Advertisment

Maha Kali Puja 2024: শোল মাছের টক মায়ের ভোগ, মহাকালীর পুজো শুরুর নেপথ্যের গল্পটা চমকে দেবে!

Maha Kali Puja 2024: প্রায় ১০০ বছর বয়স হতে চলল এই মহাকালী পুজোর। এই পুজোকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন আট থেকে আশি।

author-image
Madhumita Dey
New Update
Mahakali puja, Malda Maha Kali Puja 2024,Malda Englishbazar Maha Kali Puja,Malda News, Maldah,মালদহ মহাকালী পুজো, মহাকালী পুজো ২০২৪, মালদা, মালদহ

দেবী মহাকালী।

Maha Kali Puja 2024: শোল মাছের টক দিয়ে ভোগ নিবেদন করে এবং পঞ্চমুণ্ডীর বেদীতে দেবী মাতাকে বসিয়ে চতুর্দশীতে পুজো হয় ইংরেজবাজার ব্যায়াম সমিতির দশ মাথার মহাকালীর। প্রায় ৯৫ বছরের পুরনো দশ মাথার মহাকালী পুজো আজও পুরনো রীতি-রেওয়াজ মেনে হয়ে চলেছে। প্রতি বছরই কার্তিক মাসের অমাবস্যায় যেখানে দেশজুড়ে কালীপুজো ও দীপাবলি উৎসব পালিত হয়, তখনই চতুর্দশীর সময় এলেই মালদার এই মহাকালী পূজিত হন।

Advertisment

যদিও এই মহাকালীর পায়ের নিচে মহাদেব শিব থাকেন না। সেখানে থাকে অসুরের একটি কাটা মুণ্ড। দশমহাবিদ্যার এই মহাকালীর পুজো দেখতে চতুর্দশীর দুপুরে অসংখ্য ভক্তের ভিড় জমে মন্দিরে। মালদার ইংরেজবাজার শহরের ১১ নম্বর ওয়ার্ডের গঙ্গাবাগ মাঠেই রয়েছে মহাকালীর এই মন্দিরটি। বর্তমানে ইংরেজবাজার ব্যায়াম সমিতির সদস্যরা মহাকালীর পুজোর আয়োজন করে থাকেন। নিজেদের সঞ্চিত অর্থ এবং প্রবীণ সদস্যদের আর্থিক সহযোগিতায় ধুমধাম করে পালিত হয় দশমাথার মহাকালি পুজো (Mahakali Puja 2024)। পুজোর দিনগুলিতে নানা ধরনের সংস্কৃতিক অনুষ্ঠান এবং পংক্তিভোজনেরও আয়োজন করা হয়। 

ইংরেজবাজার ব্যায়াম সমিতি ক্লাব সূত্রে জানা গিয়েছে, এক সময় ব্রিটিশ শাসনকে ক্ষমতাচ্যুত করতেই শুরু হয়েছিল শরীরচর্চা এবং তন্ত্রমতে দেবীর আরাধনা। বহু দশক আগে সেখানকার স্থায়ী বাসিন্দা স্বর্গীয় কমলকৃষ্ণ চৌধুরী, রামচন্দ্র চৌধুরী, প্রফুল্লধন মুখার্জী, শরৎ পণ্ডিত-সহ বিশিষ্ট ব্যক্তিত্বদের উদ্যোগেই দশমাতার মহাকালীরপুজো শুরু হয়। যদিও এই মহাকালীর পুজোকে ঘিরে নানা গল্প কথিত রয়েছে। বর্তমানে এই পুজোর দায়িত্বে রয়েছে ইংরেজবাজার ব্যায়াম সমিতির ক্লাবের কর্মকর্তারা।

আরও পড়ুন- Jagadhatri Puja 2024: চন্দননগরের দিকে-দিকে 'কলকাতা'! জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে সুরুচি, ত্রিধারা, কাশীবোস লেনের থিম!

আরও পড়ুন- Cyclone Dana Updates: সমুদ্রে ফুঁসছে ভয়ঙ্কর এক দানব! আছড়ে পড়েই বঙ্গে তাণ্ডব শুরু করবে ঘূর্ণিঝড় ডানা?

আরও পড়ুন- Travel: সপ্তাহান্তে ছুটি কাটানোর ফাটাফাটি জায়গা! কলকাতার নাকের ডগায় সবুজে ঘেরা এই প্রান্ত

মহাকালী পুজো কমিটির এক কর্মকর্তা শুভ্রাংশু দাস বলেন, "এবছর এই পুজোর ৯৫ তম বর্ষ। মহাকালী পুজোকে ঘিরে সব থেকে আকর্ষণ হয়ে থাকে দেবী প্রতিমা আনার শোভাযাত্রা। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, গম্ভীরা, মুখা নাচ দিয়েই শুরু হয় চতুর্দশীর সকালে মহাকালী দেবী মূর্তি আনার শোভাযাত্রার তোড়জোড়। যা দেখতে ইংরেজবাজার শহরের প্রতিটি রাস্তায় উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়। এবারেও সাড়ম্বরে গোটা শহর পরিক্রমা করেই গঙ্গাবাগ মাঠের পুজো মন্দিরেই নিয়ে আসা হবে মহাকালী মাতাকে। প্রতিমা তৈরি করছেন মৃৎশিল্পী অষ্টম চৌধুরী। এই পুজোর তন্ত্র মতে হয়ে থাকে।" মূলত এই পুজোতে শোল মাছের টক মাকে ভোগ হিসেবে নিবেদন করা হয়। এছাড়াও ছাগ এবং কুমড়ো বলি হয়ে থাকে।

Malda Maldah Maha Kali Puja 2024 Maha Kali Puja
Advertisment