Advertisment

Canning Incident: ফের প্রশ্নে নারী সুরক্ষা! এবার পঞ্চায়েত সদস্যের সামনেই চার মহিলাকে ফেলে মার

Canning Incident: আবারও প্রশ্নের মুখে নারী সুরক্ষা। এবার এক পঞ্চায়েত সদস্যের সামনেই চার মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ। থানায় অভিযোগ দায়ের হয়েছে।

author-image
Mina Mondal
New Update
Canning Incident,Allegation of beating,South 24 Pargans,Canning,ক্যানিং,দক্ষিণ ২৪ পরগনা

Canning Incident: ক্যানিং থানা।

Canning Incident:সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে চার মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ ভাই ও ভাইপোদের বিরুদ্ধে। এলাকারই একটি সালিশি সভায় নিয়ে গিয়ে হামলার অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ ক্যানিং থানার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের বকরাবনি গ্রামে। মারধরে আহত ওই মহিলাদের ক্যানিং হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। 

Advertisment

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবার সম্পত্তিতে ভাগ-বাটোয়ারা নিয়ে এই চার বোনের সঙ্গে বিবাদ বাঁধে আজহারউদ্দিন মোল্লা, রেজ্জাক মোল্লা, হেচামুদ্দিন মোল্লা নামে তিন ভাইয়ের। সমস্যা মেটাতে স্থানীয় পঞ্চায়েত সদস্য রমজান মোল্লা রবিবার বিকেলে এলাকায় একটি সালিশি সভা ডেকেছিলেন।অভিযোগ, সেই সালিশি সভায়

ডাকা হয় চার মহিলাকেও। সালিশি সভা শুরু হতেই ওই মহিলাদের সঙ্গে তাঁদের ভাই ও ভাইপোদের তর্কাতর্কি শুরু হয়ে যায়। মুহূর্তে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। 

আরও পড়ুন- Darjeeling: ভাবতেই পারবেন না! এবার জমে ক্ষীর দার্জিলিং! পর্যটকদের মনোরঞ্জনে অভূতপূর্ব উদ্যোগ

অভিযোগ, এরপর পঞ্চায়েত সদস্যের সামনেই ভাই ও ভাইপোরা বেধড়ক মারধর শুরু করেন ওই চার মহিলাকে। পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। শেষমেশ গন্ডগোল থামাতে সচেষ্ট ভূমিকা নেন পঞ্চায়েত সদস্য নিজেই। তাঁরই হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন- TMC: কাজলের পাশে বসে 'চা পান', বুথ সভাপতির পদ থেকে অপসারিত তৃণমূল নেতা

আরও পড়ুন- Travel: ছুঁয়ে দেখুন ইতিহাস! বেড়ানোর ভরা মরশুমে বাংলার অপরূপ এপ্রান্তে ঢুঁ মারুন

আহতদের রবিবার রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে বিষয়টি নিয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

police Canning South 24 Pgs
Advertisment