New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/27/murshidabad-suti-road-patient-carry-viral-2025-2025-07-27-09-12-01.jpg)
আবারও খাটিয়াতে চাপিয়ে এক রোগীকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়
Murshidabad News: 'হতশ্রী' রাস্তার বেহাল চিত্র ফের মুর্শিদাবাদে। সুতি-২ ব্লকের উমরাপুর গ্রাম পঞ্চায়েতের এলাহাবাদ গ্রামে আবারও খাটিয়ায় চাপিয়ে রোগীকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার ছবি দাবানলের মত ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়।
আবারও খাটিয়াতে চাপিয়ে এক রোগীকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়
Murshidabad News: আবারও খাটিয়াতে চাপিয়ে এক রোগীকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিও ভাইরাল হতেই রাজ্য জুড়ে তুমুল শোরগোল পড়ে যায়। খোঁজ নিয়ে জানা যায়,ওই ভিডিওটি মুর্শিদাবাদ জেলার সুতি-২ ব্লকের উমরাপুর পঞ্চায়েত এলাকার এলাহাবাদ গ্রামের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গ্রামে যাওয়ার প্রধান রাস্তা একেবারে বেহাল। বর্ষায় পরিস্থিতি আরও খারাপ। তাই গ্রামে ঢুকতে পারেনি অ্যাম্বুলেন্স। ফলে মুমূর্ষ রোগীকে বাধ্য হয়ে খাটিয়ার মাধ্যমে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হয়েছে।
'হতশ্রী' রাস্তার বেহাল চিত্র ফের মুর্শিদাবাদে। সুতি-২ ব্লকের উমরাপুর গ্রাম পঞ্চায়েতের এলাহাবাদ গ্রামে আবারও খাটিয়ায় চাপিয়ে রোগীকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার ছবি দাবানলের মত ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। রাস্তার এমন হাল যে, অ্যাম্বুলেন্স তো দূরের কথা, ছোটখাটো গাড়িও ঢুকতে পারছে না গ্রামে। ফলে উপায়ান্তর না দেখে খাটিয়ায় কাঁধে করেই রোগীকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে বাধ্য হলেন পরিবার-পরিজন।
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, একজন রোগীকে খাটিয়ায় শুইয়ে কাঁধে তুলে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তা ধরে। এলাহাবাদ থেকে উমরাপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা এখন কার্যত যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এমনটাই দাবি স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই কংক্রিটের রাস্তা তৈরি হয়েছিল প্রায় ৩-৪ বছর আগে, তবে চলতি বর্ষায় ঝাড়খণ্ড থেকে জল ঢুকে এলাকা জলমগ্ন হয়ে পড়ে, যার জেরে রাস্তাটি ভেঙে যায়। বারে বারে পঞ্চায়েতকে জানিয়েও কোন কাজ হয়নি। পঞ্চায়েত প্রধান রাবিকুল ইসলাম জানান, “২০২০-২১ অর্থবর্ষে রাস্তা নির্মাণ করা হয়েছিল। তবে এবার বর্ষায় অতিরিক্ত জল ঢুকে রাস্তার ক্ষতি হয়েছে। অবিলম্বে সংস্কারের উদ্যোগ নিতে বলা হয়েছে।” অন্যদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বারবার এমন পরিস্থিতি হলেও প্রশাসন নীরব। রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবিও জানিয়েছেন তারা।
এর আগে সুতি-১ ব্লকের হারুয়া গ্রাম পঞ্চায়েতের পারাইপুর গ্রামে রাস্তার বেহাল অবস্থার কারণে এক অন্তঃসত্ত্বাকে খাটিয়ায় তুলে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেই ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
পরে সেই ভিডিও ভাইরাল হওয়ায় রাস্তা সংস্কারের কাজ শুরু হয়।