WB Madhyamik Result 2025: এই বছরের মাধ্যমিক পরীক্ষায় বীরভূমের রামপুরহাট শহরের শতাব্দী প্রাচীন স্কুলে খারাপ ফল হওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। ওই স্কুলের ১৮২ জন ছাত্রের মধ্যে ৮২ জনই অনুত্তীর্ণ হওয়ায় পঠন-পাঠনের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
১৮৮৬ সালে প্রতিষ্ঠিত হয় রামপুরহাট হাইস্কুল। ওই স্কুল থেকে বহু ছাত্র পড়াশোনা করে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে এমনকী বিদেশেও বড়-বড় পদে সুনামের সঙ্গে চাকরি করে চলেছেন। রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ও বীরভূমের এই স্কুল থেকেই পড়াশোনা করেছেন। অধুনা প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ প্রয়াত অমল মুখোপাধ্যায়ও স্বনামধন্য এই স্কুলেরই ছাত্র ছিলেন।
এমনই বহু কৃতী ও প্রতিভাবান ছাত্র বীরভূমের রামপুরহাটের এই স্কুল থেকে পড়াশোনা শেষ করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। শতবর্ষ প্রাচীন সেই স্কুলেই এবার মাধ্যমিক পরীক্ষায় শোচনীয় ফল হয়েছে। এবার এই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় বসা এই স্কুলের ৪৫ শতাংশ ছাত্রই অনুত্তীর্ণ হয়েছে। এই ফলাফলের জন্য স্কুলে ছাত্রদের অনুপস্থিতিকেই দায়ী করেছেন প্রধান শিক্ষক আব্দুল আলম। তিনি বলেন, “এত খারাপ ফলাফল হবে ভাবতে পারিনি।"
তিনি আরও বলেন, "তবে প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ-ফেল তুলে দেওয়ায় ছেলেদের মধ্যে পড়াশোনার ঝোঁক কমেছে। কিছু ছেলে আছে যারা শুধুমাত্র স্কুলে নামটা লিখিয়ে রেখে দেয়। কিন্তু ওই পড়ুয়ারা ক্লাসে আসে না। আমাদের স্কুলে এমন ছাত্রদের সংখ্যাটাই বেশি। বর্তমানে ছাত্রদের মধ্যে পড়াশোনার প্রবণতা ব্যাপকভাবে কমে গিয়েছে। এছাড়াও আমি লক্ষ্য করেছি ভালো ছেলেরা জিতেন্দ্র লাল বিদ্যাভবনে ভর্তি হয়। যারা সেখানে সুযোগ পায় না তারাই আমাদের স্কুলে এসে ভর্তি হয়। ফলে আমাদের খারাপ ছাত্রদের নিয়েই স্কুল চালিয়ে যেতে হয়। তবে এই বিষয়টি নিয়ে আমাদের ভাবতে হবে।”
আরও পড়ুন- Kolkata News Live Updates:'ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশেরও উত্তর-পূর্বাঞ্চল দখল করা উচিত', সোচ্চার ইউনূস ঘনিষ্ঠ
একইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি কুসুম্বা হাইস্কুলেও এবার ২৪ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে। ওই স্কুলে এবার ৯৫ জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। মাধ্যমিকের ফল প্রকাশের পর দেখা গিয়েছে স্কুলের ৭১ জন উত্তীর্ণ হয়েছে মাধ্যমিকে। কুসুম্বা হাইস্কুলের প্রধান শিক্ষক সন্দীপ মণ্ডল বলেন, “স্কুলে তফসিলি ছাত্রছাত্রী বেশি। অনেকেই স্কুলে নাম লেখালেও ক্লাসে আসে না। তাদের এক প্রকার জোর করে স্কুলে আনতে হয়েছে। স্বাভাবিকভাবেই তারা ফেল করেছে।”
আরও পড়ুন- Dilip Ghosh: 'গত ৩ বছরে দলের কোনও কর্মসূচিতে থাকি?', পদ্ম-দূরত্ব বাড়িয়ে জোড়াফুলের আরও কাছে দিলীপ?
গতকালই প্রকাশিত হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। পরীক্ষা শেষের ৭০ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। পাশের হারে গোটা রাজ্যে শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলা। পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। মাধ্যমিকে পাশের হারে কলকাতার স্থান তৃতীয়। মাধ্যিকের প্রথম দশে মেধাতালিকায় রয়েছে ৬৬ জন।
আরও পড়ুন- Kolkata Weather Update today:আজও দুপুর গড়ালেই নিকষ কালো আকাশ? প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস