Mamata Banerjee:'অফিসারদের হুমকি নির্বাচন কমিশনারের, বেড়ে খেলবেন না', SIR ইস্যুতে রেগে অগ্নিশর্মা মুখ্যমন্ত্রী!

SIR controversy: আবারও এসআইআর নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর-এর নামে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগ মুখ্যমন্ত্রীর।

SIR controversy: আবারও এসআইআর নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর-এর নামে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগ মুখ্যমন্ত্রীর।

author-image
IE Bangla Web Desk
New Update
CM Mamata Banerjee Inaugurate 125 MW Solar Energy Park at Goaltore

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee-SIR controversy:ফের SIR-এর বিরোধিতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। "অফিসারদের থ্রেট করছে। আশা করি আপনি বেড়ে খেলবেন না। এস আই আর-এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে। তাড়াহুড়োয় কাজ করতে গিয়ে যদি কোনও সম্প্রদায়ের কোনও নাগরিকের নাম বাতিল হয় তাহলে বলবে আগুন নিয়ে খেলবেন না।" বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

SIR নিয়ে তোড়জোড় চলছে। এরই মধ্যে এবার অসম সরকার বাংলার নাগরিকদের NRC নোটিশ পাঠিয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "সাধারণ মানুষের নাগরিক অধিকার কাড়ার চেষ্টা হচ্ছে। নির্বাচন হলে নির্বাচন কমিশনের অধীনে থাকে, এখন নয়। পুজোর পর অসম থেকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। নির্বাচন কমিশনার অফিসারদের হুমকি দিচ্ছেন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে।"

আরও পড়ুন- West Bengal News Live Updates: বাংলার উন্নয়নে বিপুল পরিমাণে টাকা পাঠাচ্ছে কেন্দ্র! মোদী সরকারকে ধন্যবাদ জানালেন সুকান্ত

Advertisment

মুখ্যমন্ত্রী এদিন ফের একবার নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। তাঁর কথায়, "স্বরাষ্ট্রমন্ত্রী একটা পার্টির মিটিংয়ে বলে গেছেন আমরা অনেক নাম বাদ দেব। ওনারা নাম বাদ দেওয়ার কে? মানুষ দুর্ভোগে আছে, দু'মাসের মধ্যে মানুষ কী করে তথ্য দেবে। এখন ভোট নয়, তাও কেন অফিসারদের নিয়ে বৈঠক? BJP-র কথায় অনেকে রাজনীতি করছে। সব এজেন্সিকে নিয়ে রাজনীতি হচ্ছে। এই মীর্জাফরদের মৃত্যু হয় না, তারা তাদের কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকে। কিন্তু তারা যদি এসব করতে চান তাহলে কিন্তু দাঙ্গা থেকে শুরু করে অনেক কেস আছে সবকিছু কিন্তু বেরিয়ে পড়বে। এনআরসি নিয়ে খেলার চেষ্টা করবেন না। এস আই আর-এর নাম করে আসল ভোটারদের বাদ দেওয়া যাবে না। অনেক মানুষ বাইরে আছে, তাড়াহুড়ো করে করতে গিয়ে তাদের অধিকার গরণ করা যেন না হয়।"

আরও পড়ুন- Birbaha Hansda:'আমি আদিবাসী মেয়ে বলেই হয়তো আমার কেক খাওয়াটা ওদের গায়ে লাগল!' BJP-কে জবাব বীরবাহার

তিনি আরও বলেন, "বিজেপিকে আবেদন করব আগুন নিয়ে খেলবেন না। আপনার মিনিস্টার যদি বলে দেড় কোটি ভোটারের নাম বাদ দেবে, প্রথমে আপনি ওই মিনিস্টারকে বাদ দিন। নির্বাচনে জোর করে জেতা ছাড়া, ভোট লুঠ ছাড়া এই কেন্দ্রীয় সরকার কিচ্ছু করেনি। জনগণের উন্নয়নের জন্য এরা কাজ করে না। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী পরীক্ষা করে বলছেন আমরা অনেক নাম বাদ দেব, ওরা কে। এস আই আর-এর নামে এজেন্সি দিয়ে গৈরিকীকরণের চেষ্টা বিজেপির।"

আরও পড়ুন-দুরন্ত তৎপরতায় শিশুকন্যাকে অপহরণের ছক বানচাল করল পুলিশ

BJP-কে কড়া হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, "গায়ের জোরে বাংলা দখল করতে হবে পারবেন না। বাংলার মানুষ আপনাদের বিশ্বাস করে না। বাংলাকে আপনারা লাঞ্ছিত করেছেন, বঞ্চিত করেছেন, বাংলার সব প্রকল্প বন্ধ করে দিয়েছেন।"

bjp nrc SIR CM Mamata banerjee