New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/18/7c7TjhMsySFYP7LWa3co.jpg)
West Bengal Weather Update: ঠান্ডার মেজাজ রাজ্যজুড়ে।
West Bengal Weather Update: ঠান্ডার মেজাজ রাজ্যজুড়ে।
West Bengal Weather Update Today 18 January 2025:ভরা মাঘে শীতের দ্বিতীয় ইনিংস শুরুর আগেই ফের ধাক্কা। আবারও নেপথ্যে সেই পশ্চিমী ঝঞ্ঝা। তারই জেরে নতুন করে বাধাপ্রাপ্ত উত্তুরে হাওয়ার গতিপথ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই তাপমাত্রা ফের একবার নামার কথা থাকলেও সম্ভবত সেটা হচ্ছে না। তবে আগামী দিন পাঁচেক শীতের আমেজে বিশেষ ভাঁটা পড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। মাঘে শীতের ভয়াল মেজাজ আর দেখা যেতে পারে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা শীতের পথে মূল বাধা। আবহাওয়া দপ্তর জানিয়েছিল, পশ্চিমী ঝঞ্ঝার বাধা সরে যাওয়ায় আজ শনিবার থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করবে। তবে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে ফের এক পশ্চিমী ঝঞ্ঝা শীতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই আজ থেকেই তাপমাত্রা কমে যাওয়ার ইঙ্গিত থাকলেও আপাতত তা আর হচ্ছে না। ফের ঝঞ্ঝায় বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে হওয়ার গতি।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, জাঁকিয়ে শীতের সম্ভাবনা এখন আবার কমে গেল। আগামী দিন পাঁচেক সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই মনে করছে হাওয়া অফিস। শীতের আমেজ ভরপুর থাকলেও জাঁকিয়ে শীতের অনুভূতি মাঘ মাসের এই শুরুর দিকে আপাতত হচ্ছে না।
আরও পড়ুন- West Bengal News Live: সঞ্জয়ই ধর্ষক ও খুনি? আর কয়েক ঘণ্টাতেই আরজি কর রায়
হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী কয়েকদিন শহর কলকাতার পাশাপাশি বেশ কয়েকটি জেলায় কুয়াশার দাপট থাকবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী কয়েক দিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কলকাতা শহরেও নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বরং শনিবার কলকাতা শহরের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আরও পড়ুন- RG Kar Case: আজ আরজি কর রায়, ফিরে দেখা গত ৫ মাসের দিনলিপি
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার ভরপুর আমেজ রয়েছে। কাঁপানো শীত পাহাড়নগরী দার্জিলিঙে (Darjeeling)। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিন উত্তরবঙ্গের একাধিক জেলায় সকালের দিকে ঘন কুয়াশার দাপট থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে (Kalimpong) ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাবে।