উত্তরবঙ্গে ফের আক্রান্ত বিজেপি, দার্জিলিংয়ে সাংসদের উপর হামলার ঘটনায় গর্জে উঠলেন শুভেন্দু

"তৃণমূলের গুন্ডাদের এই নৃশংস কর্মকাণ্ড, যা রাজু বিস্তার কনভয় লক্ষ্য করে তাঁকে গুরুতরভাবে আঘাত করার উদ্দেশ্যে করা হয়েছে, তা তাদের মরিয়া মনোভাব এবং ভয়ের প্রতিফলন"। সরব শুভেন্দু

"তৃণমূলের গুন্ডাদের এই নৃশংস কর্মকাণ্ড, যা রাজু বিস্তার কনভয় লক্ষ্য করে তাঁকে গুরুতরভাবে আঘাত করার উদ্দেশ্যে করা হয়েছে, তা তাদের মরিয়া মনোভাব এবং ভয়ের প্রতিফলন"। সরব শুভেন্দু

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu Reaction On raju bista attack

দার্জিলিংয়ে সাংসদের উপর হামলার ঘটনায় গর্জে উঠলেন শুভেন্দু

নাগরাকাটা কাণ্ডের রেশ এখনও কাটেনি। ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হতে হয় শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে। সেবার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই বিজেপি নেতাদের উপর হামলা ও মারধর চালায়। আলিপুরদুয়ারে ত্রাণ দিতে আক্রান্ত হতে হয় কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওঁরাওকেও। এবার দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার কনভয়ে হামলার অভিযোগে সরগরম রাজ্য-রাজনীতি। আর তা নিয়েই সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

Advertisment

আরও পড়ুন-বাংলায় রাষ্ট্রপতি শাসন? ডেডলাইন বেঁধে আগুনে হুঙ্কার শুভেন্দুর

শনিবার বিকেলে সুখিয়াপোখরির কাছে এই হামলার ঘটনা ঘটে। জানা গিয়েছে শনিবার দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা দার্জিলিং জেলার রিম্বিক ও লোধামা এলাকায় ভূমিধস-কবলিত অঞ্চল পরিদর্শনে গিয়েছিলেন। ফেরার পথে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁর কনভয় লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ে। ঘটনায় কোন মতে সাংসদ রেহাই পেলেও কনভয়ের গাড়ির কাঁচ ভেঙে গুঁড়িয়ে যায়।  

আরও পড়ুন- “আমার দরজা ওর জন্য আজও খোলা”, শোভনের প্রত্যাবর্তনে খুশির বাঁধ ভাঙল রত্না চট্টোপাধ্যায়ের

Advertisment

ঘটনার পর সাংসদ বলেন, “আমার গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়েছিল, তবে সৌভাগ্যক্রমে গাড়িতে আঘাত লাগেনি। পেছনে থাকা গাড়ির কাচ ভেঙে যায়।” তিনি আরও জানান, এই হামলায় কেউ আহত হননি। এ বিষয়ে ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাজ্যের পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি সাংসদ বলেন, “রাজ্যে যা চলছে তা লজ্জাজনক। পাহাড়ের মানুষদের বোঝা উচিত—হিংসার রাজনীতিতে কেউ লাভবান হয় না।”এই হামলার ঘটনা ঘটল এমন এক সময়ে, যখন কেন্দ্র দার্জিলিং, তরাই ও ডুয়ার্সের গোরখা ইস্যু নিয়ে আলোচনার জন্য অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিং-কে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া চিঠিও লিখেছেন।

আরও পড়ুন- ফের উত্তরবঙ্গে আক্রান্ত বিজেপি, এবার দার্জিলিংয়ের সাংসদের কনভয়ে বিরাট হামলা

দার্জিলিংয়ের সাংসদের উপর হামলার ঘটনা নিয়ে সরব শুভেন্দু। তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, " আমি দার্জিলিং-এর সাংসদ ও আমার সহকর্মী শ্রীরাজু বিস্তা জির উপর সুখিয়াপোখরির কাছে যে কাপুরুষোচিত হামলা হয়েছে, তার তীব্র নিন্দা করছি। এই হামলাটি দার্জিলিং সাংসদের ওপর নয়, বরং সম্প্রতি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক ডঃ শঙ্কর ঘোষের ওপর প্রাণঘাতী আক্রমণের ধারাবাহিকতায় ঘটেছে। তৃণমূলের গুন্ডাদের এই নৃশংস কর্মকাণ্ড, যা রাজু বিস্তার কনভয় লক্ষ্য করে তাঁকে গুরুতরভাবে আঘাত করার উদ্দেশ্যে করা হয়েছে, তা তাদের মরিয়া মনোভাব এবং ভয়ের প্রতিফলন। ভয়াবহ বন্যার পর রাজু বিস্তা যেভাবে নিরলসভাবে ত্রাণকাজে যুক্ত থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা তৃণমূল কংগ্রেসকে স্পষ্টতই বিচলিত করেছে। তাঁকে থামানোর জন্য এমন নোংরা কৌশল অবলম্বন করা হয়েছে।কিন্তু আমি স্পষ্ট করে জানাতে চাই—এই কাপুরুষোচিত হামলাগুলি আমাদের মনোবল আরও দৃঢ় করবে। শুধু দার্জিলিং নয়, সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ রাজু বিস্তার পাশে রয়েছেন। তিনি দ্বিগুণ উদ্যমে তাঁর এই মানবিক কাজ চালিয়ে যাবেন"।

raju bista Suvendu Adhikari