North 24 Parganas News: আসছেন না হেডমাস্টার, বন্ধ মিড-ডে মিল, চাঞ্চল্যকর অভিযোগ সহকারি প্রধান শিক্ষকের

North 24 Parganas News: এসএসসি দুর্নীতি নিয়ে তোলপাড় ফেলা আবহের মধ্যেই এই খবরে রীতিমতো চর্চা ছড়িয়েছে। বিষয়টি কানে গিয়েছে বিডিও-র।

North 24 Parganas News: এসএসসি দুর্নীতি নিয়ে তোলপাড় ফেলা আবহের মধ্যেই এই খবরে রীতিমতো চর্চা ছড়িয়েছে। বিষয়টি কানে গিয়েছে বিডিও-র।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Headmaster not coming to School in North 24 Parganas mid day meal closed, উত্তর ২৪ পরগনার খবর

North 24 Parganas News: স্কুলে আসছেন না প্রধান শিক্ষক। প্রতিদিন আটকে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কাজ।

উত্তর ২৪ পরগনার বাগদার কনিয়াড়া যাদবচন্দ্র হাই স্কুলের মিড ডে মিল বন্ধ রয়েছে গত ফেব্রুয়ারি মাস থেকে। অভিযোগ, প্রধান শিক্ষক স্কুলে আসছেন না। দিচ্ছেন না মিড-ডে মিলের টাকাও। জানা গিয়েছে, প্রায় ৫৮ হাজার টাকা বাকি পড়ে গিয়েছে বিভিন্ন দোকানে। তারই জেরে বন্ধ বাচ্চাদের 'স্কুলের খাওয়া-দাওয়া'।

Advertisment

টাকা না মেটালে ফলে মুদি দোকান, জ্বালানি-সহ অন্য দোকানদারেরা স্কুলে জিনিসপত্র দেবেন না বলে জানিয়েছেন দিয়েছেন। সেই কারণেই বন্ধ হয়ে রয়েছে মিড ডে মিল, এমনই দাবি সহকারি প্রধান শিক্ষক অভিজিৎ মণ্ডলের। তাঁর আরও দাবি, দেড় বছর ধরে স্কুলে আসেন না প্রধান শিক্ষক। তবে বেতন পাচ্ছেন নিয়মিত। স্কুলের সমস্ত দায়ভার সামলাতে হচ্ছে সহকারি প্রধান শিক্ষককে। মিড ডে মিল থেকে অব্যাহতি চেয়ে বিডিও, SI-এর কাছে চিঠি দিয়েছেন তিনি। 

তিনি জানিয়েছেন সাম্প্রতিক সময়ে বিডিও বৈঠক ডেকেছিলেন দ্রুত মিড ডে মিলের সমস্যার সমাধান করার জন্য। কিন্তু বিডিও-র ডাকা বৈঠকে হাজির ছিলেন না প্রধান শিক্ষক। ফলে সমস্যার সমাধানও হয়নি।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: চাকরি বাঁচাতে রাস্তাই পথ, SSC ভবন অভিযানে চাকরিহারারা

এই বিষয়ে বাগদার বিডিও প্রসূন প্রামাণিক বলেন, "স্কুলে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক আসেন না। মিড ডে মিলের টাকা দেওয়ার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। আমরা একটি বৈঠক ডেকেছিলাম। মিড ডে মিলের সমস্যার দ্রুত সমাধান করা হবে।" তবে বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া দেননি।

আরও পড়ুন- Abdur Razzak Mollah Death:বাংলার রাজনীতিতে নক্ষত্র পতন! প্রয়াত রেজ্জাক মোল্লা

আরও পড়ুন- Razzak Molla Demise: প্রয়াত রেজ্জাক মোল্লা, ফিরে দেখা 'চাষার ব্যাটা'-র বর্ণময় রাজনৈতিক জীবন...

Bengali News Today North 24 Pargana news of west bengal