Advertisment

RG Kar Protest: আরজি-কর প্রতিবাদে চড়াও পুলিশ! বেধড়ক 'মার' আন্দোলনকারীদের, তুলকালাম-কাণ্ড বারাসতে

RG Kar Case-Night Reclaim Mocement: আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে রাত দখলের কর্মসূচি ঘিরে গতকাল কোচবিহারের মাথাভাঙাতেও চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানেও আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ ওঠে।

author-image
IE Bangla Web Desk
New Update
Allegation against police of beating the protestors in Barasat during the programme to protest against RG Kar case, বারাসত, পুলিশ, আরজি কর বিক্ষোভ

ভাইরাল হওয়া ভিডিও থেকে নেওয়া ছবি।

RG Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদে দ্বিতীয় দফায় রাত দখল কর্মসূচিতে বারাসতে তুলকালাম কাণ্ড। ভাইরাল হওয়া একটি ভিডিও-য় আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে। মহিলা, পুরুষ নির্বিশেষে আন্দোলনকারীদের মারধর করা হয় বলে অভিযোগ। কয়েকজন আন্দোলনকারীকে পুলিশ আটক করেছে বলেও খবর মিলেছে। ভিডিও-য় আন্দোলনকারীদের এলাকা থেকে সরাতে পুলিশি তুমুল সক্রিয়তার ছবি দেখা গিয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।  

Advertisment

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় বাংলায়। নারকীয় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদের স্বর দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। গতকাল অর্থাৎ ৪ সেপ্টেম্বর রাতেও দ্বিতীয় দফার রাত দখলের কর্মসূচির আয়োজন করা হয়। শহর কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই কর্মসূচিতে সামিল হন বহু সাধারণ মানুষ।

উত্তর ২৪ পরগনা বারাসাতেও তেমনই একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। ওই ভিডিও-য় দেখা যাচ্ছে কর্মসূচি চলাকালীন গতরাতে সেখানে পৌঁছে যায় পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে দেখা যায় পুলিশকর্তাদের। ঠিক তখনই পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা-তর্কাতর্কি শুরু হয়ে যায় আন্দোলনকারীদের। টেনে হিঁচড়ে এরপরেই আন্দোলনকারীদের এলাকা থেকে সরিয়ে নিয়ে যেতে দেখা যায় পুলিশ কর্মীদের। কয়েকজনকে মারধর করা হয় বলেও অভিযোগ। বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ।

আরও পড়ুন- RG Kar Protest: মিছিলে হামলা-মারধর, মুছল 'জাস্টিস ফর আরজি কর', কাঠগড়ায় তৃণমূল, কুণাল কী বললেন?

 আরও পড়ুন- RG Kar Case: 'ঘরে মেয়ের দেহ শায়িত, টাকার অফার করে পুলিশ', মারাত্মক অভিযোগ নির্যাতিতার বাবার

অন্যদিকে, গতকাল এই একই কর্মসূচি চলছিল কোচবিহারের মাথাভাঙায়। সেখানে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলকারীদের মারধরের অভিযোগ উঠেছে। এমনকী আন্দোলনকারীদের আঁকা 'জাস্টিস ফর আরজি কর' স্লোগানটিও মুছে দেওয়া হয়। আরজি করের নারকীয় ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি গতকাল মাথাভাঙাতেও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল একাধিক সংগঠনের উদ্যোগে। সেই কর্মসূচি ভণ্ডুল করতে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ।

আরও পড়ুন- Suvendu Adhikari: 'শান্তি, অহিংসা নয়, নেতাজির পথেই আন্দোলন', চরম হুঁশিয়ারি শুভেন্দুর

police RG Kar Case protest
Advertisment