West Bengal News Highlights: লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক, সরানো হল সুদীপকে, বড় ধাক্কা কল্যাণেরও!

West Bengal News Updates 4 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 4 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
abhishek-banerjee-global-anti-terror-delegation

News in Bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News Updates:এবার লোকসভায় তৃণমূলের দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে সর্বভারতীয় তৃণমূল সাংসদদের ওপর গুরুদায়িত্ব সপলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, কল্যান বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে কাকলি ঘোষ দস্তিদারকে লোকসভায় দলের চিফ হুইপ করেছেন তৃণমূলনেত্রী। আজ দলের সাংসদদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ থাকার জন্য আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে এই দায়িত্ব সামলাবেন।

Advertisment

সন্দেশখালির ৩ BJP কর্মী খুনে শেষমেষ CBI তদন্তের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ এই ব্যাপারে উচ্চ আদালতের আগের নির্দেশ বহাল রেখেছে। সেই সঙ্গে সন্দেশখালির প্রাক্তন দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানকে নিয়েও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উচ্চ আদালতের। শেখ শাহজাহানের আবেদনের কোনও গ্রহণযোগ্যতা নেই বলে স্পষ্ট করেছে হাইকোর্ট। এর আগে সন্দেশখালিতে ৩ বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন শেখ শাহাজাহান। আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে শেখ শাহজানের আবেদনের কোনও গ্রহণযোগ্যতাই নেই।

বিহারের মতো এবার পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় নিবিড় সংশোধনী অর্থাৎ SIR করার তোড়জোড় চলছে। নির্বাচন কমিশনের এই তৎপরতায় যারপরনাই ক্ষুব্ধ বিরোধীরা। SIR-এর নামে ন্যায্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ তৃণমূলের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, "ভোটার তালিকায় ডাবল ডাবল নাম, তাই নাম কাটা পড়ার সম্ভাবনায় এত কষ্ট, এত আন্দোলনের নাটক! বিহারের তেজস্বী যাদবের মতো পশ্চিমবঙ্গেও ডানকুনি পুরসভার কাউন্সিলর কবিরুল আলমের ভোটার তালিকায় দুটি জায়গায় নাম জ্বলজ্বল করছে!" তিনি আরও লিখেছেন, "রাজ্যে তৃণমূলের অপশাসন আর নৈরাজ্য কায়েমের জন্য ভোটার লিস্টে কারচুপির পন্থা অবলম্বন করে এসেছে এতদিন শাসকদল।"

Advertisment

আরও পড়ুন- DA Case: রাজ্যের DA মামলা নিয়ে বড় খবর! শুনানি পিছলেও কী জানাল সুপ্রিম কোর্ট?

প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পড়শি রাজ্যের শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান শিবু সোরেন। গুরুতর অসুস্থ হয়ে দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিডনির সমস্যা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর। টানা বেশ কিছুদিন ভেন্টিলেশনে রেখে চিকিৎসা চলছিল প্রবীণ রাজনীতিবিদের। অবশেষে সোমবার সকালে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন- Kolkata weather forecast:ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুরন্ত সতর্কতা এই জেলাগুলিতে, কলকাতায় বেলা গড়ালেই তুমুল দুর্যোগ?

আরও পড়ুন-Kankalitala: সতীপীঠ কঙ্কালীতলায় তাজ্জব কাণ্ড! 'জলে জলে বিয়ে'র গল্পে গোটা তল্লাট মশগুল!

  • Aug 04, 2025 20:35 IST

    Kolkata News live updates:মালব্যের মন্তব্যের কড়া নিন্দায় তৃণমূল

    বাংলা ভাষা নিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের মন্তব্যের কড়া নিন্দায় তৃণমূল। দলের তরফে সোশ্যাল মিডিয়া লেখা হয়েছে, তথাকথিত “বাংলা বলে কোনও ভাষাই নেই”— এই চমকে দেওয়া মন্তব্য করে দিল্লি পুলিশের পক্ষ নিয়ে বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য যে বক্তব্য রেখেছেন, তার তীব্র নিন্দা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। দিল্লি পুলিশ বাংলা ভাষাকে “বাংলাদেশি ভাষা” বলে খারিজ করার জঘন্য পদক্ষেপকে সমর্থন করতে গিয়ে এই অবমাননাকর মন্তব্য করেন অমিত মালব্য।

    এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে রাজ্যের মন্ত্রী ডঃ শশী পাঁজা বলেন, "বিজেপির পক্ষে কথা বলছেন অমিত মালব্য। তাঁর বক্তব্য শুনে মনে হচ্ছে যেন তিনি বলতে চাইছেন, বাংলা ভাষা নাকি ভারতের স্বীকৃত ভাষাই নয়। এটা কোনও অনিচ্ছাকৃত ভুল নয়, বা অজ্ঞতার প্রকাশও নয় — এটা সম্পূর্ণ সচেতন, পরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাঙালিদের অপমান ও কোণঠাসা করার চেষ্টামাত্র। অথচ তিনি ভালো করেই জানেন, বাংলা হল দেশের দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা এবং এটি সংবিধান স্বীকৃত।"

    তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বলেন, "অমিত মালব্য আদৌ বোঝেন বাংলা ভাষার ঐতিহ্য, তার ঐশ্বর্য? তিনি জানেন এর অসংখ্য উপভাষার কথা? ভাষা কখনও সীমানা দিয়ে বাঁধা থাকে না—এটি অঞ্চলভেদে পরিবর্তিত হয়, ছড়িয়ে পড়ে। বাংলা ভাষা ও বাঙালিদের অপমান করার জন্য এটা একটা কৌশলমাত্র। কিন্তু সবচেয়ে লজ্জাজনক বিষয় হল, বিজেপির বাংলাভাষী নেতারাও এতে সামিল—শুধু দুই গুজরাটি মনিবকে খুশি করার জন্য। এরা কতটা নীচে নামতে পারে, তার উদাহরণ এটাই।" কুণাল ঘোষ বলেন, "বাংলাদেশে ২১শে ফেব্রুয়ারির ঐতিহাসিক ভাষা আন্দোলন কেন হয়েছিল? বাংলা ভাষার জন্য। ‘বাংলাদেশি ভাষা’ বলে কোনও ভাষা নেই। অথচ অমিত মালব্য টুইট করে বলেন—‘বাংলা বলে কোনও নির্দিষ্ট ভাষা নেই, বিভিন্ন রূপের সমষ্টি মাত্র।’ তাহলে আমি জিজ্ঞাসা করি—প্রধানমন্ত্রী যখন টেলিপ্রম্পটার দেখে বাংলা ভাষায় দুটি লাইন পড়েন, সেটা কোন ভাষা? বাংলা, না কি ‘বাংলাদেশি’? উত্তর একটাই—ওটা বাংলা। এটা পরিষ্কার করে বলা দরকার—‘বাংলাদেশি ভাষা’ বলে কিছু নেই, ভাষার নাম বাংলা।"



  • Aug 04, 2025 13:59 IST

    Kolkata News Live Updates:আজ ভার্চুয়াল বৈঠকে মমতা

    সোমবার বিকেলেই দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে চলছে বাদল অধিবেশন। ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদের অন্দরে সোচ্চার হয়েছেন তৃণমূলের সাংসদরা। এবার মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাংসদদের আর কী কী পরামর্শ দেন, নজর সেদিকেই।



  • Aug 04, 2025 12:50 IST

    Kolkata News Live Updates:বন্ধ সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক

    ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হতেই চাপ বাড়ল সেবকের করোনেশন সেতুতে। ধস এবং ফাটলের জেরে ঝুঁকি এড়াতে এবং মেরামতের জন্য ১০ নম্বর জাতীয় সড়ক আগামী ৬ অগাস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এনএইচআইডিসিএল। যার জন্য শিলিগুড়ি এবং সিকিমের মধ্যে প্রতিটি গাড়ি চলাচল করছে লাভা, বলগারা, গরুবাথান হয়ে। ফলে চাপ বেড়েছে করোনেশন সেতুর ওপর। এদিকে, ১০ নম্বর জাতীয় সড়কে পাহাড় কেটে রাস্তা তৈরি এবং কয়েকটি জায়গায় মেরামতের কাজ শুরু করেছে এনএইচআইডিসিএল।  

    বিস্তারিত পড়ুন- National Highway Closed: বন্ধ সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক, চাপ বাড়ল করোনেশন সেতুর ওপর



  • Aug 04, 2025 12:16 IST

    Kolkata News Live Updates: DA মামলার শুনানি পিছল

    সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজ্যের DA মামলার শুনানি। তবে এই মামলা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে দেশের সর্বোচ্চ আদালত। প্রয়োজনে এই মামলার প্রত্যেকদিন শুনানি হতে পারে বলে জানিয়েছে শীর্ষ আদালত। আগামীকাল থেকে সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ মামলার শুনানি শুরু। 

    বিস্তারিত পড়ুন- DA Case: রাজ্যের DA মামলা নিয়ে বড় খবর! শুনানি পিছলেও কী জানাল সুপ্রিম কোর্ট?



  • Aug 04, 2025 11:34 IST

    Kolkata News Live Updates: শিবু সোরেনের মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি - লালু প্রসাদ যাদব


    শিবু সোরেনের মৃত্যুতে লালু প্রসাদ যাদব বলেন যে তিনি কেবল ঝাড়খণ্ড নয়, সমগ্র ভারতের দলিত ও উপজাতি সম্প্রদায়ের একজন অন্যতম মুখ ছিলেন, যিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। লালু বলেন যে তাঁর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি শিবু সোরেনের প্রতি শ্রদ্ধা জানান এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।



  • Aug 04, 2025 11:32 IST

    Kolkata News Live Updates: শিবু সোরেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

    শিবু সোরেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি লিখেছেন, "শিবু সোরেনজি ছিলেন একজন তৃণমূল স্তরের  নেতা যিনি জনগণের প্রতি অটল নিষ্ঠার সাথে জনজীবনে উচ্চতা স্পর্শ করেছিলেন। তিনি বিশেষ করে আদিবাসী সম্প্রদায়, দরিদ্র এবং সুবিধাবঞ্চিতদের ক্ষমতায়নের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন। তাঁর মৃত্যুতে আমি শোকাহত। তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি আমার সমবেদনা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনজির সাথে কথা বলেছি এবং সমবেদনা প্রকাশ করেছি। ওম শান্তি।"



  • Aug 04, 2025 10:50 IST

    Kolkata News Live Updates:হুঙ্কার আমেরিকার

    ইউক্রেন যুদ্ধে অর্থ জোগান দিচ্ছে ভারত, আমেরিকার বিস্ফোরক অভিযোগ। তোলপাড় বিশ্ব রাজনীতি। রাশিয়া থেকে তেল কেনার মধ্যে দিয়ে ইউক্রেন যুদ্ধের অর্থ জোগান দিচ্ছে  ভারত—এমনই বিস্ফোরক দাবি করলেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার। রবিবার এক টিভি অনুষ্ঠানে তিনি জানান, “এই কাজ একেবারেই গ্রহণযোগ্য নয়”। 

    বিস্তারিত পড়ুন- India US Relation: ভারতের বিরুদ্ধে তোলপাড় ফেলা অভিযোগ, বিশ্বরাজনীতি কাঁপিয়ে বিরাট হুঙ্কার আমেরিকার



  • Aug 04, 2025 10:32 IST

    Kolkata News Live Updates:মন্দিরে চুরি

    রাতের অন্ধকারে বারুইপুরের বেলেগাছি হরেন্দ্র পল্লী এলাকায় পর পর দুটি মন্দিরে চুরি। টাকা,সোনার গয়না, বাসনপত্র মিলিয়ে লক্ষাধিক টাকার চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সোমবার সকালে স্থানীয়দের নজরে আসে রাধা গোবিন্দ মন্দিরে গেটের তালা ভাঙা রয়েছে। পাশে থাকা একটি লোকনাথ মন্দিরেও একইভাবে চুরি হয়ে যায়। বারুইপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।



  • Aug 04, 2025 10:28 IST

    Kolkata News Live Updates: 'জলে জলে বিয়ে'

    জলে জলে বিয়ে! শুধু জলে জলে বিয়ে বললে ভুল হবে, বলা যেতে পারে জল ঠেঙিয়ে দিয়ে। বিয়ে করতে কণে এলেন কাপড় গুটিয়ে, এদিকে বরকেও আসতে হলো ধুতি গুটিয়ে। এমন অবাক বিয়ের আসরের খবর এলাকার লোকজনের মুখে-মুখে ঘুরছে।

    বিস্তারিত পড়ুন- Kankalitala: সতীপীঠ কঙ্কালীতলায় তাজ্জব কাণ্ড! 'জলে জলে বিয়ে'র গল্পে গোটা তল্লাট মশগুল!



  • Aug 04, 2025 10:27 IST

    Kolkata News Live Updates:ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুরন্ত সতর্কতা

    রবিবার রাতেও দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তুমুল বৃষ্টি হয়েছে। সোমবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই চলতি সপ্তাহে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

    বিস্তারিত পড়ুন- Kolkata weather forecast:ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুরন্ত সতর্কতা এই জেলাগুলিতে, কলকাতায় বেলা গড়ালেই তুমুল দুর্যোগ?



kolkata Bengali News Today news of west bengal