/indian-express-bangla/media/media_files/2025/09/04/bardhaman-lakshminarayan-temple-pateshwari-durga-puja-2025-2025-09-04-14-22-17.jpg)
পটে তুলির টান পড়ার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্দির!
Durga Puja 2025: দেবীপক্ষ পড়ার আগেই বিপাকে বর্ধমান রাজ পরিবারের পটেশ্বরী দুর্গা। পটে তুলির টান পড়ার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বর্ধমান রাজ পরিবার পরিচালিত লক্ষ্মীনারায়ন জীউ মন্দিরের মূল অংশের একাংশ। বাকি অংশের অবস্থাও শোচনীয়। যে কোনও সময়ে ওই অংশও ভেঙে পড়তে পারে। এই অবস্থায় কি করে ওই মন্দিরে পটেশ্বরী দুর্গার পুজো ও নবরাত্রি উৎসব হবে,তা নিয়ে ঘোর দুশ্চিন্তা তৈরি হয়েছে।
আরও পড়ুন- বাঙালি হেনস্থা ইস্যুতে উত্তাল বিধানসভা, 'বিজেপি দেশের লজ্জা', তোলপাড় ফেলা মন্তব্য মমতার
বর্ধমান শহরের সোনাপট্টির অদূরেই রয়েছে লক্ষ্মীনারায়ণ জীউ মন্দির।মন্দির দেখভালের দায়িত্বে থাকা নারায়ণ মণ্ডল বুধবার জানন,মঙ্গলবার গভীর রাতে হুড়মুড়িয়ে ভেভে পড়ে মন্দিরের একাংশ। কড়ি-বর্গা ঝুলছে।মন্দিরটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে । মন্দিরটির যেটুকু অংশ অবশিষ্ট রয়েছে তার ছাদে বড় বড় গাছ হয়েছে। দেওয়ালের প্লাস্টার খসে পড়ছে। বর্তমানে রাজ পরিবারের দেবত্ত্বর সম্পতি পরিচালনার দায়িত্বে রয়েছে ‘মহাতাব ট্রাস্ট’। সেই ট্রাস্টের সদস্যদের কথায়,এই মন্দিরেই কয়েক শো বছরধরে রাজপরিবারের কুলদেবতা লক্ষ্মীনারায়ণ জীউ ছাড়াও পটেশ্বরী দুর্গা,রথ উৎসব,ঝুলন উৎসব সহ একাধিক দেবদেবীর পুজো অনুষ্ঠিত হয়ে আসছিল।মন্দির ভেঙে পড়ায় পুজো হওয়া নিয়ে গোর সংকট তৈরি হয়ে গেল।
আরও পড়ুন- বুক কাঁপানো দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যুমিছিল, হাসপাতালে হাহাকার, কান্নার রোল
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কিউরেটর রঙ্গনকান্তি জানার মতে,“মন্দিরটির যে অংশ ভেঙে পড়েছে সেই অংশটি রাজা ত্রিলোকচন্দের আমলে নির্মিত হয়েছিল।এর অনেক পরে, রাজা তেজচন্দ্ পটে আঁকা দুর্গা পুজোর প্রচলন করেন।”সেই হিসাবে বলা যায় “মন্দিরের যে অংশ ভেঙে পড়েছে তার বয়স দু’শো বছরের বেশি“। বর্ধমান শহরের আর এক বাসিন্দা সঞ্জীব চক্রবর্তীর দাবি,’মন্দিরটি ১৭৫ বছরের বেশি পুরনো।মহতাবচন্দের সময় থেকে লক্ষ্মীনারায়ণ জীউ মন্দির বর্ধমানের সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে“। যদিও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্নশালার কর্মী শ্যামসুন্দর বেরার দাবি “লক্ষ্মীনারায়ণ জীউ মন্দিরটি মহারাজা তেজচন্দের আমলে তৈরি শুরু হয়। শেষ করেন মহারাজ মহতাবচন্দ“।
আরও পড়ুন- 'অযোগ্য' শিক্ষকরা ফের সরকারি চাকরিতেই ফিরছেন? শিক্ষক দিবসের আগে যুগান্তকারী ঘোষণা মুখ্যমন্ত্রীর!
মহাতাব ট্রাস্ট’-র কর্তারা জানান,প্রতিপদ থেকেই রাজবাড়িতে পুজো শুরু হয়ে যায়। লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে পূজিত হন ‘পটেশ্বরী দুর্গা মা’। ট্রাস্টের অন্যতম কর্তা বিপ্রদাস বন্দ্যোপাধ্যায় বুধবার বলেন, “ মন্দিরের একাংশ ভেঙে পড়লেও পুজো বন্ধ হবে না। পুজো এবছরও হবে ।তবে মন্দিরে সাধারণের প্রবেশ বন্ধ থাকবে।“