Cyclone Dana-Howrah Division: আবারও ঘূর্ণিঝড় (Cyclone) নিয়ে আশঙ্কা-উদ্বেগ বেড়েই চলেছে। ঘূর্ণিঝড় দানা (Dana) তৈরি হলে তার প্রভাব পড়তে পারে রাজ্যের উপকূলবর্তী জায়গাগুলিতে। তারই জেরে এবার পূর্ব রেলের হাওড়া ডিভিশনের (Howrah Division) তরফে আগাম বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেব্যাপারেই বিবৃতি জারি করে বিস্তারিতভাবে জানিয়েছে রেল।
১. ২৪-২৫ অক্টোবর জরুরী নিয়ন্ত্রণ বিভাগ আধিকারিকরাই সামলাবেন।
২. রেললাইনে জল সরিয়ে ফেলতে হবে। সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে পাম্প বসাতে হবে।
৩. পরিষেবায় বিঘ্ন ঘটলে যাত্রীদের অবহিত রাখার জন্য সমস্ত স্টেশনে ঘোষণা চলবে।
৪. প্রবল ঝড়ে প্ল্যাটফর্মের শেডের ক্ষতি হলে প্লাস্টিকের সিট লাগাতে হবে।
৫. পাওয়ার ব্যাকআপ: হাওড়া এবং বর্ধমান সহ প্রধান স্টেশনগুলিতে ডিজেল জেনারেটর (ডিজি) সেট এবং জরুরি আলোর ব্যবস্থা করা হবে, যাতে বিদ্যুৎ বিভ্রাটের সময় নিরবচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করা যায়।
৬. ওভারহেডের তারের রক্ষণাবেক্ষণ: ওভারহেড তারের সাথে সম্পর্কিত যে কোনও সমস্যা সমাধানের জন্য টাওয়ার ওয়াগন, কর্মীদের তৈরি রাখা রয়েছে।
৭. গুরুত্বপূর্ণ স্টেশনগুলি যেমন হাওড়া, ব্যান্ডেল, আজিমগঞ্জ, বর্ধমান, রামপুরহাট এবং পাকুরে পর্যাপ্ত সংখ্যায় ইঞ্জিনিয়ারিং কর্মী ও সিগন্যালিংয়ের স্টাফকে তৈরি রাখা হবে।
আরও পড়ুন- Sealdah Division: শিয়ালদহ ডিভিশনের যাত্রীরা এখবর এখনই পড়ুন! কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় বেনজির পদক্ষেপ রেলের
আরও পড়ুন- Kalyan Banerjee: সংসদে রক্ত ঝরালো তৃণমূল! কাচের বোতল আছড়ে ভাঙলেন কল্যাণ
৮. রেলের সম্পত্তি এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সারা বিভাগে নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে।
৯. ট্রেনের চালকরাই সবচেয়ে ভাল তথ্যদাতা। তাই তাঁদের সর্বোচ্চ সতর্ক থাকার জন্য নির্দেশ।
আরও পড়ুন- Cyclone Dana Live Updates: ঘূর্ণিঝড়ের আতঙ্কে পুরী ছাড়ছেন পর্যটকরা, দিঘা-তাজপুরেও সতর্ক বাসিন্দারা
আরও পড়ুন- Abhishek Banerjee: কিছুদিন ধরেই তাঁর অনুপস্থিতি নজর এড়ায়নি, কোথায় ছিলেন? এখন কেমন আছেন? জানালেন অভিষেক
১০. ঝড়ের জেরে ক্ষতি এড়াতে উপযুক্ত সতর্কতা সহ রেকগুলি সুরক্ষিত করা হবে।
১১. ডিজেল লোকো পজিশনিং: চালকদের সাথে ডিজেল লোকোমোটিভগুলি ২৪ অক্টোবরের মধ্যে হাওড়া, ব্যান্ডেল, বর্ধমান এবং কাটোয়ার মতো গুরুত্বপূর্ণ স্থানে এনে রাখা হবে। যাতে প্রয়োজন হলে তাত্ক্ষণিক ব্যবস্থা নিশ্চিত করা যায়।
১২. ঝড়ের সময় বিপদ এড়াতে বিভিন্ন স্টেশনে বিজ্ঞাপন বোর্ড এবং হোর্ডিংগুলি নামিয়ে ফেলা হবে।