ্রের BJP সরকার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গেল দেশের শীর্ষ আদালতে।
আরও পড়ুন- IAS transfer:SIR ঘোষণার আগে বঙ্গ প্রশাসনে ঝড়! ১০ DM-সহ ৬৪ জন IAS অফিসারকে বদলি
The Supreme Court’s clear and unequivocal verdict marks the end of an unjust and politically motivated financial blockade. By withholding MGNREGA funds for over three years, the @narendramodi Government at the Centre deprived Bengal’s rural poor of their livelihoods in an act… pic.twitter.com/gv5BT4apeI
— All India Trinamool Congress (@AITCofficial) October 27, 2025
আজ সুপ্রিম কোর্ট সেই মামলা খারিজ করে দিল। অর্থাৎ বাংলার অধিকারের প্রশ্নে আবারও আইনি পরাজয় বিজেপির। বাংলার মানুষের প্রাপ্য টাকা বন্ধ রেখে, আদালতের নির্দেশ অমান্য করে বিজেপি প্রমাণ করেছে যে তারা বাংলা বিরোধী, গরিব বিরোধী, মানুষ বিরোধী এক দল।"
আরও পড়ুন-“ওদেরও সতর্ক থাকা উচিত ছিল”, মহিলা ক্রিকেটার নিগ্রহে বিজেপির মন্ত্রীর বিতর্কিত মন্তব্যে তোলপাড়
সুপ্রিম কোর্টের ১০০ দিনের রায় নিয়ে তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য ফেসবুক পোস্টে লিখেছেন, "২ বার ভোটে হারলেন। ২ রকম কোর্টেও হারলেন, এবার লজ্জা করুন মহারাজ।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us