E-rickshaw: নজিরবিহীন পদক্ষেপ প্রশাসনের! ই রিকশাচালকদের রাখতেই হবে বিশেষ এই জিনিসটি

E-rickshaw: এবার বেনজির এক তৎপরতা নিল প্রশাসন। আইনশৃঙ্খলার পরিস্থিতি মসৃণ রাখতে পুলিশ প্রশাসনের এই তৎপরতা এখন দারুণ চর্চায়।

author-image
Joyprakash Das
New Update
E-rickshaw, Newtown, Bidhannagar Commissionerate,Salt Lake,টোটোচালকের সার্টিফিকেট,সল্টলেক

E-rickshaw: টোটোচালকদের বিশেষ শংসাপত্র ও পরিচয়পত্র প্রদান।

administration gave special identity card of e-rickshaw drivers of Salt Lake: নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল এক টোটো চালকের বিরুদ্ধে। নৃশংস সেই হত্যাকাণ্ডের পর নিউটাউনের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যায়। তারপরেই নড়েচড়ে বসে বিধান নগর পুলিশ কমিশনারেট। কমিশনারেট এলাকায় অপরাধ কমাতে এবার নজিরবিহীন পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisment

এবার সল্টলেক এলাকার ই রিকশাচালকদেরবিশেষ পরিচয় পত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো শুক্রবার সল্টলেকের ই রিক্সা চালকদের হাতে তুলে দেওয়া হলো পরিচয় বিশেষ পরিচয় পত্র। ওই পরিচয় পত্রের সঙ্গে রয়েছে তিনটি শংসাপত্র। 

তার মধ্যে একটি পশ্চিমবঙ্গ পুলিশের ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অন্য একটি বিধান নগর পুলিশ কমিশনারেটের ক্লিয়ারেন্স সার্টিফিকেট। অন্য শংসাপত্রটি পশ্চিমবঙ্গ সড়ক পরিবহণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিধাননগর শাখা INTTUC-এর। সেই শংসাপত্রে টোটো চালকদের ছবি-সহ ফোন নম্বর থেকে শুরু করে তাঁদের ঠিকানা বিস্তারিতভাবে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- West Bengal News Live: 'বাংলাদেশের সমস্যা মেটানোর ভার মোদীর উপরেই ছাড়লাম', সাফ বললেন ট্রাম্প

Advertisment

গোটা সল্টলেকে ৯১টি ই রিক্সা স্ট্যান্ড রয়েছে। যেখানে প্রায় ২২০০-এর মতো ই রিকশা চলে। ইউনিয়নের পক্ষ থেকে যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেখানে চালকের ছবি, চালকের নাম বাড়ির ঠিকানা ও কোন স্ট্যান্ডে এই ই রিক্সা চলে তার যাবতীয় তথ্য দেওয়া রয়েছে।

আরও পড়ুন- New 50 Rupees Note: বাজারে আসছে নতুন ৫০ টাকার নোট, তবে কি পুরনো নোট বাতিল হচ্ছে?

Bengali News Today E toto Salt Lake news in west bengal news of west bengal