AC local train: সাতসকালেই স্টেশনে ঢুকল নতুন AC লোকাল, টিকিট কাটতে উপচে পড়া ভিড় কাউন্টারে

AC local train launch: এবার শিয়ালদহের এই সেকশনেও চালু হয়ে গেল এসি লোকাল ট্রেন। প্রথমদিন এসি লোকালে চাপতে যাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

AC local train launch: এবার শিয়ালদহের এই সেকশনেও চালু হয়ে গেল এসি লোকাল ট্রেন। প্রথমদিন এসি লোকালে চাপতে যাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

author-image
IE Bangla Web Desk
New Update
AC local train launch,  Bangaon morning rush  ,long queues at ticket counter  ,commuter excitement  ,Ranaghat-Bangaon-Sealdah AC local,  new train service launch,এসি লোকাল ট্রেন উদ্বোধন  ,সকালবেলায় উত্সাহ,  বনগাঁ স্টেশনে লম্বা লাইন,টিকিট কাউন্টারে ভিড়  ,রেল যাত্রী কৌতূহল  ,রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ এসি লোকাল

AC local train: এবার এই সেকশনেও চালু হয়ে গেল এসি লোকাল ট্রেন।

AC local train: চালু হয়ে গেল বনগাঁ AC লোকাল ট্রেন। শুক্রবার প্রথমবারের মতো বনগাঁ রুটে ছুটলো নতুন এসি লোকাল। আবেগে আপ্লুত যাত্রীরা।
 তবে নতুন এই এসি লোকাল ট্রেনের ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে।

Advertisment

শুক্রবার রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদহের উদ্দেশে রওনা দিল এই নতুন এসি লোকাল ট্রেন। আজ সকাল থেকেই বনগাঁ স্টেশনে এসি লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য যাত্রীদের লম্বা লাইন চোখে পড়েছিল। উচ্ছ্বাসের স্রোতে ভাসছেন যাত্রীদের একটি বড় অংশ।

এই প্রথম দিনে এসি লোকালের টিকিট কেটেছেন গোবরডাঙার বাসিন্দা রত্না চৌধুরী। এসি লোকালের টিকিট কেটে যারপরনাই খুশি রত্নাদেবী। তবে টিকিটের দাম একটু কমলে সুবিধা হয় বলে তিনি জানিয়েছেন। আজ সকাল ৭.৪২ মিনিট নাগাদ বনগাঁ স্টেশনে এসে পৌঁছোয় এসি লোকাল ট্রেন।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: বেআইনিভাবে কার্তুজের খোল লেনদেন, STF-এর জালে কলকাতার তিন অস্ত্রের দোকানের মালিক

শিয়ালদহ শাখার প্রায় সব ট্রেনে বাদুরঝোলা ভিড় থাকে। এরমধ্যে বনগাঁ শাখার ট্রেনে বরাবরই তুমুল ভিড় থাকে যাত্রীদের। এবার সেই রুটি চালু হয়েছে এসি লোকাল ট্রেন। শিয়ালদহ ভায়া বারাসাত - বনগাঁ - রানাঘাট রুটে ছুটছে নতুন এসি লোকাল। বনগাঁ স্টেশন থেকে সেই ট্রেনের টিকিট কেটে উঠে পড়লেন যাত্রীরা।

আরও পড়ুন- Teacher's Day: শিক্ষকের আকালে স্কুলে তালা পড়ার জোগাড় হয়! পড়ুয়াদের স্বার্থেই 'আপোষহীন সংগ্রাম' ছিয়াত্তরের 'তরুণের'

শিয়ালদহ থেকে বনগাঁ পর্যন্ত ওই ট্রেনের ভাড়া একশ কুড়ি টাকা। অন্যদিকে এই রুটে সবচেয়ে কম ভাড়া ৩৫ টাকা সবচেয়ে বেশি ভাড়া ১৫০ টাকা। যাত্রীরা জানাচ্ছেন, নতুন এসি লোকাল ট্রেন চালু হয় তারা একদিকে যেমন বেশ খুশি তেমনি নিত্যদিন যাতায়াত করতে গেলে পকেটে টান পড়তে পারে। তাই এসি লোকাল ট্রেনের ভাড়া আরও একটু কম হলে তাদের সুবিধা হবে বলে জানিয়েছেন যাত্রীরা।

আরও পড়ুন- Teachers Day 2025: অপুষ্টি, অশিক্ষার বিরুদ্ধে জারি নিরলস লড়াই, শিক্ষকের এই বিরামহীন সংগ্রামকে ধন্য ধন্য করছেন বাংলার মানুষ

Sealdah Division Bongaon AC Local Train