Kalyan Banerjee: ওয়াকফ বিল নিয়ে আলোচনা সময় ধুন্ধুমার পরিস্থিতি সংসদ ভবনে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উত্তেজিত হয়ে গিয়ে একটি কাচের জলের বোতল টেবিলে আছড়ে ভেঙে ফেলেন। এই ঘটনায় তিনিও রক্তাক্ত হয়েছেন। তাঁর হাতে সেলাই পর্যন্ত করতে হয়েছে বলে জানা গিয়েছে একটি সূত্র মারফত।
ঠিক কী ঘটেছিল?
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মঙ্গলবার সংসদে যৌথ সংসদীয় কমিটির বৈঠক চলাকালীন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) এবং BJP সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়ে যায়। এরই মধ্যে প্রচণ্ড উত্তেজিত হয়ে গিয়ে একটি কাচের জলের বোতল হাতে তুলে নেন কল্যাণ। রাগে পাশের টেবিলে আছড়ে মেরে বসেন সেই বোতল। তড়িঘড়ি AIMIM সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি শ্রীরামপুরের তৃণমূল সাংসদকে ধরে বাইরে নিয়ে আসেন। পরে হাতে ব্যান্ডেজ দেখা গিয়েছে কল্যাণের। যদিও বিষয়টি নিয়ে কিছু বলেননি তৃণমূল সাংসদ।
এদিকে, ঘটনার একজন প্রত্যক্ষদর্শী সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই টেবিলের উপরে রাখা জলের বোতলটি হাতে তুলে নেন এবং সেটি আছড়ে ভাঙেন। এর জেরে তিনি নিজেই আহত হয়েছেন।
উল্লেখ্য, BJP সাংসদ জগদম্বিকা পালের নেতৃত্বে একটি কমিটি তৈরি হয়েছে। ওয়াকফ বিল সম্পর্কে অবসরপ্রাপ্ত বিচারপতি এবং আইনজীবীদের নিয়ে একটি দলের মতামত শুনছিল সেই কমিটি।
সেই সময়ই বিরোধী সাংসদরা ওয়াকফ বিল (Waqf Bill) নিয়ে কিছু আপত্তির কথা জানালেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি সাংসদদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়ে যায় বিরোধী কয়েকজন সাংসদের। বিশেষ করে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- Cyclone Dana Live Updates: ঘূর্ণিঝড়ের আতঙ্কে পুরী ছাড়ছেন পর্যটকরা, দিঘা-তাজপুরেও সতর্ক বাসিন্দারা
পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে কাছে রাখা একটি কাচের জলের বোতল তুলে টেবিলে আছড়ে ভেঙে ফেলেন কল্যাণ। বিজেপি সাংসদদের কারও কারও অভিযোগ, সেই বোতল কল্যাণ নাকি ছুড়ে মারার চেষ্টা করেছিলেন। এই ঘটনায় নিজেই চোট পেয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তাঁর হাতে কয়েকটি সেলাইও পড়েছে।