Bangladeshi arrested:বাংলায় গ্রেফতার কুখ্যাত আন্তর্জাতিক অপরাধী! সাধুর বেশে লুকিয়েও হল না শেষ রক্ষা!

Bangladeshi miscreant arrested: এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গেই অভিযানে যায় STF-এর বিশেষ টিম।

Bangladeshi miscreant arrested: এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গেই অভিযানে যায় STF-এর বিশেষ টিম।

author-image
Mousumi Das Patra
New Update
Bangladeshi miscreant arrested Tehatta, Nadia district crime news, cross-border criminal arrest, illegal Bangladeshi entry, Tehatta police operation, border crime in Nadia, Bangladeshi accused in India, cross-border security issue, Tehatta criminal nabbed, West Bengal border arrest,নদিয়া তেহট্ট গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী, নদিয়া জেলা অপরাধ খবর, সীমান্ত পারাপারের অপরাধী গ্রেফতার, বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশ, তেহট্ট পুলিশ অভিযান, নদিয়া সীমান্ত অপরাধ, ভারতে ধৃত বাংলাদেশি অভিযুক্ত, সীমান্ত নিরাপত্তা ইস্যু, তেহট্টে ধৃত অপরাধী, পশ্চিমবঙ্গ সীমান্ত গ্রেফতার

miscreant arrested: সাধুর বেশে লুকিয়েও হল না শেষ রক্ষা!

illegal Bangladeshi entry:ওপার বাংলায় অপরাধ করে এ রাজ্যে এসে সাধুর বেশ ধরে আত্মগোপন করা এক দুষ্কৃতী পুলিশ ও STF-এর যৌথ অভিযানে ধরা পড়ল। রবিবার ধৃতকে তেহট্ট আদালতে তোলা হলে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সীমান্ত তেহট্ট এলাকার এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।

Advertisment

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আব্দুল হাসেম মল্লিক। সে তেহট্টর বালিউরা পূর্ব পাড়ায় আত্মগোপন করে থাকছিল। জানাগিয়েছে, বাংলাদেশে অপরাধ করে এপারে চলে আসে। সীমান্ত এলাকায় এসে আবদুল  হাসেম ভুয়ো পরিচয় পত্র তৈরি করেছে বলে জানা গিয়েছে। তবে ধরা পড়ার আগে সে কোন বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি। তাই তাকে বাংলাদেশী সন্দেহে গ্রেফতার করা হয়।

কিন্ত বছর ষাটের এই বাংলাদেশী কীভাবে ভারতে এলো? দালাল মারফত নাকি অন্য একটি চক্রের সঙ্গে ভারতে প্রবেশ করেছে! কোন নাশকতার উদ্দেশ্যেই কি হাসেম সন্দেহ এড়াতে সাধুর বেশে এদেশে থাকছিল?

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: 'ভোটার তালিকায় ডাবল ডাবল নাম, বাদের সম্ভাবনায় এত কষ্ট, নাটক', SIR ইস্যুতে রাজ্যকে তুলোধোনা শুভেন্দুর

এই প্রশ্নগুলো উঠে আসছে। এই ভূয়া পরিচয়পত্র তিনি কোথা থেকে তৈরি করলেন? পুলিশের একটি সূত্রে জানাগিয়েছে, হাসেম বাংলাদেশে অপরাধের পর বাঁচতে এরাজ্যে পালিয়ে আসে। 

আরও পড়ুন-DA Case: রাজ্যের DA মামলা নিয়ে বড় খবর! শুনানি পিছলেও কী জানাল সুপ্রিম কোর্ট?

তারপর সে তলে তলে ভূয়া নথি তৈরি করার দিকে নজর দেন। এই সমস্ত খবর পেয়ে শনিবার রাতে এস টি এফ পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। রবিবার ধৃতকে তেহট্ট আদালতে তোলা হলে ৩ দিনের পুলিশি হেফাজত হয়। পুলিশ জানার চেষ্টা করছে কি কারণে সাধু সেজে এদেশে থাকছিল আব্দুল হাসেম। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন-Shibu Soren Death: 'আজ আমি শূন্য'...! শিবু সোরেনের মৃত্যুতে হেমন্তের বুক ফাটা আর্তি

Bengali News Today Arrested Bangladeshi