SSC Group C Group D Recruitment: বড় খবর! সরকারি স্কুলে হাজার-হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন কবে থেকে?

Group C and Group D recruitment West Bengal: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। রাজ্যের স্কুলগুলিতে হাজার-হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

Group C and Group D recruitment West Bengal: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। রাজ্যের স্কুলগুলিতে হাজার-হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
WBSSC

SSC Group C and Group D recruitment 2025: নিয়োগের বিজ্ঞপ্তি জারি এসএসসি-র।

WBSSC SLST 2025:রাজ্যে অবশেষে শুরু হতে চলেছে সরকার পোষিত ও সরকার অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। রাজ্যের শিক্ষামহল জুড়ে জোর আলোচনা শুরু হয়েছে, কারণ অবশেষে সরকার পোষিত ও সরকার অনুদানপ্রাপ্ত উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে।

Advertisment

শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, বহুদিন ধরে শিক্ষক-শিক্ষিকার শূন্যপদ পূরণ না হওয়ায় বিদ্যালয়গুলির পাঠদান ব্যাহত হচ্ছিল। বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞানের বিভিন্ন শাখা, গণিত এবং ভাষা বিভাগের শিক্ষক ঘাটতি দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। এই পরিস্থিতিতে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হলে শিক্ষাব্যবস্থার উপর চাপ অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন- Kolkata weather news:উইকেন্ডে মুষলধারে বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে, কাল রবিবার দিনভর বৃষ্টি?

Advertisment

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ ও মেধা তালিকার ভিত্তিতে পরিচালিত হবে। লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। শিক্ষা কর্মী নিয়োগে কোনওরকম পক্ষপাতিত্ব বা অনিয়ম যাতে না হয়, তার জন্য নজরদারিও বাড়ানো হবে বলে দপ্তর আশ্বাস দিয়েছে।

আরও পড়ুন-R S S প্রধান মোহন ভাগবতের সঙ্গে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি, প্রকাশ্যে আসতেই বিতর্ক!

শিক্ষা মহলের বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপের ফলে শুধু পাঠদানের মানই উন্নত হবে না, একই সঙ্গে বহু শিক্ষিত বেকারের কর্মসংস্থানের পথও খুলে যাবে। গ্রামীণ ও শহুরে উভয় এলাকার বিদ্যালয়গুলিতেই শিক্ষক সংকট কাটাতে এই নিয়োগ বড় ভূমিকা নেবে।

আরও পড়ুন-Sovan-Ratna:শোভনের সঙ্গে ডিভোর্স মামলা খারিজ, 'সব নারীর হয়ে এই জয় পেলাম', বললেন রত্না

জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম রাজ্যস্তরের সিলেকশন টেস্ট (SLST)-এর মাধ্যমে নিয়োগ হবে গ্রুপ সি (ক্লার্ক) ও গ্রুপ ডি পদে। দুই ক্ষেত্রে শূন্যপদ যথাক্রমে ২৯৮৯ এবং ৫৪৮৮। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। ১৬ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ৩১ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত আবেদন জানানো যাবে। তবে ফি জমা দেওয়ার সময়সীমা ৩১ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।কমিশনের তরফে বলা হয়ে নিয়োগের বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি ও পুরো কর্মসূচি দেখা যাবে...
www.westbengalssc.com

SSC recruitment Bengali News Today school