/indian-express-bangla/media/media_files/2025/05/16/ppqDhAnCYZEpH3DqGpTb.jpg)
arms smuggling Bengal: প্রতীকী ছবি।
arms smuggling Bengal:কলকাতার নাকের ডগাতেই বড়সড় অস্ত্র ভাণ্ডারের হদিশ মিলেছে। কলকাতার কাছেই উত্তর ২৪ পরগনার খরড়হের একটি অ্যাপার্টমেন্টে অস্ত্রের ভাণ্ডারের খোঁজ মিলেছে। খড়দহের রিজেন্ট পার্ক এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে প্রায় ১ হাজার রাউন্ড কার্তুজ এবং ১৫টি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খড়দহের রিজেন্ট পার্ক এলাকার ওই অ্যাপার্টমেন্টে মধুসূদন মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি থাকেন। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভোরে ওই ব্যক্তির ফ্ল্যাটে হানা দেয় পুলিশের বিশেষ বাহিনী।
আগেভাগে গোটা অ্যাপার্টমেন্ট ঘিরে ফেলেছিল সাদা পোশাকের পুলিশ। সোমবার ভোরের দিকে ওই অ্যাপার্টমেন্টে আচমকা হানা দেয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ দল।
ওই ফ্ল্যাট থেকে ১৫টি আগ্নেয়াস্ত্র ও এক হাজার রাউণ্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। ওই ফ্ল্যাটের বাসিন্দা মধুসূদন মুখোপাধ্যায়কে পুলিশ আটক করেছে। কোথা থেকে এই বিপুল পরিমাণ কার্তুজ ও আগ্নেয়াস্ত্র আনা হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
কী উদ্দেশ্যে ওই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ মজুত করা হয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে কলকাতা শহরের কাছেই এই অস্ত্র ভাণ্ডারের হদিশ মেলায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে।
আরও পড়ুন-Bangladeshi arrested:বাংলায় গ্রেফতার কুখ্যাত আন্তর্জাতিক অপরাধী! সাধুর বেশে লুকিয়েও হল না শেষ রক্ষা!