Advertisment

Digha: অভাবনীয় কাণ্ডে অফুরান উচ্ছ্বাস! দিঘা, মন্দারমণি, তাজপুরে উপচে পড়া ভিড়, কেন জানেন?

Huge crowd of tourists in Digha, Mandarmani, Tajpur: সপ্তাহান্তের ছুটি কাটাতে দিঘা, মন্দারমণি, তাজপুরে পর্যটকদের উপচে পড়া ভিড়। পুজোর আগে এই বিপুল ভিড় দেখে উচ্ছ্বসিত হোটেল মালিক থেকে শুরু করে অন্য ব্যবসায়ীরাও।

author-image
IE Bangla Web Desk
New Update
a tourist are saved from drowning in the sea at Digha by the efforts of Nulias

দিঘার সমুদ্র পাড়।

Digha: দুরন্ত আবহাওয়া! ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে উপরি পাওনা মিঠে নোনা হাওয়া, পর্যটকদের উপচে পড়া ভিড় সৈকতনগরী দিঘায়। একই অবস্থা মন্দারমনি, তাজপুরেও। এলাকার প্রায় প্রতিটি হোটেল কানায় কানায় পূর্ণ। সামনেই পুজোর বুকিং শুরু হবে। তার আগে থেকেই পর্যটকদের এমন প্রবল উৎসাহে উচ্ছ্বসিত হোটেলমালিক থেকে শুরু করে অন্য ব্যবসায়ীরা।

Advertisment

নিম্নচাপের বৃষ্টিতে মনোরম আবহাওয়া সমুদ্র নগরী দিঘায়। সপ্তাহান্তে ছুটি কাটাতে রাজ্যের এই সৈকত শহরে বিপুল ভিড় পর্যটকদের। পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র শহরের হোটেলগুলি কানায় কানায় পূর্ণ। ঝিরঝিরে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বেড়ানোর আনন্দ চেটেপুটে নিচ্ছেন ভ্রমণরসিকরা। যা দেখে উচ্ছ্বসিত এলাকার হোটেল মালিকরা। আবহাওয়া এমনটা চলতে থাকলে পুজোর আগে সমুদ্র নগরীতে ভিড় আরও বাড়বে বলে মনে করছেন তাঁরা।

শুধু দিঘায় নয়, মন্দারমনি, তাজপুরেও পুজোর বুকিং পুরোদমে জমে উঠেছে। আর দিন কয়েকের মধ্যেই পুজোর বুকিং আরও বাড়বে বলে মনে করছেন হোটেল মালিকরা। পুজোর মরশুমে অল্প কয়েক দিনের ছুটিতে ভ্রমণপ্রিয় বাঙালিদের বরাবরের ফেভারিট ডেস্টিনেশন দিঘা। পুজোর ছুটিতে প্রতিবারই রাজ্যের এই সৈকত নগরীতে পর্যটকদের ঠাসা ভিড় চোখে পড়ে। এবারও তার অন্যথা হয়নি। দিঘা, মন্দারমনি, তাজপুরে বিপুল আনাগোনা বেড়েছে পর্যটকদের।

আরও পড়ুন- Congress Leader Murder: সাতসকালে ভরা বাজারে খুন কংগ্রেস নেতা, তুমুল উত্তেজনা এলাকায়, রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ

আরও পড়ুন- Vande Bharat: পুজোর আগে বঙ্গবাসীকে বিরাট উপহার মোদীর, তিন নতুন বন্দে ভারত পেল বাংলা

হোটেল মালিকদের পাশাপাশি পর্যটকদের বিপুল সমাগমে উচ্ছ্বসিত অন্য ব্যবসায়ীরাও। পুজোর বুকিং শুরু হতে চলেছে ২৫ সেপ্টেম্বর থেকে। দিঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী আনন্দবাজার অনলাইনকে বলেছেন, "এবার পুজোর মরশুমে বুকিংয়ে দারুণ সাড়া মিলছে। হোটেলের ঘর পাওয়া নিয়ে প্রায়ই ফোন আসছে। আমরা সকলেই অত্যন্ত আশাবাদী।"

আরও পড়ুন- RG Kar Case: চিকিৎসক খুনে গ্রেফতার টালা থানার ওসি, সিজিও থেকে বের করতেই জুতো দেখাল ক্ষুব্ধ জনতা

দিন কয়েকের জন্য বেড়াতে যাওয়ায় পর্যটকদের দারুণ পছন্দের জায়গা হল দিঘা। পূর্ব মেদিনীপুরের এই সৈকত শহরে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। তবে ছুটির মরশুমে সেই ভিড় আরও বেড়ে যায়। পুজোর মরশুমে বরাবরই দিঘা পর্যটকদের ভিড়ে কানায় কানায় পূর্ণ থাকে। এবার পুজোর মরশুম শুরুর আগে থেকেই সৈকত নগরীর ভিড় মন ভালো করে দিয়েছে এলাকার হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য ব্যবসায়ীদের।

আরও পড়ুন- Bengal Weather: কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! আজও অঝোরে বৃষ্টি জেলায়-জেলায়, আবহাওয়ার উন্নতি কবে?

Mandarmani Digha Tourism Tourist Digha Tajpur
Advertisment