weapons recovery:কলকাতার নাকের ডগায় হাজার রাউন্ড কার্তুজ, ১৫টি বন্দুক বাজেয়াপ্ত, আটক ১

ammunition and weapons recovery: গোপন সূত্রে খবর পেয়ে এদিন ভোররাতে গোটা অ্যাপার্টমেন্ট ঘিরে ফেলেছিল পুলিশ। পালানোর পথই পায়নি অপরাধী।

ammunition and weapons recovery: গোপন সূত্রে খবর পেয়ে এদিন ভোররাতে গোটা অ্যাপার্টমেন্ট ঘিরে ফেলেছিল পুলিশ। পালানোর পথই পায়নি অপরাধী।

author-image
IE Bangla Web Desk
New Update
আররেস্ত

arms smuggling Bengal: প্রতীকী ছবি।

arms smuggling Bengal:কলকাতার নাকের ডগাতেই বড়সড় অস্ত্র ভাণ্ডারের হদিশ মিলেছে। কলকাতার কাছেই উত্তর ২৪ পরগনার খরড়হের একটি অ্যাপার্টমেন্টে অস্ত্রের ভাণ্ডারের খোঁজ মিলেছে। খড়দহের রিজেন্ট পার্ক এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে প্রায় ১ হাজার রাউন্ড কার্তুজ এবং ১৫টি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খড়দহের রিজেন্ট পার্ক এলাকার ওই অ্যাপার্টমেন্টে মধুসূদন মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি থাকেন। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভোরে ওই ব্যক্তির ফ্ল্যাটে হানা দেয় পুলিশের বিশেষ বাহিনী।

আগেভাগে গোটা অ্যাপার্টমেন্ট ঘিরে ফেলেছিল সাদা পোশাকের পুলিশ। সোমবার ভোরের দিকে ওই অ্যাপার্টমেন্টে আচমকা হানা দেয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ দল।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: 'শেখ শাহাজাহানের আবেদনের গ্রহণযোগ্যতাই নেই', স্পষ্ট জানাল কলকাতা হাইকোর্ট

ওই ফ্ল্যাট থেকে ১৫টি আগ্নেয়াস্ত্র ও এক হাজার রাউণ্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। ওই ফ্ল্যাটের বাসিন্দা মধুসূদন মুখোপাধ্যায়কে পুলিশ আটক করেছে। কোথা থেকে এই বিপুল পরিমাণ কার্তুজ ও আগ্নেয়াস্ত্র আনা হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন-August 2025 West Bengal festivals: অগাস্টেই দুর্গাপুজোর ঢাকে কাঠি! মাসজুড়ে ঠাসা পার্বণে বাংলায় উৎসবের মেজাজ...

কী উদ্দেশ্যে ওই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ মজুত করা হয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে কলকাতা শহরের কাছেই এই অস্ত্র ভাণ্ডারের হদিশ মেলায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে।

আরও পড়ুন-Bangladeshi arrested:বাংলায় গ্রেফতার কুখ্যাত আন্তর্জাতিক অপরাধী! সাধুর বেশে লুকিয়েও হল না শেষ রক্ষা!

North 24 Pargana Arms Recovered Arrested