/indian-express-bangla/media/media_files/2024/10/20/HZS0KproCKPQkUqAqDQj.jpg)
অপরূপ এই জায়গায় বেড়ানোর ষোলোআনা স্বাদ নিন।
Weekend Gateaway: কর্মব্যস্ত জীবন থেকে দিন কয়েকের জন্য অবসর কে না চায়! আর বেড়াতে যেতে ভালোবাসেন না এমন বাঙালির খোঁজ পাওয়াই দুষ্কর। বিশেষ এই প্রতিবেদনে কলকাতার কাছেই সপ্তাহান্তে ছুটি কাটানোর দারুণ একটি ডেস্টিনেশনের হদিশ মিলবে। কাছের মানুষদের সঙ্গে নিয়ে নিরিবিলিতে-নির্জনে সোনালী বেশ কিছু মুহূর্ত উদযাপনের সেরার সেরা জায়গা এটি। গত কয়েক বছরে রাজ্যের পর্যটন মানচিত্রে এই জায়গাটি দারুণ বড় আকারে জায়গা করে নিতে শুরু করেছে।
সপ্তাহান্তে দিন দুয়েকের ছুটি কাটাতে বেরিয়ে আসতে পারেন ঝাড়গ্রাম থেকে। সবুজে সবুজ ঘেরা এই প্রান্তে অনাবিল এক আনন্দের স্বাদ পাবেন। প্রকৃতির অপার সৌন্দর্য্য আপনার মন-প্রাণ ভরিয়ে তুলবে। ঝাড়গ্রামের দুলুং নদীর ধারে রয়েছে ঐতিহাসিক সব জায়গা আছে। সাড়ে ৩০০ বছরেরও বেশি পুরনো রাজপ্রাসাদের দেওয়ালের অপরূপ শিল্পকলা সামনে থেকে চাক্ষুস করতে পারেন। এছাড়াও কনক দুর্গার মন্দির থেকে শুরু করে গ্রামীণ শিল্পকলার দারুণ সব নিদর্শন চোখে পড়বে বাংলা এই প্রান্তে এলে।
থাকার জন্য এখানে ঝাড়গ্রাম রাজবাড়ির ঠিক পাশে wbtdc-র সুন্দর রিসর্ট রয়েছে। অল্প ভাড়ায় এখানে AC ঘরও পেয়ে যাবেন। থাকা খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে এখানে। তবে আগে থেকে গেলে বুক করে যাওয়াই ভালো। কাছে পিঠে কয়েকটি হোটেলও রয়েছে। চাইলে সেখানেও থাকতে পারেন। সেখানেও এসি কিংবা নন-এসি ঘর পেয়ে যাবেন।
আরও পড়ুন- Sealdah Division: শিয়ালদহ ডিভিশনে এবার লোকাল ট্রেন দাঁড়াবে মাত্র ৩০ সেকেন্ড? কী জানাল রেল?