Advertisment

RG Kar Case: 'ঘরে মেয়ের দেহ শায়িত, টাকার অফার করে পুলিশ', মারাত্মক অভিযোগ নির্যাতিতার বাবার

RG Kar Incident: আরজি কর কাণ্ড নিয়ে দিন দিন প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হচ্ছে। নির্যাতিতা তরুণী যতদিন না বিচার পাবেন ততদিন আন্দোলন চালিয়ে যাবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সমাজের একটি বড় অংশ নারকীয় ঘটনার প্রতিবাদে মুখর।

author-image
IE Bangla Web Desk
New Update
RG Kar Protest, আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ

আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ।

RG Kar Case: আরজি কর কাণ্ড নিয়ে আবারও বিস্ফোরক অভিযোগ তুললেন নির্যাতিতার বাবা। আরজি করে নির্যাতিতা তরুণীর মৃত্যুর পর পুলিশের তরফে তাঁকে টাকার অফার করা হয়েছিল বলে অভিযোগ তাঁর। কলকাতা পুলিশের ডিসি নর্থ তাঁকে টাকার অফা রকরেছিলেন বলে অভিযোগ করেছেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা। গতকাল রাতে আরজি কর মেডিক্যাল কলেজে নির্যাতিতার বাবা-মা ও আত্মীয়েরা প্রতিবাদ কর্মসূচিতে সামিল থাকতে গিয়েছিলেন।

Advertisment

পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ নির্যাতিতার বাবার: 

সংবাদমাধ্যমকে নির্যাতিতার বাবা বলেছেন, "যখন আমার মেয়ের দেহ আমার ঘরে শায়িত ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে, ঘরের ভিতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন। তার যা জবাব দেওয়ার, আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়েছি।"

উল্লেখ্য, গতকালই আরজি কর কাণ্ডের প্রতিবাদে আবারও 'রাত দখলের' ডাক দেওয়া হয়েছিল। আলো নিভিয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদে প্রতীকী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভ কর্মসূচি পালন করেন জুনিয়র চিকিৎসকরা। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। গতরাতে তাঁরা ও তাঁদের আত্মীয়রা গিয়েছিলেন আরজি কর মেডিকেল কলেজে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন নির্যাতিতার বাবা। এমনকী পুলিশ মিথ্যা কথা বলছে বলেও বারবার তাঁকে অভিযোগ করতে শোনা গিয়েছে।

আরও পড়ুন- RG Kar Case: আরজি কর তদন্তে CBI! হঠাৎ বুকে 'ব্যথা' টালা থানার OC-র! ফেরাল একাধিক হাসপাতাল

আরও পড়ুন- Suvendu Adhikari: 'শান্তি, অহিংসা নয়, নেতাজির পথেই আন্দোলন', চরম হুঁশিয়ারি শুভেন্দুর

আরজিকর কাণ্ড নিয়ে এখনো উত্তাল পরিস্থিতি গোটা বাংলায়। দিকে দিকে চলছে বিক্ষোভ প্রতিবাদ আন্দোলন। তরুণী চিকিৎসকের নৃশংস পরিণতির বিচারের চেয়ে দিন দিন আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। গতরাতে আরজি কর কাণ্ডের প্রতিবাদে চলা মিছিলে কোচবিহারের মাথাভাঙায় হামলা চালায় দুষ্কৃতীরা। বেশ কয়েকজন আন্দোলনকারীকে বেধড়ক মারধর করা হয়। এমনকী আন্দোলনকারীদের আঁকা 'জাস্টিস ফর আরজি কর' স্লোগানটিও মুছে দেওয়া হয়। আরজি করের নারকীয় ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি গতকাল মাথাভাঙাতেও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল একাধিক সংগঠনের উদ্যোগে।

আরও পড়ুন- RG Kar Protest: মিছিলে হামলা-মারধর, মুছল 'জাস্টিস ফর আরজি কর', কাঠগড়ায় তৃণমূল, কুণাল কী বললেন?

police RG Kar Case RG Kar Medical College
Advertisment