American Airlines fire: টেকঅফের ঠিক আগে বিমানের চাকায় আগুন!কালো ধোয়ায় দমবন্ধ পরিস্থিতি, তুমুল আতঙ্ক, হুলস্থূল

American Airlines fire: ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা থেকে কোনমতে রক্ষা পেলেন ১৭৩ জন যাত্রী। টেকঅফের ঠিক আগের মুহূর্তে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায়।

American Airlines fire: ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা থেকে কোনমতে রক্ষা পেলেন ১৭৩ জন যাত্রী। টেকঅফের ঠিক আগের মুহূর্তে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
আমেরিকান এয়ারলাইন্স বিমানে আগুন, ডেনভার বিমান দুর্ঘটনা, ফ্লাইট AA3023 অগ্নিকাণ্ড, বোয়িং ৭৩৭ ম্যাক্স দুর্ঘটনা, বিমানের টায়ারে আগুন, ল্যান্ডিং গিয়ার আগুন, FAA তদন্ত বিমান দুর্ঘটনা, আমেরিকান এয়ারলাইন্স টায়ার সমস্যা, বিমানবন্দর জরুরি অবতরণ, বিমানের আগুন ভাইরাল ভিডিও, American Airlines fire incident, Denver runway fire, Flight AA3023 emergency, Boeing 737 Max fire, FAA probe airline safety, aircraft tire maintenance failure, emergency landing Denver airport, viral video plane fire USA, aviation safety news 2025

আমেরিকান এয়ারলাইন্স বিমানে আগুন

American Airlines fire: টেকঅফের ঠিক আগে বিমানের চাকায় আগুন! যাত্রীদের মধ্যে তুমুল আতঙ্ক, হুলস্থূল। 

Advertisment

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি বিদ্বেষেই মান্যতা! আন্তর্জাতিক সংস্থার রিপোর্টকে ঢাল করে আসরে মমতা

ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা থেকে কোনমতে রক্ষা পেলেন ১৭৩ জন যাত্রী। টেকঅফের ঠিক আগের মুহূর্তে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানের ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে তুমুল আতঙ্ক। তড়িঘড়ি বিমানটির যাত্রা বাতিল করা হয় এবং ১৭৩ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বিমানের টায়ারে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে।

Advertisment

'হতশ্রী' রাস্তায় অ্যাম্বুলেন্স অমিল, মুমূর্ষ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়

শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দরে বড় বিমান দুর্ঘটনা এড়ানো গিয়েছে। আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান টেক অফের ঠিক আগে,বিমানের ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায় এবং পুরো রানওয়ে ধোঁয়ায় ভরে যায়। এর পরে, যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে তুমুল আতঙ্ক। উদ্ধারকারী দলের সদস্যরা তড়িঘড়ি  ১৭৩ জন যাত্রীকে বিমান থেকে নিরাপদে বের করে আনেন। কর্মকর্তাদের মতে, এই ঘটনায় একজন সামান্য আহত হয়েছেন। জানা গিয়েছে, বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের ওই বিমানে ১৭৩ জন যাত্রী ও ৬ জন ক্রু মেম্বার ছিলেন, যাঁদের সকলকেই নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

অনুপ্রবেশ ইস্যুতে মমতাকে 'আগুনে হুঙ্কার' শুভেন্দুর, রাজ্য জুড়ে পাল্টা বৃহত্তর আন্দোলনের ডাক

এফএএ (FAA) ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে। আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, বিমানের টায়ার রক্ষণাবেক্ষণে সমস্যা থাকায় বিমানটিকে গ্রাউন্ডেড করা হয়েছে। টেকনিক্যাল রিপোর্ট তৈরির কাজ চলছে। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বিমানের চাকা থেকে ধোঁয়া ও আগুনের ফুলকি বেরোচ্ছে। দমকল বিভাগ ও বিমানবন্দর কর্মীদের তৎপরতায় এ যাত্রায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে ঘটনাটি ফের বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। 

ভয়ঙ্কর দুর্যোগের বিরাট আশঙ্কা! দুপুরের পরই তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতা সহ একাধিক জেলা, চূড়ান্ত সতর্কতা জারি

fire flight