/indian-express-bangla/media/media_files/2025/05/03/YaEj5t2jvnERLndfmfIu.jpg)
Dilip Ghosh: বিজেপি নেতা দিলীপ ঘোষ।
Dilip Ghosh: তাঁকে নিয়ে চর্চার শেষ নেই! দিঘায় জগন্নাথ ধামের দ্বারোদঘাটনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বেশ কিছুক্ষণের আলাপচারিতায় দিলীপ ঘোষ এখন রোজই খবরের শিরোনামে। তবে কি BJP-র সঙ্গে তাঁর সম্পর্ক ফুরিয়ে আসছে? ধীরে ধীরে তৃণমূলের দিকেই ঝুঁকছেন দাপুটে নেতা? নিজে অবশ্য বারবার বলছেন, তিনি বিজেপিতেই আছেন ও থাকবেন। বরং তাঁকে নিয়ে যাঁরা সমালোচনা করছেন তাঁদের বিরুদ্ধে লাগাতার তোপ দেগে চলেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। শনিবার ফের একবার স্বভাবসিদ্ধ ঢঙেই তাঁকে নিয়ে চলা সাম্প্রতিকতম বিতর্কের জবাব দিতে দেখা গেল প্রাক্তন সাংসদকে।
সাম্প্রতিক সময়ে BJP-র কর্মসূচিতে বাদ পড়ছেন?
সাংবাদিকদেক এই প্রশ্নের উত্তরে শনিবার দিলীপ ঘোষ বলেন, "আমার তো অফিসিয়াল কোনো কর্মসূচি নেই। আমি সকালে মিডিয়া করছি। অরাজনৈতিক প্রোগ্রামে যাচ্ছি। কালও বাইরেই ছিলাম। আমার তো আপাতত অন্য কোনো কর্মসূচি নেই। থাকে না মাঝেমাঝে। রেস্ট দরকার আছে তো। আমি তো ঘুরে এসে রেস্ট নিলাম বাড়িতে। সকাল থেকে মিডিয়া, কত লোক দেখা করতে আসে। তাদের সময় দিতে হয়। সেটা তো কর্মসূচির মধ্যে থাকে না। আমি ওইটা নিয়ে কোনোদিনই ভাবিত নয়। আমি গত ৩ বছর ধরে দলের কোন কর্মসূচিতে থাকি? আমি নিজের কর্মসূচি নিজেই তৈরি করি। সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে যাই। সব কর্মসূচি লেখা থাকে না। পাবলিক প্রোগ্রাম গুলো লেখা থাকে।"
BJP বিধায়ক অশোক দিন্দাকে একহাত দিলীপের
"দেখে রাখুন কী হচ্ছে! আগেও এরকম অনেকে বলেছে। পরে পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়েছে। হঠাৎ বিজেপি যারা তারা অনেক কিছু বলবে। তার উত্তর দেওয়ারও দরকার নেই। সবার বলার অধিকার আছে। আমি কারও সমর্থন চাই না। আমি নিজের প্রিন্সিপ্যাল মেনে কাজ করি। দিল্লিতে যখন বিমানে করে করে নিয়ে গিয়ে লোক জয়েন করানো হতো তখন আমাকে ডাকা হতো। আমি যেতাম না। বলেছিলাম আমি বাংলার রাজনীতি করি। আমি কোনও দিন কারও বাড়ির সামনে হাতজোড় করে দাঁড়াইনি। দিল্লিতে কারও অ্যাপয়নমেন্ট চাইনি।"
আরও পড়ুন- Kolkata Weather Update today:আজও দুপুর গড়ালেই নিকষ কালো আকাশ? প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস
দিলীপ ঘোষের কথায়, "আমি পার্টি দাঁড় করিয়েছি। সেই পার্টিতে যারা অন্য পার্টি থেকে এসেছেন তারা এখন বড় বড় কথা বলছেন। আমি মমতার আহ্বানে সাড়া দিয়ে ওখানে গিয়ে যে সৌজন্য দেখিয়েছি, মমতা ব্যানার্জি নিজে সেটা দেখাতে পারেননি। উনি যদি রামমন্দিরের উদ্বোধনের সময় ওখানে গিয়ে সৌজন্য দেখাতেন তাহলে ওনাকে এখানে মন্দির করতে হল কেন? আজ তৃণমূলকে রামনবমীর মিছিল করতে হয়। সেই তো করতেই হল। কেন সেদিন উনি যাননি? উনি সৌজন্য দেখাননি। দিলীপ ঘোষ সৌজন্য দেখিয়েছে।"
আরও পড়ুন- WBBSE Madhyamik result 2025: মাধ্যমিকে ৯৬.২৯%! জেলায় সেরা, তাও কেঁদে পাগল বাবা-মা, আত্মীয় থেকে স্কুল
মুখ্যমন্ত্রীর কি ভিজিট করা কাজ? (বড়বাজার অগ্নিকাণ্ড ইস্যু)
"বড়বাজারে ব্যবসার বহর বেশি। তাই চোখে পড়ে। বেহালা বাজারে আগুন লেগেছে। ঠাকুরপুকুর বাজারে আগুন লেগেছে। পুরোনো বাজার গুলো গিয়ে দেখে আসুন। কোনো অনুমতি নেই দেখভাল নেই আগুন নেভানোর ব্যবস্থা নেই। তার ঝুলছে হাজার হাজার। মমতা ব্যানার্জি সব জায়গায় গিয়ে একটা করে কথা বলে দিয়ে আসেন। কিছুই করেন না। মুখ্যমন্ত্রীর কি ভিজিট করা কাজ? তার বিভাগীয় অফিসাররা কোথায়? উনি যেদিন মুখ্যমন্ত্রী হলেন এক মাসের মধ্যে সব হাসপাতাল ভিজিট করে ফেললেন। কি লাভ হল? দালালরাজ আটকানো গেছে? আর জি কর ঘটনা আটকানো গেছে? উনি পলিটিক্যাল গিমিক করেন। আপনারাও সেগুলো দেখাতে থাকেন। পরিবর্তন কি হয়েছে? ১৫ বছর তো হয়ে গেল। উনি পরিবর্তন চান না। উনি রাজনীতি করতে চান।"