Advertisment

Offbeat Destination: পাহাড়ি গ্রামের অনিন্দ্যসুন্দর শোভা হৃদয় জুড়োবে! অপরূপ এই তল্লাট উত্তরবঙ্গের নতুন আবিষ্কার

Travel: বেড়ানোর তালিকায় ভ্রমণরসিক বাঙালির বরাবরের পছন্দ উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে চিত্তাকর্ষক দারুণ সব পর্যটন কেন্দ্র। বিশেষ এই প্রতিবেদনে উত্তরবঙ্গের একেবারে নতুন একটি জায়গার হদিশ মিলবে।

author-image
Nilotpal Sil
আপডেট করা হয়েছে
New Update
north bengal offbeat destination kalimpong Maria Basti, উত্তরবঙ্গ, মারিয়াবস্তি, কালিম্পং

অপূর্ব এই জায়গায় বেড়ানোর ষোলোআনা স্বাদ নিন।

North Bengal Trip: পুজোর ছুটিতে উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার প্ল্যান করেছেন? ভিড়ভাট্টা এড়িয়ে একটু নিরিবিলি জায়গার খোঁজ করছেন? তবে দারুণ এই টুরিস্ট স্পট আপনাকে ভরপুর আনন্দ এনে দেবে। বিশেষ এই প্রতিবেদনে উত্তরবঙ্গের নতুন এই অফবিট ডেস্টিনেশন সম্পর্কেই বিস্তারিতভাবে আলোচনা করা হল।

Advertisment

নিরালায় দিন কয়েকের অফুরান আনন্দের স্বাদ নিতে হলে ঘুরে আসুন কালিম্পঙের মারিয়াবস্তি থেকে। একেবারে অফবিট এই ডেস্টিনেশন আপনার ছুটির মুহূর্তগুলোকে বর্ণময় করে তুলবে। এখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য এবং মন্ত্রমুগ্ধকর পরিবেশে আনন্দে আত্মহারা হয়ে পড়বেন।

দিন কয়েকের ছুটি কাটাতে হলে কালিম্পঙের এই ছোট্ট পাহাড়ি গ্রাম এক কথায় ফাটাফাটি। এখানকার পাহাড়ের ঢাল বেয়ে গড়ে ওঠা হোম স্টেগুলির বারান্দা কিংবা জানলার ফাঁক দিয়ে দেখুন অপরূপ কাঞ্চনজঙ্ঘার ভুবনভোলানো রূপ। পাহাড়ে ঘেরা এই ছোট্ট জনপদ এককথায় অসাধারণ।

কীভাবে যাবেন মারিয়াবস্তিতে?

কলকাতার দিক থেকে ট্রেনে গেলে আপনাকে নিউ জলপাইগুড়ি বা NJP স্টেশনে নেমে পড়তে হবে। সেখান থেকে গাড়ি ভাড়া করে সোজা চলে পৌঁছে যেতে পারেন মারিয়াবস্তিতে। আপনি যদি বিমানে যান তাহলে বাগডোগরায় নামুন। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যান কালিম্পঙের এর এই সুন্দর গ্রামে।

আরও পড়ুন- Digha: অভাবনীয় কাণ্ডে অফুরান উচ্ছ্বাস! দিঘা, মন্দারমণি, তাজপুরে উপচে পড়া ভিড়, কেন জানেন?

আরও পড়ুন- RG Kar Case: চিকিৎসক খুনে গ্রেফতার টালা থানার ওসি, সিজিও থেকে বের করতেই জুতো দেখাল ক্ষুব্ধ জনতা

মারিয়াবস্তিতে থাকবেন কোথায়? 

থাকার জন্য এখানে বেশ কিছু হোম স্টে পেয়ে যাবেন। এই হোম স্টেগুলিতে থাকা-খাওয়ার খরচ একসঙ্গে ধরে নেওয়া হয়। পর্যটকদের সুবিধার্থে কয়েকটি হোম স্টের নাম ও ফোন নম্বর দেওয়া হল।

Seven Hills Home Stay Kalimpong- 07679188184
Kalimpong Sunrise Inn Homestay- 093392 09090

আরও পড়ুন- RG Kar Case: 'ঘটনার দিন সন্দীপ-টালা থানার OC বারবার কথা', বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত CBI-এর

Kalimpong north bengal tourism north bengal offbeat destination travel
Advertisment