Administration issued a set of rules and regulations for hotel owners in Digha: বাঙালির বরাবরের পছন্দের ডেস্টিনেশন সমুদ্রনগরী দিঘা (Digha)। পর্যটন শহর দিঘায় নতুন বছর ২০২৫ থেকে হোটেল মালিকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা চালু করেছে প্রশাসন। পর্যটকদের আর সহজ ও সুন্দর পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। সেই সঙ্গে তৎপর দিঘা হোটেল অ্যাসোসিয়েশনও।
নতুন বছরে DSDA এবং দিঘার হোটেলমালিকরা যৌথ আলোচনার ভিত্তিতে নতুন নিয়ম চালু করছে।
কী সেই নিয়ম?
#২০২৩ থেকে রেজিস্ট্রার অনুসারে পর্যটক শুল্ক দিতে হবে।
#রেজিস্ট্রার অনুযায়ী টাকা না দিলে জন প্রতি ৫,০০০/- টাকা করে জরিমানা দিতে হবে।
# হোটেলের বর্জ্য রাস্তা, নালা-নর্দমায় ফেললে ১০,০০০/- টাকা জরিমানা ও আইনি পদক্ষেপ করা হবে।
#'স্বাগত' পোর্টালের মাধ্যমে TCAC-এর টাকা জমা দিতে হবে। রেজিস্ট্রার অনুযায়ী টাকা না দিলে জন প্রতি ৫,০০০/- টাকা করে জরিমানা দিতে হবে।
# DSDA থেকে ২টি করে ডাস্টবিন দেওয়া হবে, একটিতে তরল বর্জ্য ও অপরটিতে কঠিন বর্জ্য রাখতে হবে এবং প্রতিদিন DSDA-এর বর্জ্যবাহী গাড়িতে ফেলতে হবে। গাড়ি না এলে নিম্নলিখিত ফোন নম্বরে অভিযোগ করতে হবে।
DSDA Complain no - 75012 95001 only what's up করা যাবে।
দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার অপূর্বকুমার বিশ্বাস বলেন, "পর্যটনকেন্দ্র দিঘাকে সুন্দর রাখতে আমরা একাদিক পদক্ষেপ গ্রহণ করেছি। কিছু কিছু হোটেল মালিক রয়েছেন যারা সরকারি নির্ধারিত পর্যটক শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করেন এবং সরকারি গাইডলাইনকে মান্যতা দেন না। তাই পুলিশ প্রশাসন ও হোটেল মালিক সমিতির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেগুলি তাঁরা আগামী দিনে মেনে চলার কথা জানিয়েছেন।"
এদিকে, রাত পোহালেই ইংরেজির নতুন বছর শুরু। সেই নতুন বছরের আনন্দ উপভোগ করতে রাজ্যে, ভিন রাজ্য এমনকী বিদেশ থেকেও পর্যটকেরা ভিড় জমান সৈকতনগরী দিঘায়। তাঁরা যাতে সৈকতভূমির সুন্দর পরিবেশ উপলব্ধি করতে পারে তার জন্য প্রশাসনের এই উদ্যোগ।
আরও পড়ুন- Sikkim: নতুন বছরের শুরুতেই বিরাট দুঃসংবাদ! পর্যটকদের জন্য বন্ধ সিকিমের অত্যন্ত জনপ্রিয় এই কেন্দ্র
অন্যদিকে, দিঘা হোটেল ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক সুশান্ত পাত্র বলেন, "দিঘাকে সুন্দর রাখতে দিঘার হোটেল ব্যবসায়ীদের নিয়ে জেলা প্রশাসনিক কর্তারা বৈঠক করে বেশ কিছু নির্দেশিকা জারি করেছেন। সেই নির্দেশিকাগুলি আমরা আগামীদিন মেনে চলব। প্রশাসন ও আমরা সবাই মিলে দিঘাকে আরও সুন্দর করে তোলার চেষ্টা করব।"