Advertisment

Sexual Abuse: কোথাও বিস্কুট তো কোথাও চকোলেটের লোভ! শিশুকন্যাদের যৌন নির্যাতনে ধৃত 'দাদু-কাকু'রা

Sexual Abuse: আবারও শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে উত্তাল পরিস্থিতি। এক অভিযুক্তকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে চলে বেধড়ক মারধর। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

Mina Mondal এবং Pradip Kumar Chattopadhyay
New Update
Sexual Abuse,purba bardhaman,south 24 parganas,sexual abuse of child girls,যৌন নির্যাতন,পূর্ব বর্ধমান,দক্ষিণ ২৪ পরগনা

দুই শিশু কন্যাকে যৌন নির্যাতনে ধৃত দুই ব্যক্তি।

Sexual Abuse: কিছুতেই সারছে না 'রোগ'! আবারও রাজ্যের দুই প্রান্তে দুই শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। দুটি ক্ষেত্রেই তাদের পরিচিত ব্যক্তিরাই একাজে যুক্ত। খাবারের লোভ দেখিয়ে একরত্তি শিশুকন্যাদের ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। একটি ঘটনা পূর্ব বর্ধমানের। অন্যটি দক্ষিণ ২৪ পরগনার। দুটি ক্ষেত্রেই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।   

Advertisment

পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিস্কুটের লোভ দেখিয়ে প্রতিবেশী পরিবারের শিশু কন্যাকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার প্রৌঢ়। ধৃতের নাম মহেশ সোরেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শিশুকন্যার অভিভাবকের  দায়ের করা অভিযোগের ভিত্তিতে কাটোয়া থানার পুলিশ পকসো আইনে মহেশ সোরেনকে গ্রেফতার করে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুকন্যার পরিবার ধৃত মহেশ সোরেনের প্রতিবেশী। ঘটনাটি শনিবার দুপুরে ঘটলেও তা সন্ধ্যায় জানাজানি হয়। 
শিশুকন্যার মায়ের অভিযোগ, "বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে তিন বছরের মেয়েকে  নিজের বাড়িতে নিয়ে যায় মহেশ সোরেন।  সেখানেই ফাঁকা বাড়িতে মহেশ যৌন নিগ্রহ করে।" শনিবার সন্ধ্যায় ঘটনা জানাজানি হলে গ্রামবাসীরা অভিযুক্ত প্রৌঢ় মহেশকে আটকে রেখে কাটোয়া থানায় খবর দেয়। কাটোয়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। 

আরও পড়ুন- Maha Kali Puja 2024: শোল মাছের টক মায়ের ভোগ, মহাকালীর পুজো শুরুর নেপথ্যের গল্পটা চমকে দেবে!

আরও পড়ুন- Cyclone Dana Updates: সমুদ্রে ফুঁসছে ভয়ঙ্কর এক দানব! আছড়ে পড়েই বঙ্গে তাণ্ডব শুরু করবে ঘূর্ণিঝড় ডানা?

আরও পড়ুন- Travel: সপ্তাহান্তে ছুটি কাটানোর ফাটাফাটি জায়গা! কলকাতার নাকের ডগায় সবুজে ঘেরা এই প্রান্ত

অন্যদিকে এই একই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনাতেও। বাসন্তীতে ৬ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার এক প্রৌঢ়। খাবারের লোভ দেখিয়ে দিনের পর দিন ওই শিশুটিকে যৌ নির্যাতন করার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার রাত থেকে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলে। এরপরই শনিবার অভিযুক্তকে বাড়ি থেকে ধরে আনেন নির্যাতিতার পরিবার ও প্রতিবেশীরা। বিদ্যুতের খুঁটিতে বেঁধে চলে মারধর। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। পরে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

Purba Bardhaman South 24 Pgs molestation child abuse
Advertisment