Advertisment

Cyclone Dana Updates: সমুদ্রে ফুঁসছে ভয়ঙ্কর এক দানব! আছড়ে পড়েই বঙ্গে তাণ্ডব শুরু করবে ঘূর্ণিঝড় ডানা?

IMD Cyclone Dana Alert Updates: সামনেই কালীপুজো। তার আগেই ফের একবার রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। ইতিমধ্যেই উপকূলের জেলায় বা়ডতি সতর্কতা জারি।

author-image
IE Bangla Web Desk
New Update
Cyclone Dana Tracker, Cyclone Dana Path, Cyclone Dana tracker live, Cyclone Dana in bay of bengal, Cyclone Dana updates , Cyclone Dana latest updates in bengali

প্রতীকী ছবি।

Cyclone Dana Updates: কালীপুজোর ঠিক আগে আগে ফের একবার বঙ্গের আবহাওয়ায় মারকাটারি বদল চোখে পড়তে পারে। ইতিমধ্যেই ঝড়-বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে। ফের সমুদ্রে চোখ রাঙাচ্ছে একটি নিম্নচাপ। সেটির গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। এই গবীর নিম্নচাপ থেকেই তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের যা অনুমান তাতে আগামী ২৪ থেকে ২৬ অক্টোবরের মধ্যে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। 

Advertisment

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আন্দামানের সাগরে তৈরি ঘূর্ণাবর্ত আরও ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসছে। আগামীকাল অর্থাৎ সোমবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। গভীর নিম্নচাপে পরিণত হতে পারে সেই সিস্টেম। সেই গভীর নিম্নচাপ থেকে যদি ঘূর্ণিঝড় হয় তার নাম হবে 'ডানা'। এই 'ডানা' নামটি দিয়েছে কাতার।

আবহাওয়াবিদদের আরও আশঙ্কা, ঘূর্ণিঝড়ের ভালো রকম প্রভাব পড়তে পারে ভারত, বাংলাদেশ এবং মায়ানমারের উপকূলে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই উপকূলের জেলাগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকা নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। 

আরও পড়ুন- Abduction of a young girl: বাড়ির সামনে থেকে তরুণীকে অপহরণ, চিৎকারে গাড়ি ধাওয়া, নাটকীয় ঘটনার শেষটা জানলে...

আরও পড়ুন- Travel: সপ্তাহান্তে ছুটি কাটানোর ফাটাফাটি জায়গা! কলকাতার নাকের ডগায় সবুজে ঘেরা এই প্রান্ত

আরও পড়ুন- WB Weather Update: দানা বাঁধছে নিম্নচাপ, কালীপুজোর আগেই তুমুল দুর্যোগ-শঙ্কা! আবহাওয়ায় বিরাট বদল কবে থেকে?

সাগর থেকে ইতিমধ্যেই মৎস্যজীবীদের উপকূলে ফেরার নির্দেশ দিয়েছে প্রশাসন। আগামী সপ্তাহের শুরুর ২-১ দিনের মধ্য থেকেই বঙ্গের আবহাওয়ায় বড়সড় বদল লক্ষ্য করা যেতে পারে। নিম্নচাপের জেরে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কথাও জানিয়েছে হাওয়া অফিস।

weather Alipur weather Office Bengal Weather Forecast Cyclone Dana Updates Cyclone Dana
Advertisment