Kolkata News:কলকাতায় একের পর অগ্নিকাণ্ডের জেরে শেষমেশ নড়ল টনক, কঠিন সিদ্ধান্ত পুরসভার

Kolkata rooftop dining restriction: বড়বাজারের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়েছে। তারপরেও গত কয়েকদিনে কলকাতা শহরের দিকে দিকে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে।

Kolkata rooftop dining restriction: বড়বাজারের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়েছে। তারপরেও গত কয়েকদিনে কলকাতা শহরের দিকে দিকে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
firhad hakim

Firhad Hakim: কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

Kolkata rooftop restaurant ban: তিলোত্তমা মহানগরীর দিকে দিকে পরপর বেশ কয়েকটি বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর কঠিন সিদ্ধান্ত নিয়েই ফেলল কলকাতা পুরসভা। বন্ধ হচ্ছে কলকাতা শহরের সমস্ত রুফ-টপ ক্যাফে এবং রেস্তোরাঁ। আপাতত সরকারি তদন্ত কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কলকাতার আনাতে-কানাচে থাকা সমস্ত রুফ-টপ ক্যাফে-রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠিন নির্দেশের পরেই এই ব্যাপারে কড়া পদক্ষেপের পথে হেঁটেছে কলকাতা পুরসভা।

Advertisment

অক্ষয় তৃতীয়ার আগের দিন রাতে কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টির কাছে ঋতুরাজ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়। বিধ্বংসী সেই অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়েছে। ওই হোটেলেরও অগ্নি নির্বাপক ব্যবস্থা কাজ করেনি বলে অভিযোগ। এমনকী হোটেলের ফায়ার লাইসেন্সও গত ৩ বছর ধরে পুনর্নবীকরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়বাজারের ঘটনাস্থল পরিদর্শনের পরে কলকাতা পুরসভা এবং কলকাতার পুলিশ ও দমকলকে এই ধরনের ভয়াবহ পরিস্থিতি রুখতে একাধিক পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন।

তারপরেই কলকাতা পুরসভার তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে বহুতলের ছাদ কোনওভাবেই ব্যবসার কাজে ব্যবহার করা যাবে না। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম হাকিম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, বহুতলের নিচে আগুন লাগলে মানুষ যাতে ছাদে গিয়ে অন্তত আশ্রয়টুকু নিতে পারেন সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- Madhyamik Result 2025: মাধ্যমিকের ফলে লজ্জায় মাথা হেঁট! স্বনামধন্য শতাব্দী প্রাচীন স্কুলের পড়ুয়াদের এ কী হাল!

Advertisment

মেয়র আরও জানিয়েছেন, বহুতলের ছাদ কমন এলাকা। নিচের জায়গাও যেমন কেউ বিক্রি করা যায় না তেমনই ছাদও বিক্রি করা যায় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন বড়বাজারে। তার সঙ্গেই ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার নগরপাল মনোজ বর্মা। মুখ্যমন্ত্রী সেই সময়ে কড়া নির্দেশ দিয়ে জানিয়েছিলেন, শহরের বুকে ক্যাফে রেস্তোরাঁগুলির ব্যাপারে আরও বেশি সতর্ক থাকতে হবে প্রশাসনকে। 

আরও পড়ুন- Kolkata News Live Updates:'ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশেরও উত্তর-পূর্বাঞ্চল দখল করা উচিত', সোচ্চার ইউনূস ঘনিষ্ঠ

বৃহস্পতিবার বড়বাজারে গিয়ে কলকাতা পুরসভা, পুলিশ, দমকলের কর্তাদের এই ধরনের অগ্নিকাণ্ড রুখতে আরও বেশি কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কঠিন নির্দেশের পরেই নড়েচড়ে বসেছিল কলকাতা পুরসভা। আপাতত শহরের সমস্ত রুফ-টপ ক্যাফে-রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার তরফে। এই ব্যাপারে কলকাতা পুলিশেরও সহযোগিতা নেওয়া হচ্ছে।

আরও পড়ুুন- Dilip Ghosh: 'গত ৩ বছরে দলের কোনও কর্মসূচিতে থাকি?', পদ্ম-দূরত্ব বাড়িয়ে জোড়াফুলের আরও কাছে দিলীপ?

KMC CM Mamata banerjee Firhad Hakim Burrabazar fire tragedy kolkata