/indian-express-bangla/media/media_files/2025/06/29/mahua-moitra-on-kalyan-madan-statement-on-kasba-gangrape-2025-06-29-10-24-46.jpg)
Mahua Moitra: মহুয়া মৈত্র।
Controversial remark-Matua community: কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মিত্রের বিরুদ্ধে এবার পথে মতুয়ারা। তৃণমূলেরই রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের সদস্যরা এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে পথে নেমে সোচ্চার হয়েছেন। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের লিগাল সেল জানিয়েছে, মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার বনগাঁ থানা সহ রাজ্যের একাধিক থানায় অভিযোগ জানানো হচ্ছে।
মতুয়া নমঃশূদ্রদের নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের করা একটি মন্তব্য ঘিরে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে মতুয়া মহলে। মতুয়া মহাসংঘের অভিযোগ, কৃষ্ণনগরের তৃণমূল সাংসদদের মন্তব্য তাঁদের ধর্মীয় আঘাত করেছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ জানিয়ে চিঠি লিখেছেন তৃণমূলের আর এক রাজ্যসভার সংসদ মমতাবালা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ।
এবার বনগাঁ শহরে মহুয়ার বিরুদ্ধে পথে নামল সংগঠনের লিগাল সেল। বনগাঁ থানায় গিয়ে তৃণমূল সংসদের বিরুদ্ধে তারা অভিযোগ জানিয়েছেন। শুধু বনগাঁ থানাই নয়, এবার রাজ্যের আরও থানায় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদদের বিরুদ্ধে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন তারা।
আরও পড়ুন- Suvenddu-Mamata: 'পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছেন', মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর
মতুয়াদের এই সংগঠনটি মহুয়া মৈত্রকে তাঁর মন্তব্যের জন্য নিঃশর্তে ক্ষমা প্রার্থনা করতে বলেছিল। যদিও মহুয়া মৈত্র ক্ষমা চাননি। তাই এবার তারা পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তাঁদের বক্তব্য, পুলিশ কোনও উপযুক্ত পদক্ষেপ না করলে এবার তাঁরা মহুয়া মৈত্রের বিরুদ্ধে আদালতের দারস্থ হবেন।
আরও পড়ুন-AC local train: সাতসকালেই স্টেশনে ঢুকল নতুন AC লোকাল, টিকিট কাটতে উপচে পড়া ভিড় কাউন্টারে
অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের লিগাল সেলের চেয়ারম্যান মুকুল বিশ্বাস বলেন, "বিধানসভা নির্বাচনের আগে মহুয়া মৈত্রের মন্তব্য মতুয়া ভোটে প্রভাব পড়বে। এক্ষেত্রে BJP বাড়তি সুবিধা পেয়ে যেতে পারে।"