/indian-express-bangla/media/media_files/2025/09/05/ac-2025-09-05-12-27-16.jpg)
AC local train: এবার এই সেকশনেও চালু হয়ে গেল এসি লোকাল ট্রেন।
AC local train: চালু হয়ে গেল বনগাঁ AC লোকাল ট্রেন। শুক্রবার প্রথমবারের মতো বনগাঁ রুটে ছুটলো নতুন এসি লোকাল। আবেগে আপ্লুত যাত্রীরা।
তবে নতুন এই এসি লোকাল ট্রেনের ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে।
শুক্রবার রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদহের উদ্দেশে রওনা দিল এই নতুন এসি লোকাল ট্রেন। আজ সকাল থেকেই বনগাঁ স্টেশনে এসি লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য যাত্রীদের লম্বা লাইন চোখে পড়েছিল। উচ্ছ্বাসের স্রোতে ভাসছেন যাত্রীদের একটি বড় অংশ।
এই প্রথম দিনে এসি লোকালের টিকিট কেটেছেন গোবরডাঙার বাসিন্দা রত্না চৌধুরী। এসি লোকালের টিকিট কেটে যারপরনাই খুশি রত্নাদেবী। তবে টিকিটের দাম একটু কমলে সুবিধা হয় বলে তিনি জানিয়েছেন। আজ সকাল ৭.৪২ মিনিট নাগাদ বনগাঁ স্টেশনে এসে পৌঁছোয় এসি লোকাল ট্রেন।
শিয়ালদহ শাখার প্রায় সব ট্রেনে বাদুরঝোলা ভিড় থাকে। এরমধ্যে বনগাঁ শাখার ট্রেনে বরাবরই তুমুল ভিড় থাকে যাত্রীদের। এবার সেই রুটি চালু হয়েছে এসি লোকাল ট্রেন। শিয়ালদহ ভায়া বারাসাত - বনগাঁ - রানাঘাট রুটে ছুটছে নতুন এসি লোকাল। বনগাঁ স্টেশন থেকে সেই ট্রেনের টিকিট কেটে উঠে পড়লেন যাত্রীরা।
শিয়ালদহ থেকে বনগাঁ পর্যন্ত ওই ট্রেনের ভাড়া একশ কুড়ি টাকা। অন্যদিকে এই রুটে সবচেয়ে কম ভাড়া ৩৫ টাকা সবচেয়ে বেশি ভাড়া ১৫০ টাকা। যাত্রীরা জানাচ্ছেন, নতুন এসি লোকাল ট্রেন চালু হয় তারা একদিকে যেমন বেশ খুশি তেমনি নিত্যদিন যাতায়াত করতে গেলে পকেটে টান পড়তে পারে। তাই এসি লোকাল ট্রেনের ভাড়া আরও একটু কম হলে তাদের সুবিধা হবে বলে জানিয়েছেন যাত্রীরা।