August 2025 West Bengal festivals: অগাস্টেই দুর্গাপুজোর ঢাকে কাঠি! মাসজুড়ে ঠাসা পার্বণে বাংলায় উৎসবের মেজাজ...

religious festivals August: মাস ঘুরলেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। তার আগে চলতি অগাস্টেই ঠাসা পার্বণ ঘিরে উৎসবের রঙিন মেজাজ শুরু।

religious festivals August: মাস ঘুরলেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। তার আগে চলতি অগাস্টেই ঠাসা পার্বণ ঘিরে উৎসবের রঙিন মেজাজ শুরু।

author-image
Nilotpal Sil
New Update
August 2025 West Bengal festivals, cultural events in Bengal, religious festivals August, West Bengal traditional celebrations, local fairs and melas, Durga Puja preparation 2025, Janmashtami celebration Bengal, Raksha Bandhan festival Bengal, Independence Day events West Bengal, August festival calendar Bengal,২০২৫ অগাস্ট পশ্চিমবঙ্গ উৎসব, বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান, অগাস্ট ধর্মীয় উৎসব, পশ্চিমবঙ্গ ঐতিহ্যবাহী উদ্‌যাপন, স্থানীয় মেলা ও উৎসব, দুর্গাপুজো প্রস্তুতি ২০২৫, জন্মাষ্টমী উদ্‌যাপন বাংলা, রক্ষাবন্ধন উৎসব বাংলা, স্বাধীনতা দিবস অনুষ্ঠান পশ্চিমবঙ্গ, অগাস্ট মাসের উৎসব তালিকা বাংলা

West Bengal traditional celebrations: অগাস্টে বাংলাজুড়ে একের পর এক উৎসব।

cultural events in Bengal: চলতি আগস্ট মাসেই ঠাসা উৎসব বাংলায়। সামনের মাসের শেষের দিকেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। তার আগে আগস্ট মাস থেকেই একের পর এক পুজো-পার্বণের হাত ধরে বাংলা জুড়ে উৎসবের মেজাজ। চলতি আগস্ট মাসে রাখীবন্ধন, গণেশ পুজো, জন্মাষ্টমী, নাগপঞ্চমী তদুপরি শ্রাবণ মাসের শেষ সোমবারের বিশেষ শিবপুজো ঘিরেও উন্মাদনা শুরু। 

Advertisment

রাখী বন্ধন:

এই আগস্ট মাসেই রয়েছে রাখী বন্ধন উৎসব। আগামী ৯ আগস্ট রাখী বন্ধন উৎসব রয়েছে। বিশেষ এই দিনটিতে দাদা-ভাইদের মঙ্গল কামনায় দিদি-বোনেরা তাঁদের হাতে ভালোবাসা ও সুরক্ষার প্রতীক স্বরূপ রাখী পরিয়ে দেন।

Advertisment

জন্মাষ্টমী:

এই বছর স্বাধীনতা দিবসের ঠিক পরের দিনেই অর্থাৎ আগামী ১৬ আগস্ট জন্মাষ্টমী। গোটা দেশজুড়ে ওই দিন শ্রীকৃষ্ণের জন্মদিন মহা সমারহে পালিত হয়। কৃষ্ণ ভক্তরা দিনভর উপবাস রাখেন এবং বিভিন্ন মঠ এবং মন্দিরে কীর্তন ও বিশেষ পুজো-অর্চনায় অংশ নিয়ে থাকেন।

আরও পড়ুন- Post Office: 'মালামাল স্কিম' Post Office-এর! মাসে মাত্র এই টাকা জমালেই বিপুল রিটার্ন!

গণেশ পুজো : 

চলতি মাসের ২৭ তারিখ গণেশ পুজো অনুষ্ঠিত হবে গোটা দেশ জুড়ে। রাজ্যে-রাজ্যে গণেশ আরাধনা চলবে ওই দিন। বাংলাতেও গত কয়েক বছরে গণেশ পুজোর সংখ্যা বহুলাংশে বেড়ে গিয়েছে। গণেশ পুজোর বিশেষ দিনটি গণেশ চতুর্থী, বিনায়ক চতুর্থী নামেও পরিচিত। ভগবান গণেশের জন্মদিন ভাদ্র মাসের শুক্ল পক্ষের চতুর্থ তিথিতে পালিত হয়। মহারাষ্ট্রে গণেশ পুজোকে কেন্দ্র করে বর্ণাঢ্য উৎসব একটানা ১০ দিন ধরে চলে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: 'শেখ শাহাজাহানের আবেদনের গ্রহণযোগ্যতাই নেই', স্পষ্ট জানাল কলকাতা হাইকোর্ট

শ্রাবণী পূর্ণিমা : 

আগামী ৮ আগস্ট শুক্রবার দুপুর ২টো ১২ মিনিটে শ্রাবণী পূর্ণিমার পূণ্যক্ষণ শুরু। আগামী ৯ তারিখ দুপুর ১টা ২১ মিনিট পর্যন্ত চলবে এই বিশেষ শুভক্ষণ। বিশেষ এই তিথিতেই রাখীবন্ধন উৎসব পালিত হয়। তাই এই তিনটি রাখী পূর্ণিমা বলেও প্রচলিত।

আরও পড়ুন- Bangladeshi arrested:বাংলায় গ্রেফতার কুখ্যাত আন্তর্জাতিক অপরাধী! সাধুর বেশে লুকিয়েও হল না শেষ রক্ষা!

স্বাধীনতা দিবস : 

আগামী ১৫ আগস্ট দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। দেশজুড়ে মহাসমারোহে এবারও বিশেষ এই দিনটি পালন করা হবে।

festival Bengali News Today August