Kolkata News: পার্ক সার্কাসে ওয়াকফ আইনের প্রতিবাদ, গেরুয়া পতাকা খোলার সমালোচনায় BJP

Waqf Amendment Act 2025: এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই তুমুল সমালোচনায় সরব হয় একাধিক হিন্দুত্ববাদী সংগঠন।

Waqf Amendment Act 2025: এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই তুমুল সমালোচনায় সরব হয় একাধিক হিন্দুত্ববাদী সংগঠন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Allegations of saffron flags being taken down during protest against Waqf law at Park Circus

বাঁদিকের ছবিটি বিজেপি নেতা অমিত মালব্যর পোস্ট থেকে নেওয়া।

Allegations of saffron flags being taken down during protest against Waqf law at Park Circus: পার্ক সার্কাসে 'ওয়াকফ আইন'–এর বিরুদ্ধে চলা এক বিক্ষোভ কর্মসূচিতে অপ্রত্যাশিত উত্তেজনার সৃষ্টি হয়, যখন প্রতিবাদ মঞ্চ থেকে হিন্দু ধর্মীয় পতাকা খুলে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক ও সামাজিক মহলেও।

Advertisment

বৃহস্পতিবার দুপুরে, পার্ক সার্কাস ময়দানে একাধিক নাগরিক সমাজের সদস্য ও ছাত্র-ছাত্রীদের সমাবেশ ঘটে, যারা নতুন ‘ওয়াকফ আইন’-এর বিরোধিতা করে প্রতিবাদ জানাতে উপস্থিত হয়েছিলেন। এই আইনটি নিয়ে একাধিক ধর্মীয় ও মানবাধিকার সংগঠন ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে, কারণ তাদের মতে এটি সংখ্যালঘুদের অধিকারকে খর্ব করতে পারে।

প্রতিবাদ চলাকালীন, হিন্দু ধর্মীয় পতাকা অর্থাৎ ‘ভগবা পতাকা’ মঞ্চের এক পাশে লাগানো ছিল। কিছুক্ষণের মধ্যেই সংঘবদ্ধ একদল মানুষ তা সরিয়ে ফেলেন। উপস্থিত প্রত্যক্ষদর্শীদের মতে, পতাকাটি সরানোর সময় "ধর্মনিরপেক্ষতার" কথা বলে উত্তেজনা ছড়ানো হয়। কেউ কেউ এই ঘটনাকে প্রতিবাদের মূল উদ্দেশ্যকে বিকৃত করার চেষ্টা বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুন- West Bengal News Live: চাকরিহারাদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী, স্কুলে ফিরতে মরিয়া শিক্ষকরা, একগুচ্ছ দাবি শিক্ষক নেতার

Advertisment

পতাকা সরানো নিয়ে মতভেদ তৈরি হলেও, আয়োজক সংগঠনগুলো জানায়, প্রতিবাদ কর্মসূচিটি ছিল সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ এবং কোনও ধর্মীয় প্রতীক স্থানান্তরের পেছনে উদ্দেশ্য ছিল পরিবেশ শান্ত রাখা। 

এই ঘটনার প্রেক্ষিতে হিন্দু সংগঠনগুলি তীব্র প্রতিক্রিয়া জানায়। তাঁদের মতে, এটা শুধুমাত্র একটি পতাকা নয়, বরং হিন্দুদের আত্মপরিচয়ের উপর একটি সরাসরি আঘাত। কয়েকটি সংগঠন ইতিমধ্যেই প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে এবং ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

আরও পড়ুন- North 24 Parganas News: আসছেন না হেডমাস্টার, বন্ধ মিড-ডে মিল, চাঞ্চল্যকর অভিযোগ সহকারি প্রধান শিক্ষকের

এদিকে, প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। কলকাতা পুলিশের একজন সিনিয়র অফিসার বলেছেন, “ঘটনাস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ছিল। যাঁরা পতাকা সরিয়েছেন, তাঁদের শনাক্ত করে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে।” যদিও এই ঘটনাটি ধর্মীয় সহাবস্থান ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে এক নতুন বিতর্কের সূচনা করেছে।

আরও পড়ুন- SSC Recruitment Case: 'একদিন জেলে যেতেই হবে', SSC-কাণ্ডে মুখ্যমন্ত্রীকে চরম বার্তা দিলীপের!

BJP নেতা অমিত মালব্য এই ঘটনার প্রবল এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করে লিখেছেন, "এই ছবিটি পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিকে নিখুঁতভাবে তুলে ধরে, একজন হিন্দু ব্যক্তিকে গেরুয়া পতাকা সরাতে বাধ্য করা হচ্ছে। পুলিশ হস্তক্ষেপ করার পরিবর্তে, তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।"

kolkata Bengali News Today news of west bengal