Advertisment

Air Ambulance: বাংলার স্বাস্থ্যক্ষেত্রের উন্নতিতে যুগান্তকারী উদ্যোগ! হাসপাতালের ছাদেই নামল এয়ার অ্যাম্বুলেন্স

Air Ambulance: এবার হাসপাতালের ছাদেই নামবে এয়ার অ্যাম্বুল্যান্স। স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে কলকাতায় নজিরবিহীন এই তৎপরতা এখন দারুণ চর্চায়। শুক্রবার পরীক্ষামূলকভাবে বেসরকারি এই হাসপাতালের ছাদে নেমেছে এয়ার অ্যাম্বুল্যান্স।

author-image
IE Bangla Web Desk
New Update
Air Ambulance,kolkata news,private hospitals,west bengal news,এয়ার অ্যাম্বুল্যান্স,কলকাতার খবর,পশ্চিমবঙ্গের খবর

Air Ambulance: কলকাতার একটি বেসরকারি হাসপাতালের ছাদে নামল এয়ার অ্যাম্বুল্যান্স। এক্সপ্রেস ফটো।

An air ambulance landed on roof of a private hospital in Kolkata: এবার খাস কলকাতা শহরের একটি বেসরকারি হাসপাতালের ছাদে নামল এয়ার অ্যাম্বুল্যান্স। পুরোদমে এই ব্যবস্থা চালু হলে বাংলার স্বাস্থ্য পরিষেবায় নতুন এক দিগন্ত খুলে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এবার হাসপাতালের ছাদেই নামবে এয়ার অ্যাম্বুলেন্স। প্রাথমিকভাবে বিষয়টিতে অনুমোদনও দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ এভিয়েশন বা DGCA। বাংলার স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করতেই নজিরবিহীন এই তৎপরতা।

Advertisment

অভূতপূর্ব তৎপরতা খাস কলকাতায়। কলকাতার ইএম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালের ছাদে নামল হেলিকপ্টার। যে কোনও জরুরি স্বাস্থ্য পরিষেবার স্বার্থে এই এয়ার অ্যাম্বুলেন্স (Air Ambulance) পরিষেবা দারুণ কার্যকরী। এবার কলকাতা শহরেও শুরুর মুখে নয়া এই পরিষেবা।

 প্রাথমিকভাবে শুধুমাত্র বেসরকারি হাসপাতালের ক্ষেত্রেই এই এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা মিলবে। তবে পরবর্তী সময়ে রাজ্যের সরকারি হাসপাতালেও এই এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা চালুর চেষ্টা চলবে।

আরও পড়ুন- West Bengal News Live: সঞ্জয়ই ধর্ষক ও খুনি? আর কয়েক ঘণ্টাতেই আরজি কর রায়

Advertisment

শুক্রবার ইএম বাইপাসের ধারের ওই বেসরকারি হাসপাতালে উপস্থিত ছিলেন ডিজিসিএ-র প্রতিনিধিরাও। গতকাল পরীক্ষামূলকভাবে এয়ার অ্যাম্বুলেন্স নেমেছে কলকাতার ওই বেসরকারি হাসপাতালের ছাদে। শহর এলাকায় এভাবে কোনও বহুতলের ছাদে হেলিকপ্টার নামলে কি কি পরিস্থিতি তৈরি হতে পারে সেই বিষয়টি খতিয়ে দেখেছেন ডিজিসিএ-র প্রতিনিধিরা।

আরও পড়ুন- Bengal Weather Update: শীতের দুরন্ত ইনিংস শুরুর মুখেই আবহাওয়ায় বিরাট বদল! ঠান্ডার টাটকা আপডেট জানুন

উল্লেখ্য, এয়ার অ্যাম্বুলেন্স কোনও জনবহুল এলাকায় এভাবে নামতে গেলে বেশ কয়েকটি শর্ত মেনে চলতে হয়। এক্ষেত্রেও গত কয়েক বছর ধরে এই ধরনের অনুশীলন চলেছে। এয়ার অ্যাম্বুলেন্স নামার মতো পরিকাঠামো তৈরি করা হয়েছে ওই হাসপাতালের ছাদে। হেলিপ্যাড তৈরি থেকে শুরু করে অগ্নি নির্বাপন ব্যবস্থা-সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন- RG Kar Case: আজ আরজি কর রায়, ফিরে দেখা গত ৫ মাসের দিনলিপি

kolkata Bangla News Bengali News Today Entertainment News Today Private Hospitals news in west bengal news of west bengal air ambulance
Advertisment