Advertisment

RG Kar Medical College: থ্রেট কালচারের অভিযোগ, আরজি করের ৫১ ডাক্তারের 'সাসপেনশন' নিয়ে কী বলল হাইকোর্ট?

RG Kar-Highcourt: থ্রেট কালচার চালানেরা অভিযোগ উঠেছিল আরজি করের ওই ৫১ জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তুলেছিলেন এই অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata high court

কলকাতা হাইকোর্ট।

RG Kar Medical College Incident: থ্রেট কালচারের অভিযোগে আরজি কর (RG Kar) মেডিকেল কলেজের ৫১ জন জুনিয়র ডাক্তারের সাসপেনশন স্থগিত হয়ে গেল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ওই ৫১ জনের বিরুদ্ধে যে পদক্ষেপ করেছে তা কার্যকর হবে না বলে জানিয়ে দিয়েছে উচ্চ আদালত। এ ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত রাজ্য সরকার নেবে বলে জানিয়েছেন বিচারপতি কৌশিক চন্দের অবসরকালীন বেঞ্চ।

Advertisment

উল্লেখ্য, সোমবারই নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আলোচনা চলাকালীন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ওই ৫১ জন জুনিয়র ডাক্তারদের সাসপেনশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারকে কিছু না জানিয়ে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ কীভাবে ওই ৫১ জনকে সাসপেন্ড করলেন তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারকে অন্ধকারে রেখে এভাবে হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারে না বলেও গতকাল স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কলকাতা হাইকোর্টও যেন মুখ্যমন্ত্রীর সেই কথাতেই সিলমোহর দিল। 

এদিন কলকাতা হাইকোর্টে সওয়ালে সাসপেন্ড হওয়া চিকিৎসকদের আইনজীবী জানিয়েছেন, ঠিক কী কারণে তাঁর মক্কেলদের সাসপেন্ড করা হয়েছে সে ব্যাপারে স্পষ্ট করে কিছুই উল্লেখ করা হয়নি রেজোলিউশনে। কলেজ কর্তৃপক্ষের রেজোলিউশনে সাসপেনশনের কারণ স্পষ্ট নয় বলেও সওয়ালে দাবি করতে শোনা গিয়েছে সাসপেন্ডেড জুনিয়র ডাক্তারদের আইনজীবীকে।

আরও পড়ুন- Cyclone Dana Live Updates: ঘূর্ণিঝড়ের আতঙ্কে সতর্ক রাজ্য সরকার, ৯টি জেলায় শনিবার পর্যন্ত বন্ধ স্কুল

আরও পড়ুন- Howrah Division: হাওড়া ডিভিশনের যাত্রীরা সাবধান! বুধ-বৃহস্পতিতে ট্রেন ধরার আগে এখবর এখনই জানুন

যদিও মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আরজিকর মেডিকেল কলেজের কর্তৃপক্ষের তরফে আইনজীবী জানিয়েছেন, কলেজ কর্তৃপক্ষ কাউকে সাসপেন্ড করেনি। কর্তৃপক্ষের তৈরি করা রেজোলিউশন রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। এই ব্যাপারে পরবর্তী পদক্ষেপ রাজ্য সরকারই করবে।

আরও পড়ুন- Kalyan Banerjee: সংসদে রক্ত ঝরালো তৃণমূল! কাচের বোতল আছড়ে ভাঙলেন কল্যাণ

kolkata highcourt RG Kar Medical College RG Kar Case Junior Doctors
Advertisment