/indian-express-bangla/media/media_files/2024/11/09/vIak4vCZwNRRmM0mYWM3.jpg)
Canning Rape: ঘটনাস্থলে তদন্তে পুলিশ আধিকারিকরা।
Canning Rape: একটি লজে নিয়ে গিয়ে এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল তাঁর পুরুষসঙ্গীর বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের। লজেই ওই মহিলা অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর পুরষসঙ্গী ও লজের কর্মীরা ক্যানিং বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন ওই মহিলাকে। ওই চিকিৎসক মহিলাকে মৃত বলে জানিয়ে দেন। এরপর চিকিৎসকের চেম্বারে দেহ রেখেই সেখান থেকে চম্পট দেয় তাঁর পুরুষসঙ্গী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ক্যানিং থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মনহিলার পুরুষসঙ্গীর নাম মহসিন মোল্লা। ওই ব্যক্তি ঘটনার পর থেকে বেপাত্তা। শুক্রবার রাতে মহিলার দাদা মহসিনের বিরুদ্ধে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করেছেন ক্যানিং থানায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যানিংয়ের বাসিন্দা মহসিন ওই মহিলার পূর্ব পরিচিত। শুক্রবার দুপুরে ওই মহিলার সঙ্গে ক্যানিংয়ের ওই লজে উঠেছিলেন তিনি। এর কিছুক্ষণের মধ্যেই ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন।
তড়িঘড়ি মহিলার অসুস্থতার খবর লজের কর্মীদের জানান মহসিন। সবাই মিলে ওই মহিলাকে একটি টোটোয় তুলে ক্যানিং বাজারে এক চিকিৎসকের চেম্বারে নিয়ে যান। পরে সকলের নজর এড়িয়ে এলাকা ছেড়ে পালায় মহসিন। মহিলার মৃত্যুর খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ গিয়ে মহিলার মৃতদেহ উদ্ধার করে। তাঁর পরিবারের সদস্যদের মৃত্যুর খবর পাঠানো হয়। ওই লজটি সিল করে দিয়েছে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, ওই লজে দেহ ব্যবসা চলে।
আরও পড়ুন- Awas Yojana: আবাস তালিকায় একই মহিলার নাম ৬ বার! 'ভূতুড়ে' উপভোক্তার খোঁজে কী মিলল জানেন?
আরও পড়ুন-Train Derailment: ফের রেল দুর্ঘটনা, লাইন থেকে ছিটকে গেল শালিমারগামী এক্সপ্রেস ট্রেনের পরপর কামরা