/indian-express-bangla/media/media_files/2025/10/19/darjeeling-bjp-mp-raju-bista-convoy-attacked-political-tension-west-bengal-2025-10-19-07-35-06.jpg)
দার্জিলিংয়ের সাংসদের কনভয়ে বিরাট হামলা
ফের উত্তরবঙ্গে আক্রান্ত বিজেপি। শঙ্কর-খগেনের পর এবার হামলা চলল দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার কনভয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল বঙ্গ রাজনীতি। গতকালের হামলার পরই রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে সরব হয়েছেন বিজেপি সাংসদ।
আরও পড়ুন-'উনি নিজেকে সংবিধানের ঊর্ধ্বে মনে করেন', SIR বিতর্কে মমতাকে নিশানা অমিত শাহের
নাগরাকাটা কাণ্ডের রেশ এখনও কাটেনি। ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হতে হয় শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে। সেবার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই বিজেপি নেতাদের উপর হামলা ও মারধর চালায়। আলিপুরদুয়ারে ত্রাণ দিতে আক্রান্ত হতে হয় কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওঁরাওকেও। এবার দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার কনভয়ে হামলার অভিযোগে সরগরম রাজ্য-রাজনীতি। শনিবার বিকেলে সুখিয়াপোখরির কাছে এই হামলার ঘটনা ঘটে। জানা গিয়েছে শনিবার দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা দার্জিলিং জেলার রিম্বিক ও লোধামা এলাকায় ভূমিধস-কবলিত অঞ্চল পরিদর্শনে গিয়েছিলেন। ফেরার পথে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁর কনভয় লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ে। ঘটনায় কোন মতে সাংসদ রেহাই পেলেও কনভয়ের গাড়ির কাঁচ ভেঙে গুঁড়িয়ে যায়।
In Masdhura, near Sukhia Pokhari today, my convoy was attacked by unknown miscreants. Though those cowards had attacked me, the force of the attack fell on the vehicle immediately behind mine. The timing of the attack, following the announcement of an Interlocutor for our region,… pic.twitter.com/Ow8kkQm9P6
— Raju Bista (@RajuBistaBJP) October 18, 2025
ঘটনার পর সাংসদ বলেন, “আমার গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়েছিল, তবে সৌভাগ্যক্রমে গাড়িতে আঘাত লাগেনি। পেছনে থাকা গাড়ির কাচ ভেঙে যায়।” তিনি আরও জানান, এই হামলায় কেউ আহত হননি। এ বিষয়ে ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাজ্যের পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি সাংসদ বলেন, “রাজ্যে যা চলছে তা লজ্জাজনক। পাহাড়ের মানুষদের বোঝা উচিত—হিংসার রাজনীতিতে কেউ লাভবান হয় না।”এই হামলার ঘটনা ঘটল এমন এক সময়ে, যখন কেন্দ্র দার্জিলিং, তরাই ও ডুয়ার্সের গোরখা ইস্যু নিয়ে আলোচনার জন্য অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিং-কে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া চিঠিও লিখেছেন।
আরও পড়ুন-'ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নাগালে গোটা পাকিস্তান' শাহবাজ-মুনিরকে সতর্ক করলেন রাজনাথ
এর আগে গত ৬ অক্টোবর উত্তরবঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় উত্তপ্ত হয়েছে রাজ্যের রাজনীতি। জলপাইগুড়ির নাগরাকাটা এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তাঁদের উপর লাঠি ও জুতো নিয়ে হামলা চালানো হয়েছিল বলেই অভিযোগ। খগেন মুর্মুর মুখে ও শঙ্কর ঘোষের হাতে চোট লাগে। তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়। বিজেপি নেতৃত্বের ওপর হামলার নিন্দা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে গোটা ঘটনায় দায়ী করেছিলেন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগ খারিজ করে পাল্টা বলেন, “উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও প্রধানমন্ত্রী রাজনীতি করছেন।”
আরও পড়ুন- “আমার দরজা ওর জন্য আজও খোলা”, শোভনের প্রত্যাবর্তনে খুশির বাঁধ ভাঙল রত্না চট্টোপাধ্যায়ের