TMC: সদ্যসমাপ্ত রাজ্যের ৬ কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে বিশাল জয় পেয়েছে তৃণমূল। ৬টি কেন্দ্রেই বিরোধী প্রার্থীদের হেলায় উড়িয়েছে শাসকদল। আরজি কর কাণ্ড (RG Kar Incident) নিয়ে গত কয়েক মাস ধরে লাগাতার আন্দোলন-বিক্ষোভ খানিকটা ব্যাকফুটে ঠেলেছিল তৃণমূলকে। তবে উপনির্বাচনের বিরাট সাফল্য বেশ চাঙ্গা করেছে জোড়াফুলকে। এই আবহেই আজ কালীঘাটের বাড়িতে দলের জাতীয় কর্মসমতির বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আজই দিল্লিতে শুরু সংসদের শীতকালীন অধিবেশন। পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনও শুরু আজ। এই আবহে আজ বিকেলেই কালীঘাটের বাড়িতে দলের দলের কর্মসমিতির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আরজি কর কাণ্ডের পর বাড়িতে এমন বড় ধরনের বৈঠক এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের।
সদ্য সমাপ্ত মহারাষ্ট্রের বিধানসভা ভোটে জোর ধাক্কা খেয়েছে ইন্ডিয়া জোট! আবার ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটই মুঠোয় পুরেছে সাফল্য, এই পরিস্থিতিতে সংসদে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কী হবে বা কোন কোন ইস্যুতে সংসদের দুই কক্ষে BJP-র বিরুদ্ধে অলআউট আক্রমণে ঝাঁপাতে হবে, সেব্যাপারেও দলের সাংসদের স্পষ্ট নির্দেশ দিতে পারেন তৃণমূলনেত্রী।
সোমবার থেকে রাজ্য বিধানসভার অধিবেশনও শুরু। বিধানসভায় দলের বিধায়করা কোন কোন বিষয় নিয়ে চর্চা তুলবেন, কোন পথে সামাল দেওয়া যাবে BJP-র আক্রমণ? সেসব নিয়ে তৃণমূলনেত্রীর আলোচনা দলের বিধায়কদের সঙ্গে। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে সোমবারের গুরুত্বপূর্ণ বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের শীর্ষ নেতারা হাজির থাকবেন।
আরও পড়ুন- Dev TMC Clash Ghatal: 'যাকে যা জানানোর জানিয়েছি'...! ঘাটাল কাণ্ডে বিস্ফোরক দেব
এদিকে, দুর্গাপুজোর আগেই দলের সাংগঠনিকস্তরে বেশ কিছু রদবলের সুপারিশ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে সেই সুপারিশপত্র পাঠিয়েছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তৃণমূল সূত্রে খবর, দলের সাংগঠনিকস্তরের সেই রদবদলের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন তৃণমূলনেত্রীও। আজকের বৈঠকে সেব্যাপারেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে ধারণা রাজনৈতিক মহলের একাংশের।